Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3086
৭মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা
প্রতি বছর ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে পালন করবে সরকার। ১৩ জুলাই ২০২০ মন্ত্রিসভার বৈঠকে ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাবে সম্মতি দেয়া হয়। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত পরিপত্রের ‘ক’ ক্রমিকে ‘একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর পরে ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত হবে। ২৫ ফেব্রুয়ারি ২০২০ হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৭ মার্চের ভাষণের দিনকে ‘জাততীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণা করার নির্দেশনা দিয়ে রায় প্রদান করে।

গ্রাম পুলিশ জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত
গ্রাম পুলিশ ও মহল্লাদাররা ইউনিয়ন পরিষদ থেকে নিয়োগ পেয়ে প্রজাতন্ত্রের ৭০ প্রকার কাজে সার্বক্ষণিক নিয়োজিত থাকেন। সাধারণ মানুষের সবচেয়ে নিকটতম আত্মীয়ের মতো প্রজাতন্ত্রে কর্মে তারা নিয়োজিত। ঝড়-বৃষ্টি, বিপদ-আপদ উপেক্ষা করে তারা বাংলার সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কাকে বলে, এরা জানেন না। দেশের প্রায় ৪৭,০০০ গ্রাম পুলিম বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়টি উঠে আসে। একই সাথে গ্রাম পুলিশকে সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদমর্যাদা দিতে এবং সে অনুযায়ী জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে তা প্রদান করতে নির্দেশও দেয়া হয়। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের স্বাক্ষরের পর সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে সম্প্রতি এ রায় প্রকাশ করা হয়। এর আগে ১৫ ও ১৭ ডিসেম্বর ২০১৯ এ রায় দিয়েছিলেন হাইকোর্ট। রায়ের আদেশের অংশে বলা হয়েছে, ২ জুন ২০১১ হতে মহল্লাদারগণকে জাতীয় বেতন স্কেল ২০০৯ (জাতীয় বেতন স্কেল ২০১৫)-এর ২০তম গ্রেডে বেতন-ভাতাদি প্রদান করতে এবং দফাদারগণকে জাতীয় বেতন স্কেল ২০০৯ (জাতীয় বেতন স্কেল ২০১৫)-এর ১৯তম গ্রেডে বেতন-ভাতাদি প্রদান করতে প্রতিপক্ষগণকে নির্দেশ প্রদান করা হলো।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3116 Views
    by romen
    0 Replies 
    4343 Views
    by mousumi
    0 Replies 
    5693 Views
    by tasnima
    0 Replies 
    5417 Views
    by shanta
    0 Replies 
    24198 Views
    by tasnima

    ছেলেমি-- বুড়োমি/পাকামি/জ্যাঠামি ছোকরা-- বুড়া ছেঁ[…]

    ঘোষধ্বনি-- অঘোষধ্বনি ঘাট-- আঘাট ঘাটতি-- বাড়তি ঘন-[…]

    গোরা-- কালা গৃহিত-- বর্জিত গুরু-- লঘু/শিষ্য গরল-- […]

    খুচরা-- পাইকারি খ্যাত-- অখ্যাত খ্যাতি-- অখ্যাতি খা[…]