Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3144
বিশ্বের প্রথম কোরআন মিউজিয়াম
সৌদি আরবের পবিত্র নগরী মদিনার উত্তর-পূর্ব দিকে মসজিদে নববী থেকে প্রায় ১২ কিমি দূরে নোবেল কোরআন ওয়েসিস মিউজিয়াম’র (Nobel Quran Oasis Museum) অবস্থান। পবিত্র কোরআন নিয়ে এটিই বিশ্বের প্রথম ও বৃহত্তম জাদুঘর। অন্যন্ত দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক নির্মাণশৈলীতে নির্মিত জাদুঘরটি ২০১৫ সালে চালু হয়। প্রায় ২ লক্ষ বর্গমিটার বিস্তীর্ণ এলাকার ১ লক্ষ বর্গমিটার স্থান জুড়ে মূল মিউজিয়াম ভবনটি অবস্থিত। এখানকার পুরো কমপ্লেক্স জুড়ে রয়েছে জাদুঘর হল, প্রদর্শনী হল, বক্তৃতা হল, লাইব্রেরি এবং চারদিকে ছড়িয়ে রয়েছে ঝর্ণাসহ মনোরম বাগান। এখানেই রয়েছে হাতে লেখা প্রাচীন ও সবচেয়ে সড়সহ নানা বৈশিষ্ট্যের মহামূল্যবান কোরআন শরীফ ও কোরআন শরীফের পাণ্ডুলিপি। জাদুঘরটিতে পবিত্র কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে অডিও-ভার্চুয়াল উপস্থাপনা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। হজ ও ওমরাসহ সৌদি আরবে ভ্রমণে আসা পর্যটকদের কাছে এটি অপরিহার্য দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    217 Views
    by raihan

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]