Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2830
১। ভারতে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ৮টি না ৯টি?
==উত্তর==
‘‘দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ’’
১। পর্তুগিজদের বিতাড়ন: ১৯৫৪ সালে পর্তুগির্জদের বিতাড়িত করে ভারত নিমোক্ত ২টি ছিটমহল দখল করে।
‘‘দাদরা ও নগর হাভেলি’’
‘‘দমন ও দিউ’’
২। কেন্দ্রশাসিত অঞ্চল (২টি):
১৯৬১ সালে উপরোক্ত ২টি ছিটমহলকে ভারত নিজেদের ২টি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে।
৩। একত্রীকরণ (২৬ জানুয়ারি, ২০২০):
দাদরা ও নগর হাভেলি’ ও ‘দমন ও দিউ’ কেন্দ্রশাসিত অঞ্চল ২টিকে একীভূত করে নামকরণ করা হয় ‘‘দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ’’।
উদ্দেশ্য: প্রশাসনিক দক্ষতা ও পরিষেবা জোরদার করা।
লোকসভায় (নিম্নকক্ষ) পাস হয়: ২৭ নভেম্বর, ২০১৯।
রাজ্যসভায় (উচ্চকক্ষ) পাস হয়: ০৩ ডিসেম্বর, ২০১৯।
কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ২০২০।
‘‘জম্মু-কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা’’
বিভক্ত: ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা বাতিল করে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে (জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে) বিভক্ত করে: ৫ আগষ্ট, ২০১৯।
কার্যকর হয়: ৩১ অক্টোবর, ২০১৯ মধ্যরাত অর্থাৎ ১লা নভেম্বর, ২০১৯ থেকে।
ফলে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হয়: ৯টি (সর্বশেষ: জম্মু-কাশ্মীর ও লাদাখ)।
সংবিধানের ৩৭০নং অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা বাতিল করা হয় ফলে ভারতের ২৯টি রাজ্য থেকে ১টি রাজ্যের সংখ্যা কমে বর্তমান রাজ্য সংখ্যা হয়: ২৮টি।
তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ভারতের বর্তমান রাজ্য কয়টি? উত্তর হবে: ২৮টি (সর্বশেষ ২৮তম রাজ্য: তেলেঙ্গনা-২০১৪ সালে)।
‘‘কেন্দ্রশাসিত অঞ্চল (২৬ জানুয়ারি, ২০২০)’’
সুতরাং, ‘‘দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ’’ এই ২টি কেন্দ্রশাসিত অঞ্চল ২৬ জানুয়ারি, ২০২০ সালে একীভূত হয়ে যাওয়ায় ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল সংখ্যা - ৮টি।

সংগৃহীত
    Similar Topics

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]