Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#3084
মহাবিশ্বের সঠিক বয়স!
মহাবিশ্বের বয়স নিয়ে কয়েক দশক ধরে বিতর্ক করছেন জ্যোতির্বিজ্ঞানীর। একেক পক্ষ একেক দাবি করেন। সাম্প্রতিক বছরগুলোকে নতুন বৈজ্ঞানিক পরিমাপের মাধ্যমে গবেষকরা বলে আসছেন মহাবিশ্বের আনুমানিক বয়স ১৩.৮ বিলিয়ন (১,৩৮০ কোটি) বছরের চেয়ে কয়েক লাখ বছর কম। কিন্তু নিউইয়র্কের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দলের ধারাবাহিক গবেষণাপত্রে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে যে, মহাবিশ্বের সঠিক বয়স প্রায় ১৩.৮ বিলিয়ন বছরই। চিলির আতাকামা কসমোলজি টেলিস্কোপ (ACT) থেকে প্রাপ্ত পর্যবেক্ষণগুলো ব্যবহার করে জটিল গাণিতিক পদ্ধতিতে বিজ্ঞানীরা এ বয়স নির্ণয় করেন। তাদের দাবি, এটাই মহাবিশ্বের মোটামুটি সঠিক বয়স। তাদের গবেষণার এ প্রাপ্ত ফল প্রাচীন অনেক উপাত্তের সাথে মিলে যায়। ACT গবেষণা দলটি সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক সংগঠন।

সংযুক্ত আরব আমিরাতের মঙ্গলাভিযান
প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলগ্রহে অভিযান পরিচালনা করে সংযুক্ত আরব আমিরাত। জাপানের তানেগশিমা মহাকাশকেন্দ্র থেকে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মিশনটি যাত্রা শুরু করে ২০ জুলাই ২০২০। ‘হোপ মিশন’ নামের এ অভিযানে সংযুক্ত আরব আমিরাত মঙ্গলগ্রহে ‘আমাল’ নামের যে স্যাটেলাইটটি পাঠায় তার ওজন ১.৩ টন। ‘আমাল’ শব্দের অর্থ আশা। ফেব্রুয়ারি ২০২১ ‘আমাল’ মঙ্গলগ্রহে পৌঁছাবে। এ অভিযানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের মতো গুটিকয়েক দেশের তালিকায় যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাতের নাম। মঙ্গলগ্রহে এক সময় পানি ছিল বলে ধারণা করা হয়। কিন্তু পরবর্তী সময়ে তা কীভাবে বর্তমানের ধূলি-ধূসর নিষ্প্রাণ লাল গ্রহে পরিণত হলো, তা অনুসন্ধানেই এ মিশন পরিচালিত হবে। এ অভিযানের রূপকার সংযুক্ত আরব আমিরাতের অ্যাডভান্স সায়েন্স বিষয়ক নারী প্রতিমন্ত্রী সারাহ আল-আমিরি। তিনিই মিশনে সংশ্লিষ্ট বিজ্ঞানী দলের প্রধান।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]