Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3220
-ন্যাটোর ২৯ তম এবং সর্বশেষ সদস্য দেশ মন্টেনিগ্রো।
-HIV আত্রান্ত শীর্ষ দেশ লেসেথো (WHO-এর পরিসংখ্যান ২০১৮)
-আত্মহত্যার শীর্ষ দেশ লিথুয়ানিয়া
-বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৮ অনুসারে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে যুক্তরাষ্ট্রে এবং সর্বাধিক বিদেশি বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সর্বাধিক বিনিয়োগ হয়েছে টেক্সটাইল ও বস্ত্রখাতে।
-Flights গ্রন্থের জন্য ম্যান বুকার পুরস্কার ২০১৮ লাভ করেন ওলগা টোকারচুক (পোল্যান্ড)
-বর্তমানে দেশে নদীবন্দর ৩৩টি। সর্বশেষ ৩৩ তম নদীবন্দর হলো – সেঘাইঘাট, নাটুয়ারপাড়া নদীবন্দর।
-ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলণের হামাসের বর্তমান নেতা ইসমাইল হানিয়া।
-বিশ্বের নির্মিতব্য সর্বোচ্চ টাওয়ার বা ভবন জেদ্দা টাওয়ার । এর উচ্চতা হবে ১০০৮ মিটার।
-চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের নাম Comac C 919 ।
-সম্প্রতি দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত।
-চীনের বিজ্ঞানিরা চা-গাছের জীবনরহস্য উন্মোচন করেছে।
-ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম সৌদি আরব সফর করেন ।
-ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ।
-দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে ইন ।
-NATO-র ২৮ তম তথা সর্বশেষ সম্মেলন হয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে (২০১৮)।
-বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁয়ে।
-চামড়া গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার সাভারে ।
-মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য ‘বীর’ অবস্থিত ঢাকার নিকুঞ্জে। স্থপতি হলেন হাজ্জাজ কায়সার।
-’ফাদার অব অল বোম্বস’ তৈরি করে রাশিয়া ।
-’মাদার অব অল বোম্বস’ তৈরি করে যুক্তরাষ্ট্র।
-দক্ষিণ রাশিয়ার দীর্ঘতম সেতু ‘ঢোলা সাদিয়া’ অবস্থিত ভারতে।
-ইন্টারপার্লামেন্ট ইউনিয়নের সম্মেলন হয় বাংলাদেশের ঢাকায় ।
-বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ হ্যাটট্রিক করেন তাসকিন আহমেদ (২০১৭)
-এ পর্যন্ত বাংলাদেশে পাঁচজন বোলার ওয়ানডে ম্যাচে হাটট্রিক করেছেন ।
-দেশে তৈরি প্রথম যাত্রীবাহী জাহাজ’ এমভি বাঙালি’ । এটি নির্মাণ করে ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড লি.চট্টগ্রাম ।
-পৃথিবীর প্রথম সোলার হেলিকপ্টার উদ্ভাবনে নেতৃত্ব দেন বাংলাদেশি বিজ্ঞানী ড. হাসান শহীদ ।
-ভারতের প্রথম বিমানবাহী রণতলী হলো’ ‘আইএনএস বিক্রান্ত’।
-দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে ।
-প্রথম বাংলা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বেশতো বা BESHTO’।
-বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তাইহুইলাইট (চীন) এবং দ্বিতীয় দ্রুতগতি সম্পন্নটিও চীনের (তিয়ানহে-২)
-সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা মহিষের জীবন রহস্য উন্মোচন করেছে ।
-পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা প্রথম চালু করেছে দক্ষিণ কোরিয়া ।
-রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ‘রসকসমস’।
-ফেসবুক ভবনের নাম ম্যানিলা পার্ক
-বাংলাদেশে বিমানে যুক্ত হওয়া বোয়িং ৭৭৭-৩০০ এর নাম ‘রাঙ্গাপ্রভাত’
-পৃথিবীর প্রথম সৌরচাীলত বিমান সোলার এম্পালস আবিষ্কার করে সুইজারল্যান্ড
-ইউরোপিয় পরমাণু বিজ্ঞানীদের গবেষণা প্রতিষ্ঠানের নাম সার্ন
-পৃথিবী সদৃশগ্রহ কেপলার -১৮৬ এফ আবিষ্কার করে নাসা
-ভূমিকম্প পূর্বাভাস কেন্দ্র প্রথম স্থাপন করেছে জাপান
-সাইবার অপরাধ আইন প্রথম করে ফিলিপাইন
-বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট প্রকল্পের তত্ত্বাবধায়ক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ।
-যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি ত্যাগ করে ২০১৭ সালের ১ জুন
-পৃথিবীর সর্বোচ্চ কার্বণ নি:সরনকারী দেশ চীন
-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ততদ্রণালয়ের বজ্রপাতকে প্রাকৃতিক দূর্যোগ ঘোষণা করে ১৭ মে ২০১৬
-বর্তমানে দেশে প্রাকৃতিক দূর্যোগ ১৩টি (বজ্রপাত ১৩ তম )
-বর্তমান বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় বাংলাদেশে
-’কটকা’সৈকতটি অবস্থিত সুন্দরবনে ।
-বাংলাদেশের পরিবেশ সংস্থা :পবা- পরিবেশ বাঁচাও আন্দোলন , বাপা-বাংলাদেশ পরিবেশ আন্দোলন, BELA- Bangladesh Environment Lawers Association, সরকারি পরিবেশ অধিদপ্তর হলো DOE- Department of Environment.
-পৃথিবীর কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1761 Views
    by raja
    0 Replies 
    4 Views
    by afsara
    0 Replies 
    7 Views
    by rana
    0 Replies 
    5 Views
    by rana
    0 Replies 
    1735 Views
    by raja

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]