Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3179
বাংলাদেশে বসবাসকারী উপজাতির জনসংখ্যা – ১৫ লক্ষ ৮৬ হাজার (মোট জনসংখ্যার ১.১০)
বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা – ৪৮ [সূত্র: ২০১৫ সালে সরকার কর্তৃক নতুন ২১ টি নৃগোষ্ঠীকে উপজাতি হিসেবে ঘোষণা করা হয়। তাই পূর্বের ২৭ টির সঙ্গে ২১ টি যুক্ত হয়ে বর্তমানে ৪৮ টি।
বাংলাদেশের বৃহত্তম উপজাতি – চাকমা (প্রথম), সাঁওতাল (দ্বিতীয়)
মাতৃতান্ত্রিক উপজাতি – গারো, খাসিয়া
পিতৃপ্রধান উপজাতি – অধিকাংশ উপজাতি
খাগড়াছড়ির আদিবাসী রাজা – বোমাং রাজা
উপজাতিদের অঞ্চলভিত্তিক অবস্থান
উপজাতি – বাংলাদেশ অবস্থান
চাকমা – রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার
ত্রিপুরা (টিপুরা) – খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি
লুসাই – খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি
মগ (মারমা) – বান্দরবানে চিম্বুক পাহাড়ের পাদদেশে
মগ (রাখাইন) – কক্সবাজার ও পটুয়াখালি
বনজোগী (বম) – রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান
তঞ্চঙ্গ্যা – রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার
পাংখোয়া – বান্দরবান ও রাঙ্গামাটি
মুরং (ম্রো) – বান্দরবান
চাক – বান্দরবান
খুমি – বান্দরবান
খিয়াং – বান্দরবান
খাসিয়া – সিলেট জেলার সীমান্তবর্তী জৈয়ন্তিকা পাহড়ে
মণিপুরি – সিলেট, মৌলভিবাজার, এবং হবিগঞ্জজেলার আসাম-পাহাড় অঞ্চলে
মুন্ডা – সিলেট
গারো (মান্দি) – ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা ও টাঙ্গাইল
হাজং – ময়মনসিংহ, নেত্রকোণা
সাঁওতাল – রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর
রাজবংশী – রংপুর
ওঁরাও – বগুড়া ও রংপুর
পাঙন – মৌলভিবাজার
বাওয়ালি ও মৌয়ালি – বাওয়ালিরা সুন্দরবনের গোলপাতা ও মৌয়ালিরা সুন্দরবনের মধু সংগ্রহ করে।
-খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত।
উপজাতিদের ধর্ম
বৌদ্ধ ধর্মাবলম্বী – উপজাতিদের অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী (৪৩.৭)। চাকমা, চাক,মারমা, খিয়াং, খুমি, তঞ্চঙ্গ্যা, রাখাইন।
সনাতন ধর্মাবলম্বী – পাংখোয়া, নুনিয়া, পলিয়া, পাহান,ভূইমালী, মাহাতো, মুশহর, রবিদাস, রানা, কর্মকার, লহরা, কুর্মি, কোচ, খাড়িয়া, নায়েক, পাত্র, বর্মণ,বীণ, বোনাজ, শবর, হাজং, হালাম, ত্রিপুরা।
প্রকৃতি পূজারি – মুন্ডা, রাজবংশী
খ্রিষ্টধর্মাবলম্বী – বম, লুসাই, মাহলী,খাসিয়া, গারো।
ইসলাম ধর্মাবলম্বী – পাঙন
জড়োপাসক – ওঁরাও
বৈষ্ণব – মণিপুরি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1097 Views
    by apple
    0 Replies 
    1883 Views
    by romen
    0 Replies 
    2062 Views
    by romen
    0 Replies 
    1476 Views
    by romen
    0 Replies 
    1223 Views
    by raja

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]