Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2956
১. ঢাকা ৪র্থ বার বাংলার রাজধানী হয় - ১৯৭১ সালে (মোট- ১৬১০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১)।
২. প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় - ২ মার্চ, ১৯৭১ সালে।
৩. বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয় - ৩ মার্চ, ১৯৭১ সালে।
৪. জাতীয় পতাকা, সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় - ২৩ মার্চ, ১৯৭১ সালে।
৫. অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা করা হয় - ২৫ মার্চ(বৃহস্পতিবার), ১৯৭১ সালে।
৬. শেখ মুজিবকে বন্দী করে করাচি নিয়ে যাওয়া হয় - ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।
৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয় - ২৬ মার্চ, ১৯৭১ সালে (চট্টগ্রামের কালুরঘাটে)।
৮. মুজিবনগরে স্বাধীনতা ঘোষণা করা হয় - ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
৯. প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় - ১০ এপ্রিল, ১৯৭১ সালে (মুজিবনগর, মেহেরপুর)।
১০. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়/অস্থায়ী সরাকার গঠিত হয়/ গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়/ মুজিবনগর সরকার গঠিত হয় - ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
১১. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল/অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে - ১৭ এপ্রিল, ১৯৭১ সালে (শপথ পাঠ করান-অধ্যাপক ইউসুফ আলী)।
১২. জর্জ হ্যারিসন ও রবি শংকরের গাওয়া Concert for Bangladesh অনুষ্ঠিত হয় - ১ আগস্ট, ১৯৭১ সালে (নিউইয়র্কে)।
১৩. অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয় - ১৫ আগস্ট, ১৯৭১ সালে।
১৪. ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয় - ২১ নভেম্বর, ১৯৭১ সালে।
১৫. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে - ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
১৬. মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর শত্রুমুক্ত হয় - ৭ ডিসেম্বর, ১৯৭১ সালে।
১৭. ২য় দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে - ৭ ডিসেম্বর, ১৯৭১ সালে।
১৮. বাংলাদেশ পাক হানাদার মুক্ত হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে (১৩৭৮ বঙ্গাব্দে)।
১৯. দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ নীতি (apartheid) প্রবর্তিত হয় - ১৯৭১ সালে।
২০. একদিনের আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় - ৫ জানুয়ারি, ১৯৭১ সালে।
২১. কম্পিউটারের মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় - ১৯৭১ সালে।
২২. হল্যান্ড বা নেদারল্যান্ডভিত্তিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস প্রতিষ্ঠিত হয় - ১৯৭১ সালে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]