Page 1 of 1

৩০ মিনিটে গমের ছত্রাক চিহ্নিত!!

Posted: Mon Oct 19, 2020 5:02 pm
by sajib
গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্ত করতে একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ও চীনের একদল বিজ্ঞানী। এ প্রযুক্তির মাধ্যমে গমগাছ এর বীজ বা গমের দানা পরীক্ষা করে ব্লাস্ট রোগের ছত্রাক চিহ্নিত করা যাবে। এ জন্য সময় লাগবে মাত্র ৩০ মিনিট। গবেষণাটির ফলাফল চলতি মাসের শুরুতে বিজ্ঞান সাময়িকী ইঞ্জিনিয়ারিং এ প্রকাশিত হয়।

নতুন উদ্ভাবিত এ প্রযুক্তি অনেকটা মানুষের গর্ভধারণ পরীক্ষার মতো। গমের কোনো একটি অংশ নতুন উদ্ভিবিত স্ট্রিপের মধ্যে রাখতে হবে। আধা ঘন্টার মধ্যে জানা যাবে সেখানে ব্লাস্টের জন্য দায়ী ছত্রাক আছে কিনা। এ যন্ত্রটি তৈরি করতে ৩০০-৪০০ টাকা খরচে পড়বে। ভবিষ্যতে তা আরও কমতে পারে। এ প্রযুক্তি উদ্ভাবনে সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ব বিদ্যালয় ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যুক্তরাষ্ট্রের ওয়াই স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার এবং চায়নিজ একাডেমি অব সায়েন্স। বাংলাদেশ সরকারের কৃষি গবেষণা ফাউন্ডেশন অর্থায়নে মূল গবেষণা হয়ঢ। তবে আন্তর্জাতিক আনবিক গবেষণা কেন্দ্র এতে কারিগরি ও আংশিক অর্থায়ন করে। গবেষণা দলের নেতৃত্ব দেন বশেমুরকৃবির অধ্যাপক মো. তোফাজ্জল ইসলাম। বিশ্বব্যাপী গমের ব্লাস্ট রোগকে একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেখা হয়। ১৯৮৫ সালে রোগটি প্রথম ব্রাজিলে দেখা দেয়। অনুকূল আবহাওয়া পেলে তা শতভাগ গম নষ্ট করে ফেলে। ব্লাস্ট গমের শিষের ভেতরে দানা তৈরি করতে দেয় না। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে বাংলাদেশের গমে প্রথম এ রোগটি দেখা দেয়।