Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3131
মঙ্গল গ্রহে বরফের বিশাল হ্রদ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA), যা মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে গ্রহটিতে একটি বরফের হ্রদ। ESA’র মার্স এক্সপ্রেস মিশন ছবিটি তুলেছে। ৮২ কিমি প্রস্থ ও ১.৮ কিমি গভীর হ্রদ আসলে নন-পোলার বরফের বিরাট আধার। ESA জানায়, মঙ্গল গ্রহে স্থায়ী জলাধারের অস্তিত্ব এটাই প্রথম।
৬০০ কোটি পৃথিবী!
মিল্কিওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো প্রতি পাঁচটি নক্ষত্রের জন্য গড়ে পৃথিবীর মতো একটি করে গ্রহ আছে। নাসার কেপলার মিশনের তথ্য ব্যবহার করে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের (UBC) জ্যোতির্বিজ্ঞানীরা এমন ধারণা পোষণ করেন। UBC জ্যোতির্বিদ জেমি ম্যাথিউসের মতে, আমাদের মিল্কিওয়েতে প্রায় ৪০,০০০ কোটি নক্ষত্র রয়েছে, যার মধ্যে সাত শতাংশ সূর্য গোত্রীয় (জি-টাইপ)। অর্থাৎ প্রায় ৬০০ কোটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তমান গ্রহ থাকতে পারে যেগুলো আমাদের পৃথিবীর মতোই।

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]