- Thu Oct 15, 2020 11:37 am#3772
আল্লাহই রোগ দেন, আবার তিনিই আরোগ্য দান করেন। মানুষকে তিনি রোগ-শোক দিয়ে থাকেন পরীক্ষার জন্য। আর তাই এ সময়ে ধৈর্য্য ধারণ করতে হবে এবং রাসুল (সা.) এর শেখানো দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট দোয়ার মাধ্যমে রোগমুক্তির প্রার্থনা করতে হবে। এমন কিছু দোয়া নিচে দেওয়া হলো –
মহামারি বা দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয়
’আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সায়্যিইল আসকম’।
অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্মক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি, আবু দাউদ, নাসাঈ)
’আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন মুনকারোতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদয়ায়ি।’
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবিত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই। (তিরমিজি)।
রোগ থেকে মুক্তি লাভ
সুরা ফাতেহা – মানুষের সব রোগের মহৌষধ বা শেফা।
হযরত আইয়ুব (আ) কর্তৃক কঠিন রোগ থেকে মুক্তি লাভের দোয়া – রব্বি আন্নি মাস্সানিয়াদ্ দুররু ওয়াআন্তা আরহামুর রহিমিন।
অর্থ: হে আমার প্রতিপালক! আমি দু:খ কষ্টে পড়েছি, আর তুমিই তো দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ (সুরা আম্বিয়া, আয়াত:৮৩)
’আল্লাহুম্মা রব্বান্নাসি মুযহিবাল বা’সি, ইশফি ওয়া আন্তাস শাফী, লা শাফীয়া ইল্লা আন্তা, শিফা’আল লা য়্যুগদিরু সাকমা।’
অর্থ: হে আল্লাহ! মানুষের প্রতিপালক! তুমি কষ্ট দূর কর এবং আরগ্য দান কর। তুমিই রোগ নিরাময়কারী। তুমি ছাড়া আর কোনো নিরাময়কারী নেই। তুমি এমনভাবে রোগ নিরাময় কর যেন তা রোগকে নির্মুল করে দেয়। (বুখারি, তিরমিযী)
অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা
’আসআলুল্লাহাল আ’জিমা, রব্বাল আ’রশিল অ’জিমি আঁইয়্যাশাফিয়াক।’
অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। (তিরমিজি, আবু দাউদ)
’লা-বা’সা তুহু-রুন ইনশাআল্লাহ’।
অর্থ: ভয় নেই, আল্লাহর মেহেরবানিতে আরোগ্য লাভ করেবে। (বুখারি, মুসলিম)
মহামারি বা দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয়
’আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সায়্যিইল আসকম’।
অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্মক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি, আবু দাউদ, নাসাঈ)
’আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন মুনকারোতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদয়ায়ি।’
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবিত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই। (তিরমিজি)।
রোগ থেকে মুক্তি লাভ
সুরা ফাতেহা – মানুষের সব রোগের মহৌষধ বা শেফা।
হযরত আইয়ুব (আ) কর্তৃক কঠিন রোগ থেকে মুক্তি লাভের দোয়া – রব্বি আন্নি মাস্সানিয়াদ্ দুররু ওয়াআন্তা আরহামুর রহিমিন।
অর্থ: হে আমার প্রতিপালক! আমি দু:খ কষ্টে পড়েছি, আর তুমিই তো দয়ালুদের সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ (সুরা আম্বিয়া, আয়াত:৮৩)
’আল্লাহুম্মা রব্বান্নাসি মুযহিবাল বা’সি, ইশফি ওয়া আন্তাস শাফী, লা শাফীয়া ইল্লা আন্তা, শিফা’আল লা য়্যুগদিরু সাকমা।’
অর্থ: হে আল্লাহ! মানুষের প্রতিপালক! তুমি কষ্ট দূর কর এবং আরগ্য দান কর। তুমিই রোগ নিরাময়কারী। তুমি ছাড়া আর কোনো নিরাময়কারী নেই। তুমি এমনভাবে রোগ নিরাময় কর যেন তা রোগকে নির্মুল করে দেয়। (বুখারি, তিরমিযী)
অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনা
’আসআলুল্লাহাল আ’জিমা, রব্বাল আ’রশিল অ’জিমি আঁইয়্যাশাফিয়াক।’
অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। (তিরমিজি, আবু দাউদ)
’লা-বা’সা তুহু-রুন ইনশাআল্লাহ’।
অর্থ: ভয় নেই, আল্লাহর মেহেরবানিতে আরোগ্য লাভ করেবে। (বুখারি, মুসলিম)