- Fri Apr 10, 2020 10:25 am#2517
বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।-কাজী নজরুল ইসলাম
জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।-চীনা প্রবাদ
বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না।-হেনরী ওয়ার্ড বিশার
যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!-হযরত আলী (রাঃ)
বেশীর ভাগ রসিকতা কোন না কোন ভাবে একটা বলতে না পারা সত্যি কথা
একটা ক্ষুধার্ত কুকুরকে যদি তুমি যত্নআত্তি করো - সে তোমাকে অন্তত কামড় দেবে না এই ব্যাপার নিশ্চিত থাকতে পারো। মানুষ আর কুকুরের মাঝে এটাই মূল পার্থক্য - মার্ক টোয়েন
সুখী হওয়ার গুপ্তসুত্র হচ্ছে সবকিছু তাড়াতাড়ি ভুলে যাওয়ার ক্ষমতা থাকা- Rita Mae Brown
দেশপ্রেম হচ্ছে সেই ধারণা যার বশবর্তী হয়ে তুমি ভাবো তোমার দেশে সব দেশের চে ভালো ,কারণ তুমি সেখানে জন্মেছ - জর্জ বার্নার্ড শ
বলা হয় , বিয়ে নাকি স্বর্গতে সৃষ্টি হয়- আমি অবাক হইনি কারণ বজ্র আর বজ্রনিনাদও স্বর্গে তৈরী হয় - – Clint Eastwood
আমার উপদেশ হচ্ছে বিয়ে করে ফেলো, যদি বিয়ে সফল হয় তুমি হবে একজন সুখী মানুষ - নাহলে হবে একজন দার্শনিক - এরিষ্টেটল
তুমি ঠিকমতো কিছু বোঝো নাই যদি না সেটা তুমি তোমার দাদীর মতো কারো কাছে ব্যাখা করে বুঝাতে না পারো - Albert Einstein
আমার খুব প্রিয় উক্তিঃ
Great minds discuss ideas. Average minds discuss events. Small minds discuss people. - Eleanor Roosevel
নিজেকে মিথ্যাভাবে স্বাধীনভাবার চে বড়ো দাসত্ব বরণকারি আর নেই [ None are more hopelessly enslaved than those who falsely believe they are free.]- Johann Wolfgang von Goethe
Anyone who has never made a mistake has never tried anything new. -Albert Einstein
ব্যাংক হচ্ছে সে জায়গা যেখানে তুমি যদি প্রমাণ করতে পারো তোমার পয়সা লাগবে না তখনই তোমাকে ধার দিবে -Bob Hope
Live as if you were to die tomorrow.Learn as if you were to live forever.-Mahatma Gandhi
আমাকে বলো না দুনিয়া তোমাকে ভালো ভাবে বেচেথাকতে দিতে বাধ্য - দুনিয়া তোমাকে কিছুই দিতে বাধ্য নয় - দুনিয়া তোমার আগে এসেছে !
Don't go around saying the worldowes you a living. The world owes you nothing. It was here first. -Mark Twain
সফলতা হচ্ছে এক একাগ্র ইচ্ছাশক্তি নষ্ট না করে এক ব্যর্থতা থেকে অন্য ব্যর্থতায় যাওয়া Success is the ability to go from one failure to another with no loss of enthusiasm.-Winston Churchill
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।-ক্রিনেট
কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।-প্লেটো
গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।-আরবি প্রবাদ
যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।-লাউতজে
আমি আদব শিখেছি বেয়াদবের কাছে।-ইমাম গাজ্জালি (রাঃ)
'হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচে' পুরনো এবং সবচে' ছোট। কিন্তু এ কথা দু'টো বলতেই সবচে' বেশি ভাবতে হয়।-পীথাগোরাস
"আমি জানি না" বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা।-হিব্রু প্রবাদ
একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।-শেখ সাদী
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।-শেখ সাদী
নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত ও একমাত্র বলদ যে ভাবে সেই একমাত্র জ্ঞানি আর দুনিয়ার সব মানুষ বোকা কারো মাথায় গিলু নাই ... অবশ্য একমাত্র পাগলরাই এমন ভাবতে পারে
কেউ যদি কোন বিশ্বাস নিয়ে সুখে ও শান্তিতে জীবন যাপন করতে পারে তাহলে এই পাগলদের সমস্যা কি ? হা সমস্যা একটাই সৃষ্টিকর্তা বিশ্বাস করলে তো খারাপ কাজ করতে পারবে না।
সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।-মার্ক টোয়াইন
আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।-শেলী
মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।-অজানা
কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।-অজানা
ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।-অজানা
জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।-হুইটিয়ার
সবচে' জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা।-জে এবট
বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।-কার্লাইল
ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।-সিমোনিডেস
রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।-সেফটিস বারী
ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।-ড্রাইডেন
তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে।-চীনা প্রবাদ
বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।-জন ম্যাকি
ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।-জন ল্যাক হন
ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।-ইলা অলড্রিচ
যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!-শেখ সাদী
ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।-শেক্সপীয়ার
একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।-কার্লাইল
অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।-হোমার
গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।-হিন্দি প্রবাদ
জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।-অজানা
শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।-ওল পিয়ার্ট
যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।-আলফ্রেড টেনিস
সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।-জুভেনাল
একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।-ফারসি প্রবাদ
নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।-কাজী নজরুল ইসলাম
আমার দোষ তুমি আমাকেই বল।-ইমাম গাজ্জালী
সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।-ডেমিক্রিটাস
ব্যক্তিত্ব্যহীন মানুষ অনুকরণের যোগ্য নয়।
কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।-আবদুল্লাহ আবু সাঈদ
যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।-জন লিভগেট
সাহসীরা জীবনের মর্যাদাকে মূল্য দেয়, ভীরুরা পরিসরকে।
মেয়েদের রূপ আর ছেলেদের প্রতিভা একই জিনিস। দুটোই জন্মগত ও ধংসকারী। চারপাশকে ছাই করে দেয়।
প্রতিটি অর্জনের সাথে আমরা একটু একটু করে মরে যাই।
আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।
নিজের ভালো দিকগুলো জেনে লাভ নেই।
যে মেয়ের যত বদনাম, তার তত ভালো বিয়ে।
পাপীদের দেখে জীবনকে জানা যায় বেশি।
কবিতা হল সংকীর্ণ আলোকোজ্জল মঞ্চে সুচতুর নৃত্যপটিয়সীর অলৌকিক নূপুর-নিক্কন, গদ্য-পেশীবহুল দৌড় বীরের দীর্ঘ মেয়াদী ম্যারাথন।
সততটা বেশি থাকলে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়।
নীচ লোকের প্রধান হাতিয়ার হল অশ্লীল বাক্য।
অন্যের মধ্যে যা খারাপ মনে কর নিজের মধ্যেও তা খারাপ মনে করতে শেখ।
চেহারায় বেদনা না থাকলে কাউকে সুন্দর দেখায় না!
শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরীব।
সংগৃহীত
জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।-চীনা প্রবাদ
বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না।-হেনরী ওয়ার্ড বিশার
যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!-হযরত আলী (রাঃ)
বেশীর ভাগ রসিকতা কোন না কোন ভাবে একটা বলতে না পারা সত্যি কথা
একটা ক্ষুধার্ত কুকুরকে যদি তুমি যত্নআত্তি করো - সে তোমাকে অন্তত কামড় দেবে না এই ব্যাপার নিশ্চিত থাকতে পারো। মানুষ আর কুকুরের মাঝে এটাই মূল পার্থক্য - মার্ক টোয়েন
সুখী হওয়ার গুপ্তসুত্র হচ্ছে সবকিছু তাড়াতাড়ি ভুলে যাওয়ার ক্ষমতা থাকা- Rita Mae Brown
দেশপ্রেম হচ্ছে সেই ধারণা যার বশবর্তী হয়ে তুমি ভাবো তোমার দেশে সব দেশের চে ভালো ,কারণ তুমি সেখানে জন্মেছ - জর্জ বার্নার্ড শ
বলা হয় , বিয়ে নাকি স্বর্গতে সৃষ্টি হয়- আমি অবাক হইনি কারণ বজ্র আর বজ্রনিনাদও স্বর্গে তৈরী হয় - – Clint Eastwood
আমার উপদেশ হচ্ছে বিয়ে করে ফেলো, যদি বিয়ে সফল হয় তুমি হবে একজন সুখী মানুষ - নাহলে হবে একজন দার্শনিক - এরিষ্টেটল
তুমি ঠিকমতো কিছু বোঝো নাই যদি না সেটা তুমি তোমার দাদীর মতো কারো কাছে ব্যাখা করে বুঝাতে না পারো - Albert Einstein
আমার খুব প্রিয় উক্তিঃ
Great minds discuss ideas. Average minds discuss events. Small minds discuss people. - Eleanor Roosevel
নিজেকে মিথ্যাভাবে স্বাধীনভাবার চে বড়ো দাসত্ব বরণকারি আর নেই [ None are more hopelessly enslaved than those who falsely believe they are free.]- Johann Wolfgang von Goethe
Anyone who has never made a mistake has never tried anything new. -Albert Einstein
ব্যাংক হচ্ছে সে জায়গা যেখানে তুমি যদি প্রমাণ করতে পারো তোমার পয়সা লাগবে না তখনই তোমাকে ধার দিবে -Bob Hope
Live as if you were to die tomorrow.Learn as if you were to live forever.-Mahatma Gandhi
আমাকে বলো না দুনিয়া তোমাকে ভালো ভাবে বেচেথাকতে দিতে বাধ্য - দুনিয়া তোমাকে কিছুই দিতে বাধ্য নয় - দুনিয়া তোমার আগে এসেছে !
Don't go around saying the worldowes you a living. The world owes you nothing. It was here first. -Mark Twain
সফলতা হচ্ছে এক একাগ্র ইচ্ছাশক্তি নষ্ট না করে এক ব্যর্থতা থেকে অন্য ব্যর্থতায় যাওয়া Success is the ability to go from one failure to another with no loss of enthusiasm.-Winston Churchill
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।-ক্রিনেট
কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।-প্লেটো
গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।-আরবি প্রবাদ
যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।-লাউতজে
আমি আদব শিখেছি বেয়াদবের কাছে।-ইমাম গাজ্জালি (রাঃ)
'হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচে' পুরনো এবং সবচে' ছোট। কিন্তু এ কথা দু'টো বলতেই সবচে' বেশি ভাবতে হয়।-পীথাগোরাস
"আমি জানি না" বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা।-হিব্রু প্রবাদ
একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।-শেখ সাদী
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।-শেখ সাদী
নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত ও একমাত্র বলদ যে ভাবে সেই একমাত্র জ্ঞানি আর দুনিয়ার সব মানুষ বোকা কারো মাথায় গিলু নাই ... অবশ্য একমাত্র পাগলরাই এমন ভাবতে পারে
কেউ যদি কোন বিশ্বাস নিয়ে সুখে ও শান্তিতে জীবন যাপন করতে পারে তাহলে এই পাগলদের সমস্যা কি ? হা সমস্যা একটাই সৃষ্টিকর্তা বিশ্বাস করলে তো খারাপ কাজ করতে পারবে না।
সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।-মার্ক টোয়াইন
আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।-শেলী
মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।-অজানা
কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।-অজানা
ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।-অজানা
জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।-হুইটিয়ার
সবচে' জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা।-জে এবট
বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।-কার্লাইল
ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।-সিমোনিডেস
রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।-সেফটিস বারী
ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।-ড্রাইডেন
তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে।-চীনা প্রবাদ
বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।-জন ম্যাকি
ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।-জন ল্যাক হন
ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।-ইলা অলড্রিচ
যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!-শেখ সাদী
ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।-শেক্সপীয়ার
একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।-কার্লাইল
অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।-হোমার
গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।-হিন্দি প্রবাদ
জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।-অজানা
শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।-ওল পিয়ার্ট
যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।-আলফ্রেড টেনিস
সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।-জুভেনাল
একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।-ফারসি প্রবাদ
নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।-কাজী নজরুল ইসলাম
আমার দোষ তুমি আমাকেই বল।-ইমাম গাজ্জালী
সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।-ডেমিক্রিটাস
ব্যক্তিত্ব্যহীন মানুষ অনুকরণের যোগ্য নয়।
কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।-আবদুল্লাহ আবু সাঈদ
যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।-জন লিভগেট
সাহসীরা জীবনের মর্যাদাকে মূল্য দেয়, ভীরুরা পরিসরকে।
মেয়েদের রূপ আর ছেলেদের প্রতিভা একই জিনিস। দুটোই জন্মগত ও ধংসকারী। চারপাশকে ছাই করে দেয়।
প্রতিটি অর্জনের সাথে আমরা একটু একটু করে মরে যাই।
আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।
নিজের ভালো দিকগুলো জেনে লাভ নেই।
যে মেয়ের যত বদনাম, তার তত ভালো বিয়ে।
পাপীদের দেখে জীবনকে জানা যায় বেশি।
কবিতা হল সংকীর্ণ আলোকোজ্জল মঞ্চে সুচতুর নৃত্যপটিয়সীর অলৌকিক নূপুর-নিক্কন, গদ্য-পেশীবহুল দৌড় বীরের দীর্ঘ মেয়াদী ম্যারাথন।
সততটা বেশি থাকলে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়।
নীচ লোকের প্রধান হাতিয়ার হল অশ্লীল বাক্য।
অন্যের মধ্যে যা খারাপ মনে কর নিজের মধ্যেও তা খারাপ মনে করতে শেখ।
চেহারায় বেদনা না থাকলে কাউকে সুন্দর দেখায় না!
শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরীব।
সংগৃহীত