Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3313
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় রোবট উদ্ভাবন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল সাবেক শিক্ষার্থী । মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ডা. সেতারা বেগমের নাম অনুসারে এবং তার অবয়বে রোবটটি তৈরি করা হয়। একই সাথে রোবটটির নাম রাখা হয় ক্যাপ্টেন সেতারা বেগম। এ রোবট রোগীর পাশে গিয়ে শরীরের তাপমাত্রা নির্নয়, চিকিৎসকের পরামর্শ পৌছানোসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে সক্ষম। রুয়েটের সাবেক শিক্ষার্তীদের সংগঠন ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’র সাত সদস্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তিন মাসের চেষ্টায় রোবটটি তৈরি করেন। এটি ৫-১০ কেজি ওজন বহন করতে পারে। টানা এক থেকে দেড় ঘন্টা কাজ চালিয়ে যেতে সক্ষম । হাসপাতালের করোনা ওয়ার্ডে ট্রায়াল শেষে বানিজ্যিকভাবে এ রোবট তৈরি করা হবে।
নানা রোগের পূর্বভাস দেবে প্রযুক্তি
চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারী উদ্ভাবন করেন আমেরিকান বাংলাদেশি বিজ্ঞানী ড. আলাউদ্দিন ভুইয়া। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ঐ ছাত্র এখন iHealthScreen Inc-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তার উদ্ভাবিত অ্যাপ্লিকেশন ও অনলাইনভিত্তিক বহুমুখী স্বাস্থ্য সেবা কোটি মানুষের নাগালে চলে আসছে। হার্ট অ্যাটাক, অন্ধত্বসহ নানা রোগের পূর্বাভাস পাওয়া যাবে তার প্রযুক্তি মাধ্যমে । এরই মধ্যে নানা সুবিধা বাংলাদেশের মানুষও পেতে শুরু করেছে। বিশেষ করে মাই হেলথ এর ডায়াবেটিক রেটিনোপ্যাথি নির্নয়ে উদ্ভাবিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার বিপুল সংখ্যক মানুষ কে বন্ধ্যাত্ব থেকে রক্ষা করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা । চিকিৎসা সেবায় নানা ক্ষেত্রে কাজ করে মাইহেলথ। গুরুত্বপূর্ণ কয়েকটি হলো: ১.টেলিমেডিসিন, ২.ইলেকট্রনিক হেলথ রেকর্ড ৩.ডিজিটাল প্রেসক্রিপশন,৪.আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এইজ রিলেটেড ম্যাসকিউলার ডিজেনারেশন ডিজিজ এবং গ্লুকোমা (অন্ধত্বের প্রধান কারণ) ৫.আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক অন্যান্য রোগ (স্ট্রোক, হৃদরোগ এবং ডায়াবেটিস) নির্নয় এবং আগের থেকেই অনুমান করার ব্যবস্থা ও ৬.রোগীর তথ্য সংরক্ষণ এবং সহজে ফাইল শেয়ারিং এবং রেফারেন্স।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]