Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3611
**টিকটিকির লেজ কেটে গেলে তা লাফায় কেন?
-আত্নরক্ষা বা কোনো কারনে টিকটিকির লেজ খসে বা কাটা পড়লে ঐ কাটা অংশের স্নায়ুগুলো কিছু সময় সক্রিয় থাকে বলে তা লাফায়।
**বিষাক্ত সাপ কামড়ালে ঘোড়া মারা যায় না কেন?
-ঘোড়াকে বিষাক্ত সাপ কামড়ালে ঘোড়ার শরীরে বিশেষ বিষ প্রতিরোধী এন্টি-ভ্যানম তৈরি হয়। এ এন্টি ভ্যানম সাপের বিষের কার্যকারিতা নষ্ট করে দেয় বলে ঘোড়া মারা যায় না। উল্লেখ্য, ঘোড়ার শরীরে তৈরি হওয়া এ উপাদান থেকেই সাধারণত মানুষের জন্য সাপের বিষের প্রতিষেধক তৈরি করা হয়।
**মাছিরা মাঝে মাঝে তাদের পাখাগুলো পরস্পরের সাথে ঘষে কেন?
-মাছিরা চোয়াল ও পুরু পা সমেত প্রায় সমস্ত শরীরই খুব ঘন লোমে ঢাকা। তাছাড়া এদের জীবন্ত এক ধরণের চটচটে পদার্থ লেগে থাকে। এ পদার্থ পায়ে লাগা ময়লা পরিষ্কার করার জন্যই এরা মাঝে মাঝে পা গুলো পরস্পরের সাথে ঘষে।
**পচা ডিম পানিতে ভাসে কেন?
-পচা ডিমে তৈরি হওয়া হাইড্রোজেন সালফাইড গ্যাস ভেসে থাকা ডিমের ওপর উর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে। সাথে সাথে ডিমের ঘনত্ব কমে যাওয়ায় তা পানির ঘনত্বের চেয়ে কম হয় । তাছাড়া ডিমের খোসার অসংখ্য ক্ষুদ্র পথে ভেতরের গ্যাস কিছুটা বেরিয়ে যাওয়ায় তা ওজন হারিয়ে হালকাও হয়। তাই পচা ডিম পানিতে ভাসে।
**পাখিরা গান গায় কেন?
-সাধারণত জোড়া খুজতে শত্রুর আক্রমণ হতে সতর্ক করতে বা নিজস্ব বসবাসের এলাকা খুজতে পাখিরা গান গেয়ে থাকে। পাখিদের স্বরতন্ত্রী শ্বাসনালির নিচে সিরিংকস নামক এক বিশেষ প্রকোষ্ঠে থাকে। যদি পাখিরা এর মধ্যে দিয়ে শ্বাস ছাড়ে তখন এ প্রকোষ্ঠের ভেতর মেমব্রেইনগুলোতে কম্পন সৃষ্টি হয়ে বিভিন্ন সুর তথা গানের সৃষ্টি হয়।
***পাখি উড়তে পারে কেন?
-পাখিরা ওড়ার সময় ডানা দিয়ে বাতাস নিচের দিকে বল প্রয়োগ করে। তখন বাতাসও নিউটনের সূত্রানুযায়ী ওপরের দিকে বল প্রয়োগ করে । ফলে পাখিরা খুব সহজেই বায়ুতে ভাসতে বা উড়তে পারে।
***দলবদ্ধ পাখি V আকৃতিতে ওড়ে কেন?
-সাধারণত দলবদ্ধ পাখির সামনেরটির উড্ডয়নের ফলে বাতাসে যে, পাক তৈরি হয় তা পেছনের পাখিগুলো কাজে লাগায়। ফলে তাদের ওড়ার জন্য শক্তি অপেক্ষাকৃত কম খরচ হয়। এছাড়া এ ধরণের বিন্যাসের ফলে পাখিগুলো পরস্পরের সাথে সহজে যোগাযোগ রক্ষা করতে পারে। তাই এরা V আকৃতিতে ওড়ে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    জানা অজানা
    by shahan    - in: জানা-অজানা
    0 Replies 
    456 Views
    by shahan
    0 Replies 
    768 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1440 Views
    by rana
    0 Replies 
    1485 Views
    by shohag
    0 Replies 
    1413 Views
    by shihab

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]