Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3248
-পৃথিবীতে প্রথম কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া, ২০১২ সালে।
-পৃথিবীর প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০১০ সালে ‘জলবায়ু ট্রাস্ট ফান্ড’ গঠন করে।
-Environment Impact Assessment (EIA) হলো পরিবেশের প্রভাব জরিপের নাম ।
-পরিবেশ ঝুঁকিতে শীর্ষ দেশ হুন্ডরাস।
-জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কথা আছে এসডিজির ১৩ নম্বর লক্ষ্যমাত্রায় এবং টেকসই উন্নয়নের কথা আছে ৭ নম্বর লক্ষ্য মাত্রায় ।
-বিশ্ব পরিবেশ দিবস -২০১৭ এর মূল প্রতিপাদ্য ছিল ‘কানেক্ট উইথ নেচার’।
-পরিবেশ আইনে দূষণের সর্বোচ্চ শাস্তি পাঁচ লাখ টাকা জরিমানা ।
-ভূমিকম্পের তিব্রতার ঝুঁকিতে বাংলাদেশকে তিনটি ব্লকে ভাগ করা হয়েছে । ঢাকা আছে ২ নম্বর ব্লকে।
-পরিবেশ সুরক্ষায় প্রথম সূচক চালু করে ভারত।
-জাতিসংঘের টেকসই জ্বালানি দশক ২০১৪-২০২৪।
-পরিবেশ বিজ্ঞানীদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে বিশুদ্ধ পানির জন্য।
-২০১৩ সালে দেশের প্রথম ‘উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র’ চালু করা হয় চট্টগ্রামের পতেঙ্গায় ।
-একবিংশ শতকে পরিবেশ দূষণমুক্ত রাখতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নাম এজেন্ডা-২১
-জাতিসংঘের মতে, বর্তমান সময় পর্যন্ত বিশ্বের ভয়াবহ ঘুর্ণিঝড় হলো গোর্কি (১৯৭০) বাংলাদেশে সংঘটিত এই ঘুর্ণিঝড়টি ভোলা ঝড় নামেও পরিচিত। এই ঝড়ে ৫ লাখের মতো মানুষের মৃত্যু হয়।
-মার্কিন টেলিগ্রাফ পত্রিকার মতে, পৃথিবীর উষ্ণতম স্থান ডেথ ভ্যালি এবং শীতল তম স্থান অ্যান্টার্কটিকা
-পূর্বতিমুরের বর্তমান নাম ‘তিমূর লিসতে’।
-সবচেয়ে কম সময়ে শততম টেস্ট খেলে বাংলাদেশ।
-বাংলাদেশে শততম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০১৭ সালের মার্চে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভেন্যু, ছিল পি সারা ওভাল, কলম্বো । জয়ী হয় বাংলাদেশ।
-বিশ্ব পরিবেশ দিবস -২০১৮ এর মূল প্রতিপাদ্য-’আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনর্ব্যবহার করি , না পারলে বর্জন করি ‘।
-চীনের তৈরি বিতর্কিত কৃত্রিম দ্বীপ সুবি রিফ (পূর্ব চীন সাগর)। এখানে চীন বাতিঘর তৈরি করেছে।
-সম্প্রতি মিশর লোহিত সাগরের ‘তিরান’ ও সানাফি নামে দুটি দ্বীপ সৌদি আরবকে উপহার দেয়।
-সম্প্রতি ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণাকারী দেশ ব্রুসাই । এরা শরিয়া আইন চালু করেছে।
-বিপ্লবের রাজধানী বলা হয় সিরিয়ার হোমস শহরকে। আলেপ্পো শহরটি সিরিয়ায় ।
-সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একুশের স্মারকযুক্ত সিলমোহর চালু করেছে।
-বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম ‘বিএনএস শেখ হাসিনা’।
-’বঙ্গবন্ধু স্ট্রিট’ অবস্থিত ভারতের দিল্লিতে।
-সম্প্রতি বাংলাদেশকে এশিয়ার পঞ্চম টাইগার হিসেবে আখ্যা দিয়েছে ‘বিজনেস ইনসাইডার’ ম্যাগাজিন।
-ফ্রান্সের পার্লামেন্ট ভবনের নাম -হল অব মিরর।
-রাখাইন প্রদেশের রাজধানী আকিয়াবের বর্তমান নাম সিত্তে
-শাদের নামকরণ করা হয় শাদ হ্রদের নাম থেকে ।
-এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি।
-অন্নপূর্ণ পর্বতের অবস্থান নেপালে।
-আড়িয়াল বিল অবস্থিত মুন্সীগঞ্জে ।
-বগা লেক অবস্থিত বান্দরবান জেলার রুমা উপজেলায় ।
-বাংলাদেশের বৃহত্তম ও দ্বিতীয় সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্ক (শ্রীপুর, গাজীপুর)
-Kyklos অর্থ Coil of Snakes (সাপের কুন্ডলী)
-গ্রীষ্মের শেষে উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ায় সৃষ্ট ঘুর্ণিঝড়কে বলে উইলি উইলি
-সমুদ্রবন্দরের জন্য ঘূর্নিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত ১১টি
-নদীবন্দরের জন্য ঘূর্নিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত ৪টি
-সুনামি শব্দের অর্থ বন্দরের ঢেউ
-বাংলাদেশে দূর্যোগ ব্যবস্থাপনা আইন অনুমোদন করা হয় ২০১২ সালে
-বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত জামালপুরে (৩ মেগাওয়াট)
-ব্ংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করে মুমিনুল হক
-বিশ্বের প্রথম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে ইংল্যান্ড
-২০১৮ সালে ওয়ানডে ইতিহাসে সর্বকোনিষ্ঠ শীর্ষ বোলার নির্বাচিত হন রশিদ খান
-ICC (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর) এর প্রথম নারী পরিচালক ইন্দ্রানুয়ি
-মহিলা টি-২০ এশিয়া কাপ ২০১৮ এর আয়োজক দেশ মালয়েশিয়া , চ্যাম্পিয়ণ হয় বাংলাদেশ (৩ উইকেটে) রানার্স আপ হয় ভারত , প্লেয়ার অব দ্য ম্যাচ হন রুমানা আহমেদ (বাংলাদেশ)
-মেলবোর্ণ ক্রিকেট ক্লাবের ওয়াল্ড ক্রিকেট কমিটির সদস্য সাকিব আল হাসান
-বাংলাদেশের প্রথম ও একমাত্র টি-২০ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল খান
-ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ৩০৪ রানের পার্টনার শিপ গড়েন পাকিস্তানি যে দুই ক্রিকেটার ফখর জামান ও ইমাম-উল হক ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1761 Views
    by raja
    0 Replies 
    8 Views
    by afsara
    0 Replies 
    7 Views
    by rana
    0 Replies 
    10 Views
    by rana
    0 Replies 
    1735 Views
    by raja

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]