Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3145
তৈরি পোশাক শিল্পের ইতিহাস
তৈরি পোশাক বা Readymate Garments (RMG)- এর ইতিহাস খুব দীর্ঘ দিনের নয়। ১৭৫৫ সালে যান্ত্রিক সেলাই মেশিন প্রথম আবিষ্কার করেন ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক, যা দ্বারা হ্যান্ড স্টিচের ন্যায় স্টিচ করা যেত। বাণিজ্যিকভাবে সফল সেলাই মেশিন আবিষ্কৃত হয় ১৮৫১ সালে, যার আবিষ্কারক ছিলেন আইজ্যাক মেরিট সিঙ্গার। ১৮২১ সালে সর্বপ্রথম তৈরি পোশাক কারখানা স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়। ১৮২৯ সালে ৮০টি সেলাই মেশিন নিয়ে ফ্রান্সের প্যারিসে বিশ্বের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপিত হয় এবং এ ফ্যাক্টরিতে মিলিটারিদের ইউনিফর্ম তৈরি করা হতো। পরবর্তীতে ১৯৬০ সালে ঢাকার উর্দুরোডে ‘রিয়াজ গার্মেন্টস’ নামে বাংলাদেশে প্রথম গার্মেন্টস কারখানা স্থাপিত হয়। প্রাথমিকভাবে এর উৎপাদিত পোশাক স্থানীয় বাজারে বিক্রয় করা হতো। ১৯৭৮ সালে এটি যুক্তরাষ্ট্রে প্রথম তৈরি পোশাক রপ্তানি করে। ১৯৭৯ সালে ১০০% রপ্তানিমুখী শিল্প বর্তমানে লক্ষ লক্ষ শ্রমিকের জীবনযাত্রার অভাবনীয় পরিবর্তনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সোয়াচ অব নো গ্রাউন্ড কিন্তু তলহীন নয়!
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)- এর শাব্দিক অর্থ যার কোনো তল নেই। কিন্তু বাস্তবিক অর্থে সোয়াচ অব নো গ্রাউন্ড হলো একটি খাদ আকৃতির সামুদ্রিক গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে এবং গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে এটির অবস্থান। এটি গঙ্গা খাদ নামেও পরিচিত। সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিমি। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার। ধারনা করা হয়, প্লাইস্টোসিন যুগে (প্রায় ২৬ - ১২ লক্ষ বছর পূর্বে) সোপান প্রান্ত ও সোপান প্রান্তের ঊর্ধ্বে ঢালে উৎপন্ন ঘোলাটে স্রোত ও নদী-প্রবাহের সম্মিলিত প্রভাবে এটির সৃষ্টি। এটি প্রায় ১,৭৩,৮০০ হেক্টর বা ১,৭৩৮ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। বঙ্গোপসাগরের মৎস্যভাণ্ডার খ্যাত সোয়াচ অব নো গ্রাউন্ডে মাছের পাশাপাশি রয়েছে বিশাল আকারের তিমি, ডলফিন, হাঙর; কচ্ছপসহ বিরল প্রজাতির জলজপ্রাণী। এটি ইরাবতী ডলফিনের বৃহত্তম প্রজনন এলাকা। এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে ইরাবতী ডলফিন, ইন্দো-প্যাসিফিক ডলফিন ও পাখনাহীন ডলফিন এ তিন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায়। ২৭ অক্টোবর ২০১৪ এ এলাকাকে বাংলাদেশ সরকার সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]