Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
By rekha
#3087
সাইবার থানা
সাইবার অপরাধের ঘটনায় সরাসরি মামলা করার সুযোগ তৈরিতে পুলিমের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে একটি বিশেষ থানা চালু হচ্ছে। ঢাকায় স্থাপনা করা হলেও সারাদেশ থেকে ভুক্তবোগরিা অনলাইনে এ থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন। একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এ থানার দুটি শাখা থাকবে- মনিটরিং ও তদন্ত যার দায়িত্বে থাকবেন দু’জন পুলিশ সুপার। পুলিশের সাংগঠনিক কাঠামো অনুযায়ী, এখন থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পরিদর্শকরা দায়িত্ব পালন করেন। সাইবার থানা এমন একটি থানা হবে, যেখানকার ওসি হবেন তার চেয়ে কয়েক ধাপ ওপরের একজন পুলিশ কর্মকর্তা।

ইসলামী ব্যাংকের দুই সাফল্য
দেশে শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL)। ব্যাংকটি বর্তমানে ৩৫৭টি শাখা, ৪৩টি উপশাখা। ১২০০টি এজেন্ট আউটলেট, ৬৬০টি নিজস্ব ও প্রায় ১১,০০০ শেয়ারড এটিএম ও CRN বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছেন। আধুনিক তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ও আন্তরিক গ্রাহক সেবার মাধ্যমে এ ব্যাংক শ্রেণি-পেশা, ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের আস্থা ও বিশ্বাসের অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যাংকটির সাম্প্রতিক দুই সাফল্য-

বিশ্বসেরার তালিকায়
বিশ্বসেরা ১,০০০ ব্যাংকের তালিকায় টানা নবমবারের মতো অবস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক শতাব্দী প্রাচীন বিশ্বখ্যাত ফিন্যানশিয়াল ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ প্রণিত ২০২০ সালের ব্যাংকিংয়ে ইসলামী ব্যাংকের অবস্থান ৯০৪তম, ২০১৯ সালে যা ছিল ৯৪৩তম। ২০১২ সালে ইসলামী ব্যাংক দেশের একমাত্র ব্যাংক হিসেবে প্রথম বিশ্বসেরা ব্যাংকের এ তালিকায় অন্তর্ভুক্ত হয়।

আমানত এক লাখ কোটি টাকা
৩০ জুন ২০২০ আমানতে এক লাখ কোটি টাকার মাইলফলক অতিক্রম করে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]