Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2832
০১| অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয় ?
ক. ২০০৮ সালের অক্টোবরে
খ. ২০০৯ সালের নভেম্বরে
গ. ২০০৭ সালের জানুয়ারিতে
ঘ. ২০১০ সালের মার্চে
উত্তরঃ ক
০২| বিশ্বের প্রথম স্মার্টফোন হলো....
ক. আইবিএম সাইমন
খ. ললিপপ
গ. আই ফোন
ঘ. সবগুলোই
উত্তরঃ ক
০৩| নিচের কোনটিকে মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয়?
ক. ফাংশনকে
খ. কি-বোর্ডকে
গ. অ্যাপকে
ঘ. হার্ডওয়ারকে
উত্তরঃ গ
০৪| বিশ্বে প্রথম কত সালে সেলফি তুলা হয়?
ক.১৯৮৮
খ.১৯৬৯
গ.১৮৫৯
ঘ. ১৮৩৯
উত্তরঃ ঘ
০৫| খেলাধুলায় প্রথম কম্পিউটার
ব্যবহার করা হয় কত সালে?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬৪ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ক
০৬| আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
ক. অ্যাপেল
খ. গুগল
গ. মাইক্রোসফট
ঘ. আইবিএম
উত্তরঃ ক
০৭| বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন কে?
ক. বিল গেটস
খ. বিল মোগরিজ
গ. স্টিভ জবস
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ খ
০৮| নিচের কোন উক্তিটি সঠিক?
ক. ১ কিলোবাইট = ১০২৪ বাইট
খ. ১ মেগাবাইট = ১০২৪ বাইট
গ. ১ কিলোবাইট = ১০০০ বাইট
ঘ. ১ মেগাবাইট = ১০০০ বাইট
উত্তরঃ ক
০৯| নিচের কোনটি ডাটাবেজ language?
ক. Oracle
খ. C
গ. MS-Word
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
১০| বিশ্বের প্রথম অ্যাপল কম্পিউটারের 'অ্যাপল-১' এর নকশাকার কে?
ক. স্টিভ জবস
খ. স্টিভ ওজনিয়াক
গ. জ্যাক হবস
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ
১১| প্রথম কত সালে আইফোন বাজারে ছাড়ে?
ক. ২০০৬ সালে
খ. ২০০৮ সালে
গ. ২০০৫ সালে
ঘ. ২০০৭ সালে
উত্তরঃ ঘ
১২| কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে, কথাটি-
ক. সত্য
খ. মিথ্যা
গ. দুটোই হতে পারে
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ
১৩| আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-
ক. ড. জন মউসলিকে
খ. প্রেসপার একটিকে
গ. হলারিধকে
ঘ. চার্লস ব্যাবেজকে
উত্তরঃ ঘ
১৪| বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
ক. ইউনিভ্যাক
খ. এনিয়াক
গ. পিডিপি
ঘ. এডস্যাক
উত্তরঃ ক
১৫| কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি
খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
গ. বুদ্ধি বিবেচনা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
উত্তরঃ গ
১৬| TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
ক. প্রোগ্রাম
খ. প্রোটোকল
গ. প্রোগ্রামিং
ঘ. ফ্লোচার্ট
উত্তরঃ খ
১৭| বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো--
ক. ডট বিএল (. bl)
খ. ডট বাংলা (. bangla)
গ. ডট বিডি (. bd)
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ গ
১৮| প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ক. ট্রানজিস্টার
খ. আইসি
গ. মাইক্রোপ্রসেসর
ঘ. বায়ুশূন্য ভাল্ব
উত্তরঃ ঘ
১৯| কম্পিউটার-টু-কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ই-মেইল
খ. ইন্টারকম
গ. ইন্টারনেট
ঘ. টেলিকমিউনিকেশন
উত্তরঃ গ
২০| সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
ক. এপ্লিকেশন প্রোগ্রাম
খ. লোটাস
গ. ফাইল মেকার
ঘ. সিস্টেম সফটওয়্যার
উত্তরঃ ঘ
২১| যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হলো--
ক. Fragmentation
খ. Defragmentation
গ. Format
ঘ. None of the above
উত্তরঃ খ
২২| কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে বলা হয়-
ক. মাদারবোর্ড
খ. লজিক ইউনিট
গ. মনিটর
ঘ. কন্ট্রোল ইউনিট
উত্তরঃ ক
২৩| মাইক্রোসফ্টের সার্চ ইঞ্জিন কোনটি?
ক. Google
খ. Bing
গ. Yahoo
ঘ. None of the above
উত্তরঃ খ
২৪| বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হল--
ক. ডট বিএল (. bl)
খ. ডট বাংলা (. bangla)
গ. ডট বিডি (. bd)
ঘ. ডট বাংলা বিডি (. banglabd)
উত্তরঃ খ
২৫| ট্রানজিস্টর মূলত কি হিসেবে ব্যবহৃত হয়--
ক. ডাটা প্রসেসিং
খ. অ্যামপ্লিফায়ার
গ. ডিজাইনিং
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ
নোট রমজান
২৬| এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. এটির নির্মাতা গুগল
খ. এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
গ. এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
ঘ. উপরের সবগুলো সঠিক
উত্তরঃ ঘ
২৭| কম্পিউটার ভাইরাস কি?
ক. একট ক্ষতিকারক জীবাণু
খ. একটি ক্ষতিকারক সার্কিট
গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম
উত্তরঃ ঘ
২৮| ২২ সেপ্টেম্বর ২০১৫ মাইক্রোসফটের কোন অফিস সফটওয়্যার বাজারে আসে?
ক. অফিস ২০১৫
খ. অফিস ২০১৬
গ. অফিস ২০১৭
ঘ. অফিস ২০১৮
উত্তরঃ খ
২৯| কোনটি অপারেটিং সিস্টেম?
ক. বেসিক
খ. উইন্ডোজ-২০০০
গ. কোবল
ঘ. কোয়াট্রোপ্রো
উত্তরঃ খ
৩০| Wi Max এর পূর্ণরূপ কি?
ক. Worldwide Interoperability for Microwave Access
খ. Worldwide Internet for Microwave Access
গ. Worldwide Interconnection for Microwave Access
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৩১| নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
ক. Data Definition Language
খ. Data manipulation Language
গ. Quary Language
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ
৩২| বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো--
ক. ইনটেল 4004
খ. ইনটেল 2020
গ. আইবিএম 4004
ঘ. এমএসআই 4004
উত্তরঃ ক
৩৩| কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয়--
ক. বাইটের হিসাব করে
খ. বিটের হিসাব করে
গ. ইঞ্চির হিসাব করে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
৩৪| মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়-
ক. অবজেক্ট প্রোগ্রাম
খ. কম্পাইলার
গ. ডেটাবেস
ঘ. এসেম্বলি
উত্তরঃ ঘ
৩৫| VESA-এর পূর্ণরূপ কি?
ক. Video Electronics Standards Association
খ. Visa Electronics Standards Association
গ. Video Electronics Standards Authority
ঘ. Video Electronics Sound Accessories
উত্তরঃ ঘ
৩৬| Y2K- তে K মানে-
ক. শত
খ. হাজার
গ. দশ হাজার
ঘ. লক্ষ
উত্তরঃ খ
৩৭| 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
ক. 8
খ. 16
গ. 32
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ
৩৮| Y-2K বাগ কি?
ক. একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
খ. ২০০০ সাল শুরুর মুহূর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
গ. নতুন সহস্রাব্দের কম্পিউটার
ঘ. কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ
৩৯| কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ক. ফ্লপি ডিস্ক
খ. মেমোরি
গ. সিপিইউ
ঘ. মনিটর
উত্তরঃ গ
৪০| BIOS কোথায় সংরক্ষিত থাকে?
ক. RAM-এ
খ. ROM-এ
গ. Hard Drive-এ
ঘ. None of these
উত্তরঃ খ
৪১| কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
ক. RAM
খ. ROM
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ খ
৪২| কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক. উইলিয়াম অটরেড
খ. ব্লেইসি প্যাসকেল
গ. হাওয়ার্ড এইকিন
ঘ. আবাকাস
উত্তরঃ গ
৪৩| মিনি কম্পিউটার এর জনক কে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ গ
৪৪| “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
ক. A N D
খ. NOR
গ. Ex-OR
ঘ. OR
উত্তরঃ গ
৪৫| মোবাইল ফোনের জনক--
ক. মার্টিন কুপার
খ. কেমু পল
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ ক
৪৬| কম্পিউটারে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়--
ক. বাইনারী সংখ্যা পদ্ধতি
খ. নিউমেরিক্যাল সংখ্যা পদ্ধতি
গ. ডেসিমাল সংখ্যা পদ্ধতি
ঘ. হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি
উত্তরঃ ক
৪৭| অ্যান্ড্রয়েডের "মার্শ ম্যালো (Marsh Mallow)" অপারেটিং সিস্টেমটি কখন বাজারে আসে?
ক. ১ অক্টোবর ২০১৫
খ. ৫ অক্টোবর ২০১৫
গ. ১০ অক্টোবর ২০১৫
ঘ. ১৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ খ
৪৮| Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
ক. IEEE 802.11
খ. IEEE 804.11
গ. IEEE 803.11
ঘ. IEEE 806.11
উত্তরঃ ক
৪৯| ENIAC-এর পূর্ণরূপ কোনটি?
ক. Electronic Number Integrator and Computer
খ. Electronic Numerical Integrator and Computer
গ. Electronic Numerical Integral and Computer
ঘ. Electronic Numerical Integrator and Calculator
উত্তরঃ খ
৫০| আধুনিক ই-মেইলের জনক বা উদ্ভাবক কে?
ক. নোরিও ওহগা (জাপান)
খ. থমসন (ইংল্যান্ড)
গ. রে টমলিনসন (যুক্তরাষ্ট্র)
ঘ. জি. মার্কনি (ইতালি)
উত্তরঃ গ

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]