- Mon Jun 22, 2020 8:43 am#2806
০১| বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি?
ক. ডট নেট
খ. অরপানেট
গ. টেকনেট
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
০২| আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
ক. বৃহৎ স্মৃতির আধার
খ. দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
গ. ভ্রমশূন্য ফলাফল
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ
০৩| কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে--
ক. লুপিং
খ. ওভারল্যাপ
গ. ওভারলুপিং
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক
০৪| BIOS-এর পূর্ণরূপ কি?
ক. Basic Input Output Software
খ. Basic Input Output System
গ. British International Olimpic Socity
ঘ. Bangladesh International Olimpic Socity
উত্তরঃ খ
০৫| LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ
০৬| নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার
খ. স্ক্যানার
গ. মনিটর
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
০৭| প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?
ক. অ্যালটেয়ার ৮৮৮৮
খ. অ্যালটেয়ার ৮৮০০
গ. অ্যালটেয়ার ৮৭৮৭
ঘ. অ্যালটেয়ার ৮০৮০
উত্তরঃ খ
০৮| (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত--
ক. 12
খ. 21
গ. 121
ঘ. 212
উত্তরঃ খ
০৯| কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ইন্টারকম
খ. ইন্টারনেট
গ. ই-মেইল
ঘ. ইন্টারসীড
উত্তরঃ খ
১০| কম্পিউটারে স্ক্যানার যে ধরনের ডিভাইস--
ক. আউটপুট
খ. ইনপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
১১| নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
ক. WAN
খ. Satellite Communication
গ. MAN
ঘ. TV রিমোর্ট কন্ট্রোল
উত্তরঃ ঘ
১২|ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিস্কার করেন কে?
ক. জ্যাক কেলবি
খ. রবার্ট নয়েস
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ গ
১৩| ১ মেগাবাইট = কত কিলোবাইট?
ক. ১০০০
খ. ৫১২
গ. ১০২৬
ঘ. ১০২৪
উত্তরঃ ঘ
১৫| ইন্টারনেট কবে চালু হয়?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ঘ
১৬| লজিক গেটে আউটপুট থাকে--
ক. একটি
খ. তিনটি
গ. দুইটি
ঘ. একটিও না
উত্তরঃ ক
১৭| ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো--
ক. PDP-12
খ. PDP-2
গ. PDP-10
ঘ. PDP-8
উত্তরঃ ঘ
১৮| সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে বলা হয়--
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ. সিস্টেম সফটওয়্যার
গ. স্প্রেডশীট সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
১৯| অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন--
ক. অ্যান্ডি ফ্লেচার
খ. অ্যান্ডি রুবিন
গ. মার্ক জুকার বার্গ
ঘ. বিল গেটস্
উত্তরঃ খ
২০| নিচের কোন মেমোরীটি Non-volatile?
ক. SRAM
খ. DRAM
গ. ROM
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ গ
২১| NOT গেটে ইনপুট থাকে কয়টি--
ক. তিনটি
খ. একটি
গ. চারটি
ঘ. দুইটি
উত্তরঃ খ
২২| কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো--
ক. ডেসিমাল
খ. বাইনারি
গ. হেক্সাডেসিমাল
ঘ. অক্টাল
উত্তরঃ খ
২৩| IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিাল কম্পিউটার কোনটি?
ক. PDP-1
খ. Mark-1
গ. Intel 4004
ঘ. IBM system 360
উত্তরঃ ঘ
২৪| এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-
ক. সুপার কম্পিউটার
খ. হাইব্রিড কম্পিউটার
গ. মাইক্রো কম্পিউটার
ঘ. মিনি কম্পিউটার
উত্তরঃ খ
২৫| IP-V6 এড্রেস কত বিটের?
ক. ১২৮
খ. ৩২
গ. ১২
ঘ. ৬
উত্তরঃ ক
২৬| IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক. ১৯৭৬
খ. ১৯৮৮
গ. ১৯৮১
ঘ. ১৯৭৮
উত্তরঃ গ
নোট রমজান
২৭| Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
ক. Queue
খ. Stack
গ. Union
ঘ. Array
উত্তরঃ খ
২৮| Plotter কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. মেমোরী
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ
২৯| কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
ক. ROM
খ. RAM
গ. PROM
ঘ. EPROM
উত্তরঃ ক
৩০| ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়
ক. টেলিমেডিসিন
খ. ইলেকট্রোমেডিসিন
গ. জায়মাপ্লাজম
ঘ. ই-ট্রিটমেন্ট
উত্তরঃ ক
৩১| মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?
ক. সারফেস বুক
খ. ইন্টারফেস বুক
গ. মাইক্রো বুক
ঘ. সফটওয়্যার বুক
উত্তরঃ ক
৩২| POST বলতে বোঝায়--
ক. Power-On Soft Test
খ. Power-On Self Test
গ. Power-Over Self Test
ঘ. None of these
উত্তরঃ খ
৩৩| ‘মডেম’ এর মধ্যে থাকে-
ক. একটি মডুলেটর
খ. একটি এনকোডার
গ. একটি কোডেক
ঘ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
উত্তরঃ ঘ
৩৪| অ্যাবাকাস কি?
ক. এক প্রকার প্রাচীনতম খাওয়ার পাত্র
খ. এক প্রকার প্রাচীনতম প্রসাধন সামগ্রী
গ. এক প্রকার প্রাচীনতম গণনা যন্ত্র
ঘ. এক প্রকার প্রাচীনতম যন্ত্রযান
উত্তরঃ গ
৩৫| চরকি ডটকম (Chorki . com) কি?
ক. সার্চ ইঞ্জিন
খ. সামাজিক যোগাযোগ সাইট
গ. ওয়েব ব্রাউজার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক
৩৬| বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
ক. ভয়েস ওভার আইপি
খ. ইন্টারনেট টেলিফোন
গ. মডেম
ঘ. পোস্ট অফিস প্রটোকল
উত্তরঃ ক(VOIP)
৩৭| বর্তমানে (২০২০) স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ(৩৫কোটি)২য় চীন
৩৮| HTML এর পূর্ণরূপ কী?
ক. Hyper text Markup Language
খ. Hyper Test Message LInk
গ. High Text Message LInk
ঘ. High Test Markup Language
উত্তরঃ ক
৩৯| কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
ক. প্রিন্টার
খ. মাউস
গ. মডেম
ঘ. পটার
উত্তরঃ গ
৪০| বর্তমানে কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তি কে?
ক. বিল গেটস
খ. সেমুর ক্রে
গ. উইলিয়াম ইংলিশ
ঘ. জর্জ বোলে
উত্তরঃ ক
৪১| ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন--
ক. ইউটিব
খ. ফেসবুক
গ. মাইক্রোসফট
ঘ. অ্যালফাবেট
উত্তরঃ ঘ
৪২| নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন প্লাটফর্ম?
ক. IOS
খ. Windows Phone
গ. Android
ঘ. Symbian
উত্তরঃ গ
৪৩| নিম্নের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
ক. RAM
খ. Hard Disk
গ. Pen drive
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৪৪| নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক
ক. পুনরাবৃত্তিমুলক কাজ
খ. গাণিতিক কাজ
গ. হিসাবরক্ষণ কাজ
ঘ. প্রতিবেদন প্রণয়ন
উত্তরঃ ক
৪৫|ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তির নাম কি?
ক. DTA
খ. DTH
গ. DHT
ঘ. DTHA
উত্তরঃ খ
৪৬| BCD-এর পূর্ণরূপ নিচের কোনটি?
ক. Bainary Coded Data
খ. Bainary Coded Decimal
গ. Bainary Calculated Decimal
ঘ. None of these
উত্তরঃ খ
৪৭| ইনস্টাগ্রাম চালু হয়--
ক. ২০০৮ সালে
খ. ২০১০ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তরঃ খ
৪৮| MICR এর পূর্ণরূপ হলো--
ক. Magnetic Ink Character Region
খ. Magnetic Ink Character Resource
গ. Magnetic Ink Character Reader
ঘ. Magnetic Ink Character Recognition
উত্তরঃ ঘ
৪৯| কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়-
ক. স্মৃতি অংশ
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ. শক্ত ধাতব অংশ
ঘ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তরঃ গ
৫০| বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
ক. আইবিএম-৩৬০ সিরিজ
খ. আইবিএম-১৬২০ সিরিজ
গ. আইবিএম-১৬০০ সিরিজ
ঘ. আইবিএম- ৪৩০০ সিরিজ
উত্তরঃ খ
সংগৃহীত
ক. ডট নেট
খ. অরপানেট
গ. টেকনেট
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
০২| আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
ক. বৃহৎ স্মৃতির আধার
খ. দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
গ. ভ্রমশূন্য ফলাফল
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ
০৩| কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে--
ক. লুপিং
খ. ওভারল্যাপ
গ. ওভারলুপিং
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক
০৪| BIOS-এর পূর্ণরূপ কি?
ক. Basic Input Output Software
খ. Basic Input Output System
গ. British International Olimpic Socity
ঘ. Bangladesh International Olimpic Socity
উত্তরঃ খ
০৫| LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ
০৬| নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার
খ. স্ক্যানার
গ. মনিটর
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
০৭| প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?
ক. অ্যালটেয়ার ৮৮৮৮
খ. অ্যালটেয়ার ৮৮০০
গ. অ্যালটেয়ার ৮৭৮৭
ঘ. অ্যালটেয়ার ৮০৮০
উত্তরঃ খ
০৮| (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত--
ক. 12
খ. 21
গ. 121
ঘ. 212
উত্তরঃ খ
০৯| কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ইন্টারকম
খ. ইন্টারনেট
গ. ই-মেইল
ঘ. ইন্টারসীড
উত্তরঃ খ
১০| কম্পিউটারে স্ক্যানার যে ধরনের ডিভাইস--
ক. আউটপুট
খ. ইনপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
১১| নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
ক. WAN
খ. Satellite Communication
গ. MAN
ঘ. TV রিমোর্ট কন্ট্রোল
উত্তরঃ ঘ
১২|ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিস্কার করেন কে?
ক. জ্যাক কেলবি
খ. রবার্ট নয়েস
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ গ
১৩| ১ মেগাবাইট = কত কিলোবাইট?
ক. ১০০০
খ. ৫১২
গ. ১০২৬
ঘ. ১০২৪
উত্তরঃ ঘ
১৫| ইন্টারনেট কবে চালু হয়?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ঘ
১৬| লজিক গেটে আউটপুট থাকে--
ক. একটি
খ. তিনটি
গ. দুইটি
ঘ. একটিও না
উত্তরঃ ক
১৭| ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো--
ক. PDP-12
খ. PDP-2
গ. PDP-10
ঘ. PDP-8
উত্তরঃ ঘ
১৮| সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে বলা হয়--
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ. সিস্টেম সফটওয়্যার
গ. স্প্রেডশীট সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
১৯| অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন--
ক. অ্যান্ডি ফ্লেচার
খ. অ্যান্ডি রুবিন
গ. মার্ক জুকার বার্গ
ঘ. বিল গেটস্
উত্তরঃ খ
২০| নিচের কোন মেমোরীটি Non-volatile?
ক. SRAM
খ. DRAM
গ. ROM
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ গ
২১| NOT গেটে ইনপুট থাকে কয়টি--
ক. তিনটি
খ. একটি
গ. চারটি
ঘ. দুইটি
উত্তরঃ খ
২২| কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো--
ক. ডেসিমাল
খ. বাইনারি
গ. হেক্সাডেসিমাল
ঘ. অক্টাল
উত্তরঃ খ
২৩| IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিাল কম্পিউটার কোনটি?
ক. PDP-1
খ. Mark-1
গ. Intel 4004
ঘ. IBM system 360
উত্তরঃ ঘ
২৪| এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-
ক. সুপার কম্পিউটার
খ. হাইব্রিড কম্পিউটার
গ. মাইক্রো কম্পিউটার
ঘ. মিনি কম্পিউটার
উত্তরঃ খ
২৫| IP-V6 এড্রেস কত বিটের?
ক. ১২৮
খ. ৩২
গ. ১২
ঘ. ৬
উত্তরঃ ক
২৬| IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক. ১৯৭৬
খ. ১৯৮৮
গ. ১৯৮১
ঘ. ১৯৭৮
উত্তরঃ গ
নোট রমজান
২৭| Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
ক. Queue
খ. Stack
গ. Union
ঘ. Array
উত্তরঃ খ
২৮| Plotter কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. মেমোরী
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ
২৯| কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
ক. ROM
খ. RAM
গ. PROM
ঘ. EPROM
উত্তরঃ ক
৩০| ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়
ক. টেলিমেডিসিন
খ. ইলেকট্রোমেডিসিন
গ. জায়মাপ্লাজম
ঘ. ই-ট্রিটমেন্ট
উত্তরঃ ক
৩১| মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?
ক. সারফেস বুক
খ. ইন্টারফেস বুক
গ. মাইক্রো বুক
ঘ. সফটওয়্যার বুক
উত্তরঃ ক
৩২| POST বলতে বোঝায়--
ক. Power-On Soft Test
খ. Power-On Self Test
গ. Power-Over Self Test
ঘ. None of these
উত্তরঃ খ
৩৩| ‘মডেম’ এর মধ্যে থাকে-
ক. একটি মডুলেটর
খ. একটি এনকোডার
গ. একটি কোডেক
ঘ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
উত্তরঃ ঘ
৩৪| অ্যাবাকাস কি?
ক. এক প্রকার প্রাচীনতম খাওয়ার পাত্র
খ. এক প্রকার প্রাচীনতম প্রসাধন সামগ্রী
গ. এক প্রকার প্রাচীনতম গণনা যন্ত্র
ঘ. এক প্রকার প্রাচীনতম যন্ত্রযান
উত্তরঃ গ
৩৫| চরকি ডটকম (Chorki . com) কি?
ক. সার্চ ইঞ্জিন
খ. সামাজিক যোগাযোগ সাইট
গ. ওয়েব ব্রাউজার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক
৩৬| বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
ক. ভয়েস ওভার আইপি
খ. ইন্টারনেট টেলিফোন
গ. মডেম
ঘ. পোস্ট অফিস প্রটোকল
উত্তরঃ ক(VOIP)
৩৭| বর্তমানে (২০২০) স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ(৩৫কোটি)২য় চীন
৩৮| HTML এর পূর্ণরূপ কী?
ক. Hyper text Markup Language
খ. Hyper Test Message LInk
গ. High Text Message LInk
ঘ. High Test Markup Language
উত্তরঃ ক
৩৯| কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
ক. প্রিন্টার
খ. মাউস
গ. মডেম
ঘ. পটার
উত্তরঃ গ
৪০| বর্তমানে কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তি কে?
ক. বিল গেটস
খ. সেমুর ক্রে
গ. উইলিয়াম ইংলিশ
ঘ. জর্জ বোলে
উত্তরঃ ক
৪১| ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন--
ক. ইউটিব
খ. ফেসবুক
গ. মাইক্রোসফট
ঘ. অ্যালফাবেট
উত্তরঃ ঘ
৪২| নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন প্লাটফর্ম?
ক. IOS
খ. Windows Phone
গ. Android
ঘ. Symbian
উত্তরঃ গ
৪৩| নিম্নের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
ক. RAM
খ. Hard Disk
গ. Pen drive
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৪৪| নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক
ক. পুনরাবৃত্তিমুলক কাজ
খ. গাণিতিক কাজ
গ. হিসাবরক্ষণ কাজ
ঘ. প্রতিবেদন প্রণয়ন
উত্তরঃ ক
৪৫|ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তির নাম কি?
ক. DTA
খ. DTH
গ. DHT
ঘ. DTHA
উত্তরঃ খ
৪৬| BCD-এর পূর্ণরূপ নিচের কোনটি?
ক. Bainary Coded Data
খ. Bainary Coded Decimal
গ. Bainary Calculated Decimal
ঘ. None of these
উত্তরঃ খ
৪৭| ইনস্টাগ্রাম চালু হয়--
ক. ২০০৮ সালে
খ. ২০১০ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তরঃ খ
৪৮| MICR এর পূর্ণরূপ হলো--
ক. Magnetic Ink Character Region
খ. Magnetic Ink Character Resource
গ. Magnetic Ink Character Reader
ঘ. Magnetic Ink Character Recognition
উত্তরঃ ঘ
৪৯| কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়-
ক. স্মৃতি অংশ
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ. শক্ত ধাতব অংশ
ঘ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তরঃ গ
৫০| বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
ক. আইবিএম-৩৬০ সিরিজ
খ. আইবিএম-১৬২০ সিরিজ
গ. আইবিএম-১৬০০ সিরিজ
ঘ. আইবিএম- ৪৩০০ সিরিজ
উত্তরঃ খ
সংগৃহীত