- Sun Sep 27, 2020 5:43 pm#3470
দক্ষিণ এশিয়া: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ।
দক্ষিণ-পূর্ব এশিয়া: মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পূর্বতিমুর।
মধ্য এশিয়া: কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান,তাজিকিস্তান, কিরগিস্তান-এদের উত্তর-পশ্চিম এশিয়ার দেশও বলা হয়।
মধ্যপাচ্য: সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, ইরাক, ইরান,কুয়েত, কাতার, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরাইল, ফিলিস্তিন, তুরস্ক।
ইন্দোচীন: লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম।
বলকান রাষ্ট্র: সার্বিয়া, বসনিয়া-হার্জেগোবিনা, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, স্লোভেনিয়া, মেসিডোনিয়া, কসোভো, আলবেনিয়া, রুমানিয়া, তুরস্ক ও ইতালির কিছু অংশ। (প্রথম সাতটি দেশ হচ্ছে সাবেক যুগোস্লাভিয়া ভেঙে ধীরে ধীরে এই সাতটি দেশ হয়েছে।
বাল্টিক রাষ্ট্র: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। বাল্টি সাগরের তীরবর্তী দেশগুলো হলো – এস্তোনিয়া, লাটভিয়া, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, পোল্যান্ড ও রাশিয়া। তাই এই দেশগুলোকে বাল্টিক অঞ্চলের দেশ বলে।
গোল্ডেন ট্রায়াঙ্গেল: মিয়ানমার, থাইল্যান্ড, লাওস সীমান্তে আফিম উৎপাদনকারী অঞ্চল।
গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান সীমান্তে আফিম উৎপাদনকারী অঞ্চল।
গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত, ও নেপাল সীমান্তে মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।
গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়।
থ্রি টাইগারস: জাপান, জার্মানি, ইতালি।
ফোর টাইগারস: দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাউওয়ান, হংকং।
সুপার সেভেন: ফোর টাইগারস+মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড।
ইস্ট এশিয়ান মিরাকল: সুপার সেভেন+জাপান।
বিশ্বের স্থলবেষ্টিত তথা সমুদ্রবন্দরবিহীন দেশ
এশিয়া: লাওস, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, আফগানিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া।
আমেরিকা: প্যারাগুয়ে, বলিভিয়া।
ইউরোপ: অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেকপ্রজাতন্ত্র, স্লোভাকিয়া, অ্যান্ডোরা, ভ্যটিকান সিটি, সান মেরিনো, বেলারুশ, সুইজারল্যান্ড, সার্বিয়া।
আফ্রিকা: জিম্বাবুয়ে, জাম্বিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লেসোথো, বতসোয়ানা, নাইজার, মালি, ইথিওপিয়া।
দক্ষিণ-পূর্ব এশিয়া: মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পূর্বতিমুর।
মধ্য এশিয়া: কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান,তাজিকিস্তান, কিরগিস্তান-এদের উত্তর-পশ্চিম এশিয়ার দেশও বলা হয়।
মধ্যপাচ্য: সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, ইরাক, ইরান,কুয়েত, কাতার, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরাইল, ফিলিস্তিন, তুরস্ক।
ইন্দোচীন: লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম।
বলকান রাষ্ট্র: সার্বিয়া, বসনিয়া-হার্জেগোবিনা, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, স্লোভেনিয়া, মেসিডোনিয়া, কসোভো, আলবেনিয়া, রুমানিয়া, তুরস্ক ও ইতালির কিছু অংশ। (প্রথম সাতটি দেশ হচ্ছে সাবেক যুগোস্লাভিয়া ভেঙে ধীরে ধীরে এই সাতটি দেশ হয়েছে।
বাল্টিক রাষ্ট্র: এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। বাল্টি সাগরের তীরবর্তী দেশগুলো হলো – এস্তোনিয়া, লাটভিয়া, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, পোল্যান্ড ও রাশিয়া। তাই এই দেশগুলোকে বাল্টিক অঞ্চলের দেশ বলে।
গোল্ডেন ট্রায়াঙ্গেল: মিয়ানমার, থাইল্যান্ড, লাওস সীমান্তে আফিম উৎপাদনকারী অঞ্চল।
গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান সীমান্তে আফিম উৎপাদনকারী অঞ্চল।
গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত, ও নেপাল সীমান্তে মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।
গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়।
থ্রি টাইগারস: জাপান, জার্মানি, ইতালি।
ফোর টাইগারস: দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাউওয়ান, হংকং।
সুপার সেভেন: ফোর টাইগারস+মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড।
ইস্ট এশিয়ান মিরাকল: সুপার সেভেন+জাপান।
বিশ্বের স্থলবেষ্টিত তথা সমুদ্রবন্দরবিহীন দেশ
এশিয়া: লাওস, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, আফগানিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া।
আমেরিকা: প্যারাগুয়ে, বলিভিয়া।
ইউরোপ: অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেকপ্রজাতন্ত্র, স্লোভাকিয়া, অ্যান্ডোরা, ভ্যটিকান সিটি, সান মেরিনো, বেলারুশ, সুইজারল্যান্ড, সার্বিয়া।
আফ্রিকা: জিম্বাবুয়ে, জাম্বিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লেসোথো, বতসোয়ানা, নাইজার, মালি, ইথিওপিয়া।
rahmatulla011 liked this