Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3085
পর্বতে সূর্যের ভুতুড়ে উপাদান
ইতালির লাকুইলা শহরের ল্যাবরেটরি নাজিওনালি দেল গ্রান সাসোর বোরেক্সিনো এক্সপেরিমেন্ট প্রকল্পের বিজ্ঞানীরা ঐ শহরের কাছেই একটি পর্বতের গভীরে এক উপাদানের সন্ধান পান। তারা বলেন, এ উপাদান কেবল সূর্যের ফিউশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া সম্ভব। বোরেক্সিনোর বিজ্ঞানীরা ২৩ জুন ২০২০ অনুষ্ঠিত নিউট্রিনো-২০২০ ভার্চুয়াল সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দেন। তারা দাবি করেন, সিএনও (কার্বন-নাইট্রোজেন-অক্সিজেন) চক্রের মাধ্যমে প্রস্তুত সূর্যের নিউট্রিনোর সন্ধান পেয়েছেন তারা, যা বিশ্বে প্রথম ঘটনা। বিজ্ঞানীদের ধারণা, ঐ ভুতুড়ে উপাদানগুলো সূর্য থেকে ছুটে এসেছে। তারপর তা ইতালির পর্বতের গভীরে ঢুকে গেছে।


বিশ্ব জনসংখ্যায় বিস্ময়কর ধস!
বিশ্বজুড়ে যেভাবে জন্মহার কমছে, তার ফলে একবিংশ শতাব্দীর শেষে বিশ্বের প্রায় সব দেশের জনসংখ্যা কমে যাবে। এর মধ্যে জাপান এবং স্পেনসহ ২৩টি দেশের জনসংখ্যা ২১০০ সাল নাগাদ একেবারে অর্ধেক হয়ে যাবে। এর পাশাপাশি সব দেশেই জনসংখ্যার অনুপাতে বয়স্ক মানুষের সংখ্যা অনেকগুণ বেড়ে যাবে। যত নতুন শিশু জন্ম নেবে, ৮০ বছর বা তদূর্ধ্ব মানুসের সংখ্যাও হবে প্রায় তার সমান। একজন নারী গড়ে যত শিশু জন্ম দেয় তাকে বলে ফার্টিলিটি রেট। এ ফার্টিলিটি রেট অনেক দিন ধরেই কমছে। গবেষকরা বলচেন, এই শতকের শেষ ২১০০ সালে ফার্টিলিটি রেট কমে ১.৭-এ নেমে আসছে। গবেষকরা হিসাব করে বলছেন, বিশ্বের জনসংখ্যা বাড়তে বাড়তে ২০৬৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। তখন বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৯৭০ কোটি। এরপর এটি কমতে শুরু করবে। কমতে কমতে ২১০০ সালে এটি হবে ৮৮০ কোটি।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]