Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2836
০১| কোনটিকে সামাজিক অন্তর্জাল বলে?
ক.ইয়াহুকে
খ.ফায়ার-ফক্সকে
গ.গোগলকে
ঘ.ফেসবুককে
০২| বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
ক.ইউনিভ্যাক
খ.এনিয়াক
গ.পিডিপি
ঘ.এডস্যাক
উত্তরঃ ক
০৩| বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়--
ক.পরমাণু শক্তি কেন্দ্রে
খ.জাতীয় সংসদে
গ.সুপ্রিম কোর্টে
ঘ.ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ক
০৪| E-mail-এর উদ্ভাবক রে টমলিনসন কবে মৃত্যুবরণ করেন?
ক.১০ মার্চ ২০১৬
খ.৮ মার্চ ২০১৬
গ.৫ মার্চ ২০১৬
ঘ.১৫ মার্চ ২০১৬
উত্তরঃ গ
০৫| কম্পিউটার এর RAM হচ্ছে....?
ক.Readily avilable memory
খ.Random access memory
গ.Read access memory
ঘ.Reading access memory
উত্তরঃ খ
০৬| স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবন করেন কে?
ক.স্যামুয়েল জনসন
খ.স্যামুয়েল হার্স্ট
গ.স্যামুয়েল এল জ্যাকসন
ঘ.রবার্ট জনসন
উত্তরঃ খ
০৭| বিশ্বগ্রাম (Global Village) এর জনক বলা হয় কাকে?
ক.মার্শাল টিটো
খ.জন ভন নিউম্যান
গ.মার্শাল ম্যাকলুহান
ঘ.রবার্ট জনসন
উত্তরঃ গ
০৮| সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে--
ক.১২টি
খ.১০টি
গ.৬টি
ঘ.৯টি
উত্তরঃ ঘ
০৯| VDU এর পূর্ণরূপ কোনটি?
ক.Video Display Unit
খ.Visual Display Unit
গ.Visual Document Unit
ঘ.Visual Display Unity
উত্তরঃ খ
১০| নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক.স্মৃতি
খ.নির্গমন পথ
গ.যুক্ত বর্তনী
ঘ.কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তরঃ ঘ
১১| OMR এর পূর্ণরূপ হল?
ক.Optical Marker Reader
খ.Optical Memory Reader
গ.Optical Modem Reader
ঘ.Read Only Memory
উত্তরঃ ক
১২| কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
ক.কী বোর্ড
খ.বারকোড
গ.মনিটর
ঘ.OMR
উত্তরঃ গ
১৩| কম্পিউটার ভাইরাস কি?
ক.এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
খ.কম্পিউটার সার্কিটে জমা ময়লা
গ.কম্পিউটার সার্কিটে ঢিলা কানেকশন
ঘ.একধরনের ভাইরাস দ্বারা কম্পিউটারে "Short Circuit" সৃষ্টি
উত্তরঃ ক
১৪| (1011)2 + (0101)2 =?
ক.(1100)2
খ.(11000)2
গ.(01100)2
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ঘ
১৫| Bluetooth কিসের উদাহরণ?
ক.Local Area Network (LAN)
খ.Personal Area Network (PAN)
গ.Virtual Private Network
ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ
১৬| The word LAN is related to
ক.Air traffic control
খ.Fertilizer factory
গ.Bridge design
ঘ.Atomic reactor
ঙ.Computer network
উত্তরঃ ঙ
১৭| ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
ক.তামার তার
খ.অপটিক্যাল ফাইবার
গ.তারহীন সংযোগ
ঘ.উপরের সবকটি
উত্তরঃ গ
১৮| বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত
ক.কানাডা
খ.যুক্তরাজ্যে
গ.জাপানে
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ঘ(যুক্তরাষ্ট্রে)
১৯| কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
ক.MAN
খ.LAN
গ.CAN
ঘ.WAN
উত্তরঃ গ
২০| কোনটি মৌলিক পদার্থ?
ক.লোহা
খ.ব্রোঞ্জ
গ.পানি
ঘ.ইস্পাত
উত্তরঃ ক
২১| তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
ক.উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
খ.উন্নত মুদ্রণ যন্ত্র
গ.অনুবাদক প্রোগ্রাম
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক
২২| (1011)2 + (0101)2 =?
ক. (1100)2
খ. (11000)2
গ. (01100)2
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
২৩| Bluetooth-এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়?
ক. Local Area Network (LAN)
খ. Personal Area Network (PAN)
গ. Wide Area Network (WAN)
ঘ. None of these
উত্তরঃ খ
২৪| নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
ক. স্মৃতি
খ. নির্গমন পথ
গ. যুক্ত বর্তনী
ঘ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তরঃ ঘ
২৫| ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিস্কার করেন কে?
ক.জ্যাক কিলবি
খ.রবার্ট নয়েস
গ.ক ও খ উভয়ই
ঘ.ওপরের কেউ নয়
উত্তরঃ গ
নোট রমজান
২৬| লজিক গেটে আউটপুট থাকে--
ক.একটি
খ.তিনটি
গ.দুইটি
ঘ.একটিও না
উত্তরঃ ক
২৭| ইন্টারনেট কবে চালু হয়?
ক.১৯৮১ সালে
খ.১৯৭০ সালে
গ.১৯৬০ সালে
ঘ.১৯৬৯ সালে
উত্তরঃ ঘ
২৮| অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন--
ক.অ্যান্ডি ফ্লেচার
খ.অ্যান্ডি রুবিন
গ.মার্ক জুকার বার্গ
ঘ.বিল গেটস্‌
উত্তরঃ খ
২৯| নিচের কোন মেমোরীটি Non-volatile?
ক.SRAM
খ.DRAM
গ.ROM
ঘ.উপরের সবগুলোই
উত্তরঃ গ
৩০| সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে বলা হয়--
ক.অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ.সিস্টেম সফটওয়্যার
গ.স্প্রেডশীট সফটওয়্যার
ঘ.ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
৩১| NOT গেটে ইনপুট থাকে কয়টি--
ক.তিনটি
খ.একটি
গ.চারটি
ঘ.দুইটি
উত্তরঃ খ
৩২|১ মেগাবাইট = কত কিলোবাইট?
ক.১০০০
খ.৫১২
গ.১০২৬
ঘ.১০২৪
উত্তরঃ ঘ
৩৩| নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
ক.WAN
খ.Satellite Communication
গ.MAN
ঘ.TV রিমোর্ট কন্ট্রোল
উত্তরঃ ঘ
৩৪| ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো--
ক.PDP-12
খ.PDP-2
গ.PDP-10
ঘ.PDP-8
উত্তরঃ ঘ
৩৫| কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
ক.অপটিকাল ফাইবার
খ.তামার তার
গ.কো-এক্সিয়াল ক্যাবল
ঘ.ওয়্যারলেস মিডিয়া
উত্তরঃ ক
৩৬| বিশ্বের প্রথম অ্যাপল কম্পিউটারের 'অ্যাপল-১' এর নকশাকার কে?
ক.স্টিভ জবস
খ.স্টিভ ওজনিয়াক
গ.জ্যাক হবস
ঘ.ওপরের কেউ নয়
উত্তরঃ খ
৩৭| বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন--
ক.বিল গেটস
খ.বিল মোগরিজ
গ.স্টিভ জবস
ঘ.চার্লস ব্যাবেজ
উত্তরঃ খ
৩৮| নিচের কোন উক্তিটি সঠিক?
ক.১ কিলোবাইট = ১০২৪ বাইট
খ.১ মেগাবাইট = ১০২৪ বাইট
গ.১ কিলোবাইট = ১০০০ বাইট
ঘ.১ মেগাবাইট = ১০০০ বাইট
উত্তরঃ ক
৩৯| নিচের কোনটি ডাটাবেজ language?
ক.Oracle
খ.C
গ.MS-Word
ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক
৪০| আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
ক.অ্যাপেল
খ.গুগল
গ.মাইক্রোসফট
ঘ.আইবিএম
উত্তরঃ ক
৪১| বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি?
ক.ডট নেট
খ.অরপানেট
গ.টেকনেট
ঘ.ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
৪২| প্রথম আইফোন বাজারে ছাড়ে--
ক.২০০৬ সালে
খ.২০০৮ সালে
গ.২০০৫ সালে
ঘ.২০০৭ সালে
উত্তরঃ ঘ
৪৩| Which Company was the first to introduce laser printer?
ক. Xerox
খ. Canon
গ. Lexmark
ঘ. IBM
উত্তরঃ ঘ
৪৪| Which of the following is an offline device?
ক. Key board
খ. Printer
গ. Monitor
ঘ. Modem
উত্তরঃ খ
৪৫| কম্পিউটারের প্রধান মেমরি থাকে?
ক. মাইক্রোপ্রসেসররের ভেতরে থাকে
খ. মাইক্রোপ্রসেসররে বাইরে থাকে
গ. প্রসেসর এবং সিপিইউ-এর মাঝখানে থাকে
ঘ. সিপিইউ এর ভেতরে থাকে
উত্তরঃ গ
৪৬| কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
ক. ROM
খ. RAM
গ. SRAM
ঘ. DRAM
উত্তরঃ ক
৪৭| Disc Storage is a Special type of-
ক. Processor
খ. ILO device
গ. Memory
ঘ. PC
উত্তরঃ গ
৪৮| Which type of ROM is used in pen drive?
ক. Mask ROM
খ. PROM
গ. EPROM
ঘ. EEPROM
উত্তরঃ ঘ
৪৯| BIOS is stored in a Computer in its-
ক. Monitor
খ. Hard disk
গ. RAM
ঘ. ROM
উত্তরঃ ঘ
৫০| নিচের্ কোনটি ডেটা(data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?
ক. পেন ড্রাইভ
খ. প্রসেসর
গ. ভি. জি. এ.
ঘ. পাওয়ার সাপ্লাই
উত্তরঃক
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]