Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3720
পৃথিবীকে রক্ষায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
জলবায়ু পরিবর্তনজনিত ধ্বংসের হাত থেকে পৃথিবী ও মানবজাতিকে রক্ষার আহ্বান জানিয়ে পাঁচটি প্রস্তাব দেণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ সেপ্টেম্বর ২০২০ জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে ভিডিও বার্তায় এ প্রস্তাব দেন তিনি।

প্রধানমন্ত্রীর দেওয়া ৫ প্রস্তাব
পৃথিবী ও মানবজাতির সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগীতা বাড়ানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের কম রাখা এবং প্যারিস চুক্তির সবগুলো বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে প্রতিশ্রুতি তহবিল সরবরাহ করা। দূষণকারী দেশগুলোকে অবশ্যই জাতীয় নির্ধারিত অবদান পূরনে প্রশমন ব্যবস্থা নেয়া, জলবায়ু পুনর্বাসনকে বৈশ্বিক দায়িত্বের স্বীকৃতি দেয়।

বাংলাদেশি তরুণের জাতিসংঘ স্বীকৃতি
মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের ১৭ জন তরুন নেতার তালিকায় স্থান পায় বাংলাদেশি তরুন জাহিন রোহান রাজিন। জাতিসংঘ জাহিনের মতো ঐ ১৭ তরুণকে বলছে ইয়াং লিডার্স। যারা নিজ দেশে সংস্থাটি গৃহীত টেকশই উন্নয়ন অর্জনে ভুমিকা রাখবেন। ২০১৬ সাল থেকে দুই বছর পরপর এ তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। এ নিয়ে তৃতীয়বার তরুণ নেতার তালিকা প্রকাশ করল তারা। জাহিন হলো দ্বীতিয় বাংলাদেশী তরূণ। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ থেকে সওগাত নাজবিন খান প্রথম ঐ তালিকায় স্থান পায়।

সৌদি আরবে বিরোধী দলের আত্নপ্রকাশ
সৌদি রাজপরিবারকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দল গঠন করেছেন নির্বাসিত কয়েকজন ভিন্নমতাবলম্বী। ২৩ সেপ্টেম্বর ২০২০ যুক্তরাষ্ট্র এ যুক্তরাজ্য নির্বাসিত সৌদি নাগরিকরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি নামে ঐ দল গঠনের ঘোষণা দেন। সৌদি বাদশাহ সালমানের রাজত্বকালে এটাই দেশটিতে প্রকাশ্য সংগঠিত রাজনৈতিক প্রতিরোধর প্রথম ঘটনা।

জনসনের করোনা টিকার তৃতীয় ধাপের ট্রায়াল
জনসন অ্যান্ড জনসন ২৩ সেপ্টেম্বর ২০২০ থেকে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা ভাইরাস টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করে। টিকাটি যুক্তরাস্ট্রে দ্রুত টিকা তৈরির কর্মসূচি এর আওতায় তৃতীয় ধাপের পরীক্ষা চালাবে। এ নিয়ে দেশটিতে তৃতীয় ধাপের টিগকার ট্রায়ালে যায় চারটি প্রতিষ্ঠান।

চীনে ৩৮০ উইঘুর বন্দিশালা
চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে ৩৮০ টিরও বেশি উিইঘুর বন্দি শিবির রয়েছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়া। যা আগের ধারনার চেয়ে অনেক বেশি। ২৪ সেপ্টেম্বর ২০২০ অস্ট্রেলিয়ার স্ট্রাটেজির পলিসির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4231 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4424 Views
    by bdchakriDesk
    0 Replies 
    276 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]