Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2517
👉 বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।-কাজী নজরুল ইসলাম
👉 জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।-চীনা প্রবাদ
👉 বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না।-হেনরী ওয়ার্ড বিশার
👉 যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!-হযরত আলী (রাঃ)
👉 বেশীর ভাগ রসিকতা কোন না কোন ভাবে একটা বলতে না পারা সত্যি কথা
👉 একটা ক্ষুধার্ত কুকুরকে যদি তুমি যত্নআত্তি করো - সে তোমাকে অন্তত কামড় দেবে না এই ব্যাপার নিশ্চিত থাকতে পারো। মানুষ আর কুকুরের মাঝে এটাই মূল পার্থক্য - মার্ক টোয়েন
👉 সুখী হওয়ার গুপ্তসুত্র হচ্ছে সবকিছু তাড়াতাড়ি ভুলে যাওয়ার ক্ষমতা থাকা- Rita Mae Brown
👉 দেশপ্রেম হচ্ছে সেই ধারণা যার বশবর্তী হয়ে তুমি ভাবো তোমার দেশে সব দেশের চে ভালো ,কারণ তুমি সেখানে জন্মেছ - জর্জ বার্নার্ড শ
👉 বলা হয় , বিয়ে নাকি স্বর্গতে সৃষ্টি হয়- আমি অবাক হইনি কারণ বজ্র আর বজ্রনিনাদও স্বর্গে তৈরী হয় - – Clint Eastwood
👉 আমার উপদেশ হচ্ছে বিয়ে করে ফেলো, যদি বিয়ে সফল হয় তুমি হবে একজন সুখী মানুষ - নাহলে হবে একজন দার্শনিক - এরিষ্টেটল
👉 তুমি ঠিকমতো কিছু বোঝো নাই যদি না সেটা তুমি তোমার দাদীর মতো কারো কাছে ব্যাখা করে বুঝাতে না পারো - Albert Einstein
আমার খুব প্রিয় উক্তিঃ
👉 Great minds discuss ideas. Average minds discuss events. Small minds discuss people. - Eleanor Roosevel
👉 নিজেকে মিথ্যাভাবে স্বাধীনভাবার চে বড়ো দাসত্ব বরণকারি আর নেই [ None are more hopelessly enslaved than those who falsely believe they are free.]- Johann Wolfgang von Goethe
👉 Anyone who has never made a mistake has never tried anything new. -Albert Einstein
👉 ব্যাংক হচ্ছে সে জায়গা যেখানে তুমি যদি প্রমাণ করতে পারো তোমার পয়সা লাগবে না তখনই তোমাকে ধার দিবে -Bob Hope
👉 Live as if you were to die tomorrow.Learn as if you were to live forever.-Mahatma Gandhi
👉 আমাকে বলো না দুনিয়া তোমাকে ভালো ভাবে বেচেথাকতে দিতে বাধ্য - দুনিয়া তোমাকে কিছুই দিতে বাধ্য নয় - দুনিয়া তোমার আগে এসেছে !
👉 Don't go around saying the worldowes you a living. The world owes you nothing. It was here first. -Mark Twain
👉 সফলতা হচ্ছে এক একাগ্র ইচ্ছাশক্তি নষ্ট না করে এক ব্যর্থতা থেকে অন্য ব্যর্থতায় যাওয়া Success is the ability to go from one failure to another with no loss of enthusiasm.-Winston Churchill
👉 জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।-ক্রিনেট
👉 কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।-প্লেটো
👉 গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।-আরবি প্রবাদ
👉 যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।-লাউতজে
👉 আমি আদব শিখেছি বেয়াদবের কাছে।-ইমাম গাজ্জালি (রাঃ)
👉 'হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচে' পুরনো এবং সবচে' ছোট। কিন্তু এ কথা দু'টো বলতেই সবচে' বেশি ভাবতে হয়।-পীথাগোরাস
👉 "আমি জানি না" বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা।-হিব্রু প্রবাদ
👉 একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।-শেখ সাদী
👉 আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।-শেখ সাদী
👉 নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত ও একমাত্র বলদ যে ভাবে সেই একমাত্র জ্ঞানি আর দুনিয়ার সব মানুষ বোকা কারো মাথায় গিলু নাই ... অবশ্য একমাত্র পাগলরাই এমন ভাবতে পারে
কেউ যদি কোন বিশ্বাস নিয়ে সুখে ও শান্তিতে জীবন যাপন করতে পারে তাহলে এই পাগলদের সমস্যা কি ? হা সমস্যা একটাই সৃষ্টিকর্তা বিশ্বাস করলে তো খারাপ কাজ করতে পারবে না।
👉 সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।-মার্ক টোয়াইন
👉 আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।-শেলী
👉 মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।-অজানা
👉 কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।-অজানা
👉 ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।-অজানা
👉 জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।-হুইটিয়ার
👉 সবচে' জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা।-জে এবট
👉 বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।-কার্লাইল
👉 ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।-সিমোনিডেস
👉 রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।-সেফটিস বারী
👉 ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।-ড্রাইডেন
👉 তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে।-চীনা প্রবাদ
👉 বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।-জন ম্যাকি
👉 ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।-জন ল্যাক হন
👉 ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।-ইলা অলড্রিচ
👉 যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!-শেখ সাদী
👉 ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।-শেক্সপীয়ার
👉 একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।-কার্লাইল
👉 অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।-হোমার
👉 গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।-হিন্দি প্রবাদ
👉 জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।-অজানা
👉 শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।-ওল পিয়ার্ট
👉 যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।-আলফ্রেড টেনিস
👉 সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।-জুভেনাল
👉 একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।-ফারসি প্রবাদ
👉 নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।-কাজী নজরুল ইসলাম
👉 আমার দোষ তুমি আমাকেই বল।-ইমাম গাজ্জালী
👉 সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।-ডেমিক্রিটাস
👉 ব্যক্তিত্ব্যহীন মানুষ অনুকরণের যোগ্য নয়।
👉 কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।-আবদুল্লাহ আবু সাঈদ
👉 যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।-জন লিভগেট
👉 সাহসীরা জীবনের মর্যাদাকে মূল্য দেয়, ভীরুরা পরিসরকে।
👉 মেয়েদের রূপ আর ছেলেদের প্রতিভা একই জিনিস। দুটোই জন্মগত ও ধংসকারী। চারপাশকে ছাই করে দেয়।
👉 প্রতিটি অর্জনের সাথে আমরা একটু একটু করে মরে যাই।
👉 আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।
👉 নিজের ভালো দিকগুলো জেনে লাভ নেই।
👉 যে মেয়ের যত বদনাম, তার তত ভালো বিয়ে।
👉 পাপীদের দেখে জীবনকে জানা যায় বেশি।
👉 কবিতা হল সংকীর্ণ আলোকোজ্জল মঞ্চে সুচতুর নৃত্যপটিয়সীর অলৌকিক নূপুর-নিক্কন, গদ্য-পেশীবহুল দৌড় বীরের দীর্ঘ মেয়াদী ম্যারাথন।
👉 সততটা বেশি থাকলে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়।
👉 নীচ লোকের প্রধান হাতিয়ার হল অশ্লীল বাক্য।
👉 অন্যের মধ্যে যা খারাপ মনে কর নিজের মধ্যেও তা খারাপ মনে করতে শেখ।
👉 চেহারায় বেদনা না থাকলে কাউকে সুন্দর দেখায় না!
👉 শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরীব।

সংগৃহীত

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]