Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2833
০১| বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত?
ক. যুক্তরাজ্যে
খ. চীনে
গ. যুক্তরাষ্ট্রে
ঘ. জাপানে
উত্তরঃ গ
০২| ই-মেইলের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলে?
ক.ই-শপিং
খ. ই-কমার্স
গ. এম বিজনেস
ঘ. মোবাইল বিজনেস
উত্তরঃ খ
০৩| সর্বপ্রথম কত সালে স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি হয়?
ক. ১৯৭৭ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ খ
০৪| কী-বোর্ডকে কী বলা হয়?
ক. কনসোল
খ. কমান্ড
গ. কন্ট্রোল
ঘ. অল্টার
উত্তরঃ ক
০৫| একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ হলো--
ক. র‍্যাম
খ. সিডি রোম
গ. প্রিন্টার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
০৬| কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে--
ক. বাইনারী
খ. হেক্সাডেসিমেল
গ. দশমিক
ঘ. অক্টাল
উত্তরঃ ক
০৭| Wi-Fi এর কয়টি Standard (আদর্শ) রয়েছে--
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ
০৮| URL-হলো-
ক. Web-এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা
খ. কতগুলো Network- এর বিভিন্ন Resources-এর ঠিকানা
গ. শুধুমাত্র একটি LAN-এর বিভিন্ন Resources-এর ঠিকানা
ঘ. একটি Network- এর Domain
উত্তরঃ ক
০৯| UNIX কি?
ক. অপারেটিং সিস্টেম
খ. প্যাকেজ সফটওয়্যার
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক
১০| WWW দিয়ে বোঝানো হয়-
ক. World Wide Wonder
খ. World Wide Web
গ. Who What When
ঘ. World Woman's Welfare
উত্তরঃ খ
১১| কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
ক. Read-out
খ. Read
গ. Read from
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ খ
১২| নিচের কোনটি ইউটিলিটি সফ্টওয়ার?
ক. উইন্ডোজ
খ. ওরাকল
গ. এন্টি ভাইরাস
ঘ. মাইক্রোসফ্ট ওয়ার্ড
উত্তরঃ গ
১৩| ১ বাইটে বিটের সংখ্যা কত?
ক. ১০
খ. ৮
গ. ৬
ঘ. ৪
উত্তরঃ খ
১৪| UNICODE (ইউনিকোড)- সাধারণত--
ক. ৮ বিটের কোড
খ. ৬৪ বিটের কোড
গ. ১৬ বিটের কোড
ঘ. ৩২ বিটের কোড
উত্তরঃ গ
১৫| কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
ক. বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
খ. দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
গ. এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
১৬| অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয়--
ক. ২০০৭ সালে
খ. ২০০৬ সালে
গ. ২০০৮ সালে
ঘ. ২০০৯ সালে
উত্তরঃ গ
১৭| ২০০০ সালের ১ জানুয়ারী সারা বিশ্বে কম্পিউটারে নতুন সহস্রাব্দজনিত একটি সমস্যার সম্মখীন হয়, সমস্যাটি হচ্ছে
ক. Y2K
খ. K2Y
গ. 2KY
ঘ. 2YK
উত্তরঃ ক
১৮| ব্যান্ডউইথ কি?
ক. ডেটা সংরক্ষণের হার
খ. ডেটাপ্রবাহের হার
গ. ডেটা মুছে ফেলার হার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
১৯| অ্যাপল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ খ
২০| প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
ক. মার্ক-১
খ. মাস্ক-১
গ. টোলার্ক-১
ঘ. টেকনো-১
উত্তরঃ ক
২১| নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. OMR
খ. COM
গ. Plotter
ঘ. Monitor
উত্তরঃ ক
২২| সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে--
ক. ১২টি
খ. ১০টি
গ. ৬টি
ঘ. ৯টি
উত্তরঃ ঘ
২৩| E-mail-এর উদ্ভাবক রে টমলিনসন কবে মৃত্যুবরণ করেন?
ক. ১০ মার্চ ২০১৬
খ. ৮ মার্চ ২০১৬
গ. ৫ মার্চ ২০১৬
ঘ. ১৫ মার্চ ২০১৬
উত্তরঃ গ
২৪| বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়--
ক. পরমাণু শক্তি কেন্দ্রে
খ. জাতীয় সংসদে
গ. সুপ্রিম কোর্টে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ক
২৫| বিশ্বগ্রাম (Global Village) এর জনক বলা হয় কাকে?
ক. মার্শাল টিটো
খ. জন ভন নিউম্যান
গ. মার্শাল ম্যাকলুহান
ঘ. রবার্ট জনসন
উত্তরঃ গ
নোট রমজান
২৬| কম্পিউটার এর RAM এর পূর্ণরূপ....?
ক. Readily avilable memory
খ. Random access memory
গ. Read access memory
ঘ. Reading access memory
উত্তরঃ খ
২৭| কম্পিউটারের ব্রেইন হলো--
ক. মেমোরি
খ. হার্ড ডিক্স
গ. বায়োস
ঘ. মাইক্রো প্রসেসর
উত্তরঃ ঘ
২৮| কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
ক. ১০০০ ´ ১০০০
খ. ১০২৪ ´১০২৪
গ. ১০৩২ ´১০৩২
ঘ. ১০০ ´১০০
উত্তরঃ খ
২৯| কম্পিউটার সিপিইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
ক. এ. এল. ইউ (ALU)
খ. কন্ট্রোল ইউনিট (control unit)
গ. রেজিস্টার সেট (Register set)
ঘ. কোনোটি নয়
উত্তরঃ ক
২৯| স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবন করেন কে?
ক. স্যামুয়েল জনসন
খ. স্যামুয়েল হার্স্ট
গ. স্যামুয়েল এল জ্যাকসন
ঘ. রবার্ট জনসন
উত্তরঃ খ
৩০| Bandwidth সাধারণত হিসেব করা হয়?
ক. Byte per second
খ. Bit per second
গ. Megabyte per second
ঘ. Kilobyte per second
উত্তরঃ খ
৩১| নিচের কোনটি 3G Language নয়?
ক. C
খ. Java
গ. Assembly
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ
৩২| কম্পিউটারের প্রধান মেমরি-
ক. মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে
খ. মাইক্রোপ্রসেসরের বাইরে থাকে
গ. মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে
ঘ. সিপিইউ এর ভেতরে থাকে
উত্তরঃ গ
৩৩| কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়-
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রাম
গ. অপারেটিং সিস্টেম
ঘ. হার্ডওয়ার
উত্তরঃ খ
৩৪| Supercomputer Mainframe এর চেয়ে
ক. কম শক্তিশালী
খ. বেশি শক্তিশালী
গ. সমান শক্তিসম্পন্ন
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ
৩৫| ‘ল্যাপটপ’ হলো এক ধরনের-
ক. পর্বতারোহণ সামগ্রী
খ. ছোট কুকুর
গ. বাদ্যযন্ত্র
ঘ. ছোট কম্পিউটার
উত্তরঃ ঘ
৩৬| ইন্টারনেট চালুর বছর---
ক. ১৯৫৯
খ. ১৯৬৫
গ. ১৯৬৯
ঘ. ১৯৮১
উত্তরঃ গ
৩৭| ২৯ জুলাই ২০১৫ মাইক্রোসফট-এর কোন অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসে?
ক. উইন্ডোজ-১০
খ. উইন্ডোজ-১২
গ. উইন্ডোজ-৮
ঘ. উইন্ডোজ-৭
উত্তরঃ ক
৩৮| কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
ক. C++
খ. ADA
গ. FORTRAN
ঘ. PASCAL
উত্তরঃ খ
৩৯| কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-
ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
খ. যে সব অংশ মুদ্রায়িত অস্থায় থাকে
গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
ঘ. কম্পিউটার তৈরির নক্সা
উত্তরঃ ক
৪০| CRT এর পূর্ণরূপ কি?
ক. Cathode Ray Tube
খ. Cathode Ray Table
গ. Cathode Ray Toy
ঘ. None of these
উত্তরঃ ক
৪১| পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
ক. বৃহৎ সহায়ক স্মৃতি
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. প্যারেলেল প্রসেসিং
ঘ. বহনযোগ্যতা
উত্তরঃ খ
৪২| কম্পিউটারে Graphics Software ব্যবহৃত হয় কেন--
ক. বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য
খ. বিভিন্ন ধরনের ছবি ও প্রচ্ছদ তৈরির জন্য
গ. বিভিন্ন ডেটা প্রসেসিং করার জন্য
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
৪৩| নিচের কোনটি Programmable system?
ক. Computer
খ. Telivision
গ. Radio
ঘ. Photocopying Machine
উত্তরঃ ক
৪৪| ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP– এর পূর্ণরূপ কি?
ক. Simple Message Transmission Protocol
খ. Strategic Mail Transfer Protocol
গ. Strategic Mail Transmission Protocol
ঘ. Simple Mail Transfer Protocol
উত্তরঃ ঘ
৪৫| কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
ক. প্রোগ্রাম
খ. কী বোর্ড
গ. মাদার বোর্ড
ঘ. হার্ড ডিস্ক
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
৪৬| কম্পিউটারে মৌলিক গেইট কয়টি?
ক. দুইটি
খ. চারটি
গ. তিনটি
ঘ. একটি
উত্তরঃ গ
৪৭| আর্থিক লেনদেন বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবস্থার নাম কি?
ক. SWIFT
খ. SWITT
গ. SWTIF
ঘ. SWITF
উত্তরঃ ক
৪৮| কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হলো
ক. Bytes
খ. Bits
গ. Characters
ঘ. Sombols
উত্তরঃ খ
৪৯| কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
ক. মনিটর
খ. আউটপুট
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ গ
৫০| পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে?
ক. কোমপ্যাক, ১৯৮৫
খ. এপসন, ১৯৮১
গ. আই.বি.এম, ১৯৮৩
ঘ. অ্যাপল কম্পিউটার, ১৯৭৭
উত্তরঃ খ

সংগৃহীত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]