Page 1 of 1

ফজলে কবির তৃতীয়বারের মতো গভর্নর নিযুক্ত

Posted: Wed Aug 26, 2020 9:46 am
by rajib
১৫ জুলাই ২০২০ অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে তৃতীয়বারের মতো নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। রিজার্ভ চুরির ঘটনায় ১৫ মার্চ ২০১৬ দেশের কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করলে ১৬ মার্চ ২০১৬ ফজলে কবিরকে প্রথমবারের মতো ৪ বছরের জন্য গভর্নর নিয়োগ দেয় সরকার। ২০ মার্চ ২০১৬ তিনি গভর্নর হিসেবে দায়িত্ব নেন। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৯ মার্চ ২০২০ কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৩৪ দিন আগে ১৬ ফেব্রুয়ারি ২০২০ গভর্নর হিসেবে ফজলে কবিরের মেয়াদ ৩ মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি গভর্নর থাকবেন। ফজলে কবিরের ৬৫ বছর বয়স শেষ হয় ৩ জুলাই ২০২০। তার আগেই মে ২০২০ থেকে শুরু হয় গভর্নর পদের মেয়াদ দুই বছর বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের কাজ। মন্ত্রিসভা ঠিক সময়ে অনুমোদন করলেও সংসদ ৮ জুলাই ২০২০ পর্যন্ত মূলতবি হওয়ায় বিলটি পাস হয়নি। ৯ জুলাই ২০২০ বিলটি পাসের পর অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ১৫ জুলাই ২০২০ ফজলে কবিরকে তৃতীয় মেয়াদে গভর্নর পদে নিয়োগ দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে কোনো ব্যক্তিকে গভর্নর পদে বসানো দেশের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। হিসাব করে দেখা যায়, প্রথম দফায় ৪ বছর, দ্বিতীয় দফায় ৩ মাস ১৩ দিন এবং তৃতীয় দফায় ১ বছর ১১ মাস ১৫ দিন, অর্থাৎ মোট ৬ বছর ৩ মাস গভর্নর হিসেবে ইতিহাসের পাতায় থাকছেন বিশিষ্ট আমলা ও সাবেক অর্থসচিব ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরবৃন্দ
নাম - মেয়াদকাল
০১. এ এন এম হামিদুল্লাহ - ১৮.০১.১৯৭২ - ১৮.১১.১৯৭৪
০২. এ কে এন আহমেদ - ১৯.১১.১৯৭৪ - ১৩.০৭.১৯৭৬
০৩. এম নূরুল ইসলাম - ১৩.০৭.১৯৭৬ - ১২.০৪.১৯৮৭
০৪. শেগুফতা বখত চৌধুরী - ১২.০৪.১৯৮৭ - ১৯.১২.১৯৯২
০৫. খোরশেদ আলম - ২০.১২.১৯৯২ - ২১.১১.১৯৯৬
০৬. লুৎফর রহমান সরকার - ২১.১১.১৯৯৬ - ২১.১১.১৯৯৮
০৭. ড. মোহাম্মদ ফরাসউদ্দিন - ২৪.১১.১৯৯৮ - ২২.১১.২০০১
০৮. ড. ফখরুদ্দীন আহমদ - ২৯.১১.২০০১ - ৩০.০৪.২০০৫
০৯. ড. সালেহউদ্দিন আহমেদ - ০১.০৫.২০০৫ - ৩০.০৪.২০০৯
১০. ড. আতিউর রহমান - ০১.০৫.২০০৯ - ১৫.০৩.২০১৬
১১. ফজলে কবির - ২০.০৩.২০১৬ - বর্তমান।