Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2948
০১| নিচের কোনটি "ইনপুট-আউটপুট" ডিভাইস?
ক) টাচস্কীন
খ) পেন-ড্রাইভ
গ) ক ও খ
ঘ) কোনটিই নয়
উত্তরঃ গ
০২| "পেন-ড্রাইভের" জনক কে?
ক) স্টিভ জবস
খ) মার্টিনকুপার
গ) বিলগেটস
ঘ) পিয়া কেইন সেং
উত্তরঃ ঘ(তাইয়ানের)
০৩| নিচের কোনটি ডেটা পরিবহণের জন্য সুবিধাজনক?
ক) স্পিকার
খ) পেনড্রাইভ
গ) প্রসেসর
ঘ) পাওয়ার সাপ্লাই
উত্তরঃ খ
০৪| কম্পিউটারের ব্রেইন হলো?
ক) মেমোরি
খ) বায়োস
গ) হার্ড ডিক্স
ঘ) মাইক্রোপ্রসেসর
উত্তরঃ ঘ
০৫| "ফটোশপ"কোন ধরনের সফটওয়্যার?
ক) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ) সিস্টেম সফটওয়্যার
গ) ইউটিলিটি সফটওয়্যার
ঘ) এডিটর সফটওয়্যার
০৬| SMS এর জনক কে?
ক) ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)
খ) থমসন (যুক্তরাজ্য)
গ) নোরিও ওহগা (জাপান)
ঘ) ইউজিন পলি (যুক্তরাষ্ট্র)
উত্তর: ক
০৭| নিচের কোনটি E-commerce পদ্ধতিতে মূল্য পরিশোধের পদ্ধতি নয়?
ক) COD
খ) Debit card
গ) Mobile Banking
ঘ) Bank cheek
উত্তর: ঘ
০৮| কোন সদস্যদের বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়?
ক) ফেসবুক
খ) টুইটার
গ) ই-মেইল
ঘ) ইয়াহু
উত্তর: খ
০৯| ই-স্বাস্থ্যসেবার আওতাধীন সেবাগুলো হলো-
ক) টেলিকনফারেসিং
খ) টেলিমেডিসিন
গ) ই-লারনিং
ঘ) ক ও খ উভয়ই
উত্তর: ঘ
১০| সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো?
ক) ফেসবুক ও ইয়াহু
খ) ফেসবুক ও গুগল
গ) ফেসবুক ও টুইটার
ঘ) ফেসবুক ও ইউটিউব
উত্তর: গ
১১| বর্তমান সরকারের আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে?
ক) মানবসম্পদ
খ) তথ্যপ্রযুক্তির বিকাশ
গ) বেকারত্ব
ঘ) দারিদ্রতা
উত্তর: খ
১২| E-commerce কয় ধরনের ই-কমার্সের প্রসার হচ্ছে?
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ৫ ধরনের
ঘ) ৬ ধরনের
উত্তর: ক
১৩|প্রথম যখন কম্পিউটারর আবিষ্কার হয়েছিল তখন তার মুল কাজ কী ছিল?
ক) ইন্টারনেট ব্যবহার করা
খ) তথ্য সংগ্রহ করা
গ) কমপিউট করা
ঘ) বার্তা প্রেরণ করা
উত্তর: গ
১৪| কত সালে হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল বাস্তবায়ন হয়?
ক) ১৮৮৩
খ) ১৮৮৫
গ) ১৮৮৭
ঘ) ১৮৮৯
উত্তর: ঘ
১৫| বিল গেটস এর জন্ম সাল কোনটি?
ক) ১৮৫৮
খ) ১৯৩৭
গ) ১৯৫৫
ঘ) ১৯৮৪
উত্তর: গ
১৬| কম্পিউটার ব্যবহার করার জন্যে সব কিছুকেই সংখ্যা বা অংকে রূপান্তর করার পদ্ধতিকে কী বলে?
ক) কম্পিউট করা
খ) হিসাব করা
গ) ডিজিটাল
ঘ) এনালগ
উত্তর: গ
১৭| স্কুল কলেজে শিক্ষকরা মাল্টিমিডিয়া প্রেজেন্টশনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন?
ক) এম এস ওয়ার্ড
খ) এম এস এক্সেস
গ) এম এস এক্সেল
ঘ) এম এস পাওয়ার পয়েন্ট
উত্তর: ঘ
১৮| WWW কি?
ক) Work Wid e Web
খ) World Wide Web
গ) World Wireless web
ঘ) Work Wireless Web
উত্তর: খ
১৯| শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক) ই-লার্নিং
খ) ই-মেইল
গ) ই-গর্ভন্যান্স
ঘ) ডি-লার্নিং
উত্তর: গ
২০| কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে?
ক) ইন্টারনেট
খ) টেলিভিশন
গ) রেডিও
ঘ) এমডিএস
উত্তর: ক
২১| ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তাবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
উত্তর: ক
২২| Twitter কি?
ক) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
খ) ই-মেইল এড্রেস
গ) ই-লার্নিং
ঘ) মোবাইল এপ্লিকেশন
উত্তর: ক
২৩| ই-সেবার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক) বেশি খরচ কিন্তু স্বল্প সময়ে সেবা প্রদান
খ) স্বল্প খরচ এবং স্বল্প সময়ে সেবা প্রদান
গ) মোবাইল ফোনের ব্যবহার
ঘ) বিনামূল্যে সেবা প্রদান
উত্তর: খ
২৪| ফেসবুক কত সালে চালু হয়
ক) ২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারী
খ) ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারী
গ) ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী
ঘ) ২০০৪ সালের ৫ ফেব্রুয়ারী
উত্তর: গ
২৫| প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে?
ক) অ্যাপল
খ) ডেল
গ) মাইক্রোসফট
ঘ) এডোবি
উত্তর: গ
নোট রমজান
২৬| কম্পিউটারের মাধ্যমে কোন কাজটি করা যায়?
ক) সিনেমা দেখা
খ) গান শোনা
গ) ছবি আঁকা
ঘ) সবগুলো
উত্তর: ঘ
২৭| ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পদ্ধতিকে কী বলে?
ক) ই-বিজনেস
খ) ই-পূর্জি
গ) ই-পর্চা
ঘ) ই-কমার্স
উত্তর: ঘ
২৮| ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ কী?
ক) এমটিএইচ
খ) ইএমটি
গ) এমটিএস
ঘ) এমটিএস
উত্তর: ঘ
২৯| প্রযুক্তির কোন উপাদানটি আজ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে?
ক) স্মার্ট ফোন
খ) মোবাইল ফোন
গ) কম্পিউটার
ঘ) ল্যাপটপ
উত্তর: খ
৩০| Computer memory প্রধানত কত প্রকার?
ক) ৩
খ) ২
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ ক
৩১| Program থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
ক) RAM
খ) ROM
গ) DVD
ঘ) HDD
উত্তরঃ ক
৩২| গৌণ স্মৃতির উদাহরণ?
ক) RAM
খ) ROM
গ) CCTV
ঘ) HDD
উত্তরঃ ঘ
৩৩| কোন মেমোরির স্পিড সবচেয়ে বেশি?
ক) RAM
খ) ROM
গ) Magnetic
ঘ) Cache
উত্তরঃ ঘ
৩৪| কোনটি বহুল ব্যবহুত optical storage Device?
ক) RAM
খ) ROM
গ) Magnetic
ঘ) Cache
উত্তরঃ গ
৩৫| মুখ্য স্মৃতির উদাহরণ?
ক) RAM
খ) DVD
গ) CCTV
ঘ) HDD
উত্তরঃ ক
৩৬| Modern CD এর ধারণক্ষমতা?
ক) ৬৫০ জিবি
খ)১৭ জিবি
গ) ২০০ মেগাবাইট
ঘ)৬৫০ মেগাবাইট
উত্তরঃ ঘ
৩৭| 1 Bite equal to-
ক) 8 bit
খ) 16 bit
গ) 4 bit
ঘ) 32 bit
উত্তরঃ ক
৩৮| Blue Ray DVD ধারণক্ষমতা কত?
ক) ১০০ জিবি
খ)১৭ জিবি
গ) ২০০ জিবি
ঘ)৫০০ জিবি
উত্তরঃ ক
৩৯| কোনটিকে মেইন স্টোরেজ ও কোর স্টোরেজ বলা হয়?
ক) RAM
খ) DVD
গ) CCTV
ঘ) HDD
উত্তরঃ ক
৪০| EEP রম কোনটিতে ব্যবহার হয়?
ক) PC
খ) DVD
গ) Keyboard
ঘ) Pen drive
উত্তরঃ ঘ
৪১| Computer এর Calculator স্বরূপ কোনটি?
ক. CU
খ. ALU
গ. Register memory
ঘ. HDD
উত্তরঃ গ
৪১| প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় নিচের কোনটি?
ক) ট্রানজিস্টার
খ) আই সি
গ) মনিটর
ঘ) কন্ট্রোল ইউনিট
উত্তরঃ খ
৪২| পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কী?
ক) বৃহৎ সহায়ক স্মৃতি
খ) কৃত্রিম বুদ্ধিমত্তা
গ) প্যারোলেল প্রসেসিং
ঘ) বহনযোগ্যতা
উত্তরঃ খ
৪৩| কোনটি Volatile memory?
ক) RAM
খ) ROM
গ) Magnetic
ঘ) Cache
উত্তরঃ ক
৪৪| কোনটি Non Volatile memory?
ক) RAM
খ) ROM
গ) Magnetic
ঘ) Cache
উত্তরঃ খ
৪৫| কোনটি Embedded System?
ক) RAM
খ) ATM
গ) VDU
ঘ) Modem
উত্তরঃ খ
৪৬| বাসের গতি মাপা হয়?
ক) মেগাবাইটে
খ) মেগাহার্টজে
গ) বিটে
ঘ) হার্টজে
উত্তরঃ খ
৪৭| "Intel Intanium" কত বিটের?
ক) ৩২
খ) ১৩২
গ) ৬৪
ঘ) ৫৬
উত্তরঃ গ
৪৮| Printer কত প্রকার?
ক) ৩
খ) ২
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ ক
৪৯| বিল গেইটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো?
ক) বেসিক
খ) Tic-tac-toe
গ) Ms Dos
ঘ) Windows 95
উত্তরঃ খ
৫০| কম্পিউটারে প্রথম মাইক্রোসর ব্যবহৃত হয় কত সালে?
ক) ১৯৭১
খ) ১৯৭২
গ) ১৯৭৩
ঘ) ১৯৭৪
উত্তরঃ খ

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1514 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1843 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1134 Views
    by rafique
    0 Replies 
    1069 Views
    by raihan
    0 Replies 
    286 Views
    by bdchakriDesk

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]