Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3428
২০ নভেম্বর ১৯৭৫ স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাংকের মৃত্যুর পর ২২ নভেম্বর স্পেনের রাজ সিংহাসনে বসেন হুয়ান কার্লোস। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য তিনি বেশ জনপ্রিয়। ৪০ বছর রাজত্ব করে ১৯ জুন ২০১৪ তিনি তার ছেলে ফিলিপের হাতে সিংহাসন হস্তান্তর করেন। হুয়ান কার্লোস স্পেনের রাজা থাকা অবস্থায় ২০০৮ সালে সৌদি আরবের মক্কা মদিনা রেল প্রকল্পের ৬০০ কোটি মার্কিন ডলারের কাজ পেয়েছিলেন স্পেনের একটি কোম্পানি। সেখান থেকে রাজা হুয়ান কার্লোস অফশোর কোম্পানির মাধ্যমে ১০ কোটি মার্কিন ডলার নিয়েছিলেন । এ লেনদেনের কথা গোপন ছিল। কিন্তু ৪ মার্চ ২০২০ সুইস পত্রিকা এ ব্যাপারে একটি খবর প্রকাশ করে। কেলেঙ্কারি সামনে আসার পর ১৫ মার্চ ২০২০ হুয়ান কার্লোস এর ছেলে স্পেনের বর্তমান রাজা ষ্ষ্ঠ ফিলিপ বাবার সাথে সম্পর্কচ্ছেদ ঘোষণা করেদেন। রাজার দুর্নীতি তদন্ত করার নির্দেশ দেন। তদন্ত শুরু হওয়ার পর ৩ আগষ্ট ২০২০ সাবেক রাজা দেশ ছাড়েন। পরবর্তীতে জানা যায়, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে অবস্থান করছেন। ৮২ বছর বয়সী হুয়ান কার্লোস এক চিঠির মাধ্যমে তার ছেলেকে দেশ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, তদন্তের জন্য যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সাথে যোগাযোগ করা যাবে।

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]