- Sat Sep 05, 2020 9:29 pm#3182
এশিয়া
-লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই তিনটি ইন্দোচীনের দেশ ফ্রান্সের উপনিবেশ ছিল।
-ভূমধ্যসাগর-তীরবর্তী মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া ও লেবানল ফ্রান্সের উপনিবেশ ছিল।
-কাজাখস্তান , তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান -এই পাঁচটি মধ্য এশিয়ার দেশ এবং আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া এই দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল ।
-মঙ্গোলিয়া চীনের উপনিবেশ ছিল ।
-ফিলিপাইন স্পেনের উপনিবেশ ছিল কিন্তু স্বাধীনতা লাভ করে USA-এর কাছ থেকে।
-ইন্দোনেশিয়ার পূর্ব নাম ছিল ডাচ্ ইস্ট ইন্ডিজ । ডাচ্ হচ্ছে নেদারল্যান্ডের অধীবাসি। ইন্দোনেশিয়া নেদারল্ডের উপনিবেশ ছিল ।
-পূর্বতিমূর ছিল ইন্দোনেশিয়ার প্রদেশ এবং ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে । তবে ইন্দোনেশিয়ার আগে এটি পর্তুগালের উপনিবেশ ছিল ।
-থাইল্যান্ড শব্দের অর্থ মুক্তভূমি । এই দেশটি কখনো কারো উপনিবেশ ছিল না ।
-চীন ১৯১১ সাল পর্যন্ত রাজতন্ত্র । ১৯১১-১৯৪৯ পর্যন্ত প্রেসিডেন্ট শাসিত এবং ১৯৪৯ সাল থেকে কমিউনিস্ট শাসনের অধীন রয়েছে ।
-উত্তর ও দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানের অধীন ছিল । পরে ১৯৪৫ সালে উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়া USA-র অধীন হয়ে যায়, তবে ১৯৪৮ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়া নামে দুটি স্বাধীন দেশের জন্ম হয় ।
-জাপান কারো উপনিবেশ ছিল না ।
-এশিয়ার বাকি সব দেশ বিট্রেনের উপনিবেশ ছিল ।
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
-দক্ষিণ আমেরিকার ১৩টি দেশের মধ্যে ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ । গায়ানার পূর্ব নাম ব্রিটিশ গায়ানা অর্থাৎ এটি ব্রিটেনের উপনিবেশ এবং সুরিনামের পূর্ব নাম ডাচ্ গায়ানা অর্থাৎ সুরিনাম ছিল নেদারল্যান্ডের উপনিবেশ । ফ্রেঞ্চ গায়ানা ছিল ফ্রান্সের উপনিবেশ । বাকি ৯টি হন্ডরাস, গুয়াতেমালা, এলসালভেদর , ক্যারিবীয় দেশ কিউবা, উত্তর আমেরিকার দেশ মেক্সিকো-সব স্পেনের উপনিবেশ ছিল ।
-পানামা স্পেনের উপনিবেশ হলেও কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ।
-উত্তর আমেরিকার বাকি দুটি দেশ USA এবং Canada ব্রিটেনের উপনিবেশ ছিল ।
-ক্যারাবিয়ান দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল, তবে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ ।
আফ্রিকা মহাদেশ
-লিবিয়া, সোমালিয়া ইতালির উপনিবেশ ছিল ।
-রুয়ান্ডা, বুরুডি, জায়ারে বেলজিয়ামের উপনিবেশ ছিল ।
-অ্যাঙ্গোলা, মোজাম্বিক ও গিনি ছিল পর্তুগালের উপনিবেশ ।
-নামিবিয়া দক্ষিণ আফ্রিকার উপনিবেশ ছিল ।
-ইরিত্রিয়া ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ।-আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা, নাইজার, মালি, ক্যামেরুন, চাঁদ,সেনেগাল, আইভোরিকোস্ট, টোগো,বেনিন, গ্যাবন, মাদাগাস্কার ছিল ফ্রান্সের উপনিবেশ।
-আফ্রিকার বাকি সব দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল ।
ইউরোপ মহাদেশ
-ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ ছিল মাল্টা
-নরওয়ে ছিল সুইডেনের উপনিবেশ।
-আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে ডেনমার্কের কাছ থেকে ।
-বেলজিয়াম ও লুকক্সেমবার্গ ছিল নেদারল্যান্ডের উপনিবেশ।
-ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল ।
-সোভিয়েত ইউনিয়ন : বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ইউক্রেন, পোল্যান্ড, জর্জিয়া, আজারবাইন, মালদোভিয়া ।
-অটোমান সাম্রাজ্য : গ্রিস, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক ।
-রোমান সম্রাজ্য: ইতালি, সুইজারল্যান্ড
যুগোস্লাভিয়া: সার্বিয়া, বসনিয়া-হার্জেগোবিনা, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, স্লোভেনিয়া, মেসিডোনিয়া ও কসোভো ।
-চেকোস্লোভাকিয়া: চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ।
-অস্ট্রোহাঙ্গেরি – অস্ট্রিয়া, হাঙ্গেরি ।
ওশেনিয়া
-ওশেনিয়ার দেশগুলো ব্রিটিশ উপনিবেশ ছিল ।
-পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়ার কাছ থেকে ।
-লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই তিনটি ইন্দোচীনের দেশ ফ্রান্সের উপনিবেশ ছিল।
-ভূমধ্যসাগর-তীরবর্তী মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া ও লেবানল ফ্রান্সের উপনিবেশ ছিল।
-কাজাখস্তান , তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান -এই পাঁচটি মধ্য এশিয়ার দেশ এবং আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া এই দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল ।
-মঙ্গোলিয়া চীনের উপনিবেশ ছিল ।
-ফিলিপাইন স্পেনের উপনিবেশ ছিল কিন্তু স্বাধীনতা লাভ করে USA-এর কাছ থেকে।
-ইন্দোনেশিয়ার পূর্ব নাম ছিল ডাচ্ ইস্ট ইন্ডিজ । ডাচ্ হচ্ছে নেদারল্যান্ডের অধীবাসি। ইন্দোনেশিয়া নেদারল্ডের উপনিবেশ ছিল ।
-পূর্বতিমূর ছিল ইন্দোনেশিয়ার প্রদেশ এবং ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে । তবে ইন্দোনেশিয়ার আগে এটি পর্তুগালের উপনিবেশ ছিল ।
-থাইল্যান্ড শব্দের অর্থ মুক্তভূমি । এই দেশটি কখনো কারো উপনিবেশ ছিল না ।
-চীন ১৯১১ সাল পর্যন্ত রাজতন্ত্র । ১৯১১-১৯৪৯ পর্যন্ত প্রেসিডেন্ট শাসিত এবং ১৯৪৯ সাল থেকে কমিউনিস্ট শাসনের অধীন রয়েছে ।
-উত্তর ও দক্ষিণ কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানের অধীন ছিল । পরে ১৯৪৫ সালে উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়া USA-র অধীন হয়ে যায়, তবে ১৯৪৮ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়া নামে দুটি স্বাধীন দেশের জন্ম হয় ।
-জাপান কারো উপনিবেশ ছিল না ।
-এশিয়ার বাকি সব দেশ বিট্রেনের উপনিবেশ ছিল ।
উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
-দক্ষিণ আমেরিকার ১৩টি দেশের মধ্যে ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ । গায়ানার পূর্ব নাম ব্রিটিশ গায়ানা অর্থাৎ এটি ব্রিটেনের উপনিবেশ এবং সুরিনামের পূর্ব নাম ডাচ্ গায়ানা অর্থাৎ সুরিনাম ছিল নেদারল্যান্ডের উপনিবেশ । ফ্রেঞ্চ গায়ানা ছিল ফ্রান্সের উপনিবেশ । বাকি ৯টি হন্ডরাস, গুয়াতেমালা, এলসালভেদর , ক্যারিবীয় দেশ কিউবা, উত্তর আমেরিকার দেশ মেক্সিকো-সব স্পেনের উপনিবেশ ছিল ।
-পানামা স্পেনের উপনিবেশ হলেও কলম্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ।
-উত্তর আমেরিকার বাকি দুটি দেশ USA এবং Canada ব্রিটেনের উপনিবেশ ছিল ।
-ক্যারাবিয়ান দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল, তবে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ ।
আফ্রিকা মহাদেশ
-লিবিয়া, সোমালিয়া ইতালির উপনিবেশ ছিল ।
-রুয়ান্ডা, বুরুডি, জায়ারে বেলজিয়ামের উপনিবেশ ছিল ।
-অ্যাঙ্গোলা, মোজাম্বিক ও গিনি ছিল পর্তুগালের উপনিবেশ ।
-নামিবিয়া দক্ষিণ আফ্রিকার উপনিবেশ ছিল ।
-ইরিত্রিয়া ইথিওপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে ।-আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা, নাইজার, মালি, ক্যামেরুন, চাঁদ,সেনেগাল, আইভোরিকোস্ট, টোগো,বেনিন, গ্যাবন, মাদাগাস্কার ছিল ফ্রান্সের উপনিবেশ।
-আফ্রিকার বাকি সব দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল ।
ইউরোপ মহাদেশ
-ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ ছিল মাল্টা
-নরওয়ে ছিল সুইডেনের উপনিবেশ।
-আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে ডেনমার্কের কাছ থেকে ।
-বেলজিয়াম ও লুকক্সেমবার্গ ছিল নেদারল্যান্ডের উপনিবেশ।
-ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল ।
-সোভিয়েত ইউনিয়ন : বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ইউক্রেন, পোল্যান্ড, জর্জিয়া, আজারবাইন, মালদোভিয়া ।
-অটোমান সাম্রাজ্য : গ্রিস, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক ।
-রোমান সম্রাজ্য: ইতালি, সুইজারল্যান্ড
যুগোস্লাভিয়া: সার্বিয়া, বসনিয়া-হার্জেগোবিনা, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, স্লোভেনিয়া, মেসিডোনিয়া ও কসোভো ।
-চেকোস্লোভাকিয়া: চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ।
-অস্ট্রোহাঙ্গেরি – অস্ট্রিয়া, হাঙ্গেরি ।
ওশেনিয়া
-ওশেনিয়ার দেশগুলো ব্রিটিশ উপনিবেশ ছিল ।
-পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে অস্ট্রেলিয়ার কাছ থেকে ।