Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3979
১.কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে?
-পায়রা।
২.কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ে?
-কোকিল কাকের বাসায় ডিম পাড়ে।
৩.কোন পাখির ডিম সবচেয়ে বড়?
-উট পাখির।
৪.কোন কোন পাখিকে স্কেভেনজিং পাখি বলা হয়?
-কাক ও শকুনকে।
৫.কোন পাখির মধ্যে অন্যের বাসা দখলের প্রবণতা আছে?
-টিয়া পাখি।
৬.কোন পাখি আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
-হোমা পাখি।
৭.কোন পাখি পাথর ও লোহার টুকরা খায়?
-অস্ট্রিচ।
৮.কোন পাখি ওড়ে না?
-পেঙ্গুইন, অস্ট্রিচ, এমু, কিউই, উট পাখি উড়তে পারে না।
৯.কোন পাখি পেছন দিকে উড়তে পারে?
-হামিং বার্ড।
১০.হামিং বার্ড কোন কোন দেশে দেখতে পাওয়া যায়?
-কিউবা ও পাইলস দ্বীপপুঞ্জে।

বিশেষ বৈশিষ্ট্যের পাখি
বৈশিষ্ট্য – পাখি
সবচেয়ে বড় শিকারী পাখি – ক্যানডোর।
সর্ববৃহৎ পাখি – উট পাখি
উড়তে অক্ষম – কিউই পাখি, উট পাখি
দ্রুততম পাখি – সুইফট বার্ড
সবচেয়ে ছোট পাখি – হামিং বার্ড
যে পাখি কখনো বাসা তৈরি করে না – কোকিল
সর্বৃহৎ সামুদ্রিক পাখি – অ্যালবাট্রস
শিকারী পাখি – শকুন, ঈগল, চিল
সামুদ্রিক পাখি – গাংচিল, পেঙ্গুইন, পেলিক্যান
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]