Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2499
প্রশ্ন: IAEA কত সালে নোবেল পুরস্কার পায়?
উত্তর: ২০০৫ সালে
প্রশ্ন: হেল্লাস কোন দেশের জাতীয় নাম?
উত্তর: গ্রিস
প্রশ্ন: কুরিল দ্বীপের মালিকানা কোন দেশের?
উত্তর: রাশিয়া
প্রশ্ন: পৃথিবীর সবেচেয়ে বয়স্ক রাষ্ট্র প্রধান কে?
উত্তর: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
প্রশ্ন: এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের কত তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়?
উত্তর: ৭২তম।
প্রশ্ন: মিসরে মুসরি সরকারের পতন ঘটে কবে?
উত্তর: ৩জুলাই, ২০১৩।
প্রশ্ন: এফএসএ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
উত্তর: সিরিয়া।(ফ্রি সিরিয়ান আর্মি)
প্রশ্ন: আফ্রিকা ইউরোপ মহাদেশের চেয়ে কতগুণ বড়?
উত্তর: আড়াই গুণ।
প্রশ্ন: আফ্রিকার জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: প্রতি কিলোমিটারে ২৫ জন।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যা কত?
উত্তর: ৮৬ কোটি ৯২ লাখ।
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের আয়তন কত?
উত্তর: ২,৯৮,০০,৫৪০ বর্গ কি. মি. (পৃথিবীর আয়তনের শতকরা ২০.০ ভাগ)।
প্রশ্ন: জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান (জনসংখ্যা প্রায় ১০০০ জন)।
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করেন?
উ: ২০ জানুয়ারি
প্রশ্ন: ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত?
উ: রাজধানীর রাজারবাগে
প্রশ্ন: বরেণ্য গীতিকবি কুটি মনসুরের কবে মারা যান?
উ: ২৪ জানুয়ারি
প্রশ্ন: পর্তুগালের গণতন্ত্রের জনক কে?
উ: মারিও সোয়ারেস।
প্রশ্ন: সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ সফর করা মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম?
উ: কিয়াও তিন।
প্রশ্ন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উ: ১০ জানুয়ারি
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোথায় বিদায়ী ভাষণ দেন?
উ: শিকাগোতে
প্রশ্ন: ভারত একসঙ্গে কতটি রকেট উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করে?
উ: ১০৪টি
প্রশ্ন: ‘১৯৭১: আ গ্লোবাল হিস্টরি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ বইটির লেখক?
উ: শ্রীনাথ রাঘভন।
প্রশ্ন: আইএমএফের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ হবে?
উ: বিশ্বের ৪৫তম বৃহৎ অর্থনীতি।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রকল্প?
উ:রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
প্রশ্ন: প্রকল্পটিতে ঋণ দেবে?
উ: রাশিয়া।
প্রশ্ন: সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট?
উ: মিখাইল গর্বাভেচ।
প্রশ্ন: ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
উ: পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা
প্রশ্ন: থাইল্যান্ডের নতুন রাজা কে?
উ: যুবরাজ মহা ভাজিরালংকর্ন
প্রশ্ন: মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক কে?
উ: ব্রিটিশ টিভি সাংবাদিকভানিয়া কেউলি।
প্রশ্ন: সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?
উ: ১২৩তম।
প্রশ্ন: এডেন শহর কোন দেশে?
উ: ইয়েমেন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    22776 Views
    by shanta
    0 Replies 
    110 Views
    by raihan
    0 Replies 
    92 Views
    by masum
    0 Replies 
    691 Views
    by shanta
    0 Replies 
    357 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]