Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
By tasnima
#2380
প্রামাণ্য সংসদ
ষষ্ঠ অধিবেশন
৯ জানুয়ারি ২০২০ শুরু হয় একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। নতুন বছরের প্রথম এ অধিবেশন চলবে ১৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত।

শূন্য ৫ আসন
২৭ ডিসেম্বর ২০১৯-২৩ জানুয়ারি ২০২০ পর্যন্ত মারা যান ক্ষমতাসীন দলের চার সংসদ সদস্য। মারা যাওয়া সংসদ সদস্যরা হলেন- গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ইউনূস আলী সরকার, বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান এবং যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জন্য ঢাকা-১০ সংসদীয় আসন থেকে পদত্যাগ করেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফলে সব মিলিয়ে বর্তমানে সংসদের পাঁচটি আসন শূন্য।

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন
৭ নভেম্বর ২০১৯ চট্টগ্রাম-৮ (সিটি কর্পোরেশনের ৩-৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী) আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদল মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য হয়। ১৩ জানুয়ারি ২০২০ ঐ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ। এরপর ২০ জানুয়ারি ২০২০ তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

বিএনপি’র প্রথম ওয়াকআউট
১৪ জানুয়ারি ২০২০ একাদশ জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্যরা প্রথমবারের মতো ওয়াকআউট করেন। আওয়ামী লীগের সংসদ সদস্যদের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক আলোচনার অভিযোগ তুলে তারা ওয়াকআউট করেন।

বছরের প্রথম বিল পাস
২২ জানুয়ারি ২০২০ একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে পাস হয় বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল ২০২০। এটা ২০২০ সালে জাতীয় সংসদে পাস হওয়া প্রথম বিল।

প্রশ্নোত্তর পর্ব

• দেশে মোট ভিক্ষুক রয়েছে দুই লাখ ৫০ হাজার, যা মোট জনসংখ্যার ০.১৭%। [সমাজকল্যাণ মন্ত্রী; ১৩ জানুয়ারি ২০২০]
• দেশে সরকার অনুমোদিত ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যক্রম চলছে ৯৪টির। [শিক্ষামন্ত্রী; ১৩ জানুয়ারি ২০২০]
• বর্তমানে দেশে স্বাক্ষরতার হার ৭৩.৯%। [প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী; ১৩ জানুয়ারি ২০২০]
• সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বর্তমানে শূন্যপদের সংখ্যা ৩,১৩,৮৪৮টি। [জনপ্রশাসন প্রতিমন্ত্রী; ১৯ জানুয়ারি ২০২০]
• বর্তমানে দেশে গ্যাস মজুদের পরিমাণ ১০.৬৩ ট্রিলিয়ন ঘনফুট, যা ব্যবহার করা যাবে ১১ বছর। বর্তমানে দেশে বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক ২.৫৭০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা হচ্ছে। [বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী; ২০ জানুয়ারি ২০২০]
• বর্তমানে ক্যাডার পদে কর্মরত কর্মকর্তা ৬,০৫৫ জন- সিনিয়র সচিব ১০ জন; অতিরিক্ত সচিব ৫৭, যুগ্নসচিব ৬৫৮ জন; উপসচিব ১,৬৯৩ জন; সিনিয়র সহকারী; ১,৫২২ জন এবং সহকারী সচিব ১,৫৫৮ জন। [জনপ্রশাসন প্রতিমন্ত্রী; ১৯ জানুয়ারি ২০২০]
• সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার কর্মকর্তা হলেন ঢাকা জেলার; ৩৫৫ জন। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম; ২৫০ জন। সবচেয়ে কম ক্যাডার কর্মকর্তা রয়েছেন পার্বত্য বান্দরবান জেলায়; ৮জন। সচিব পদমর্যাদার সর্বোচ্চ পাঁচজন কর্মকর্তা আছেন বরিশাল জেলায়। [জনপ্রশাসন প্রতিমন্ত্রী; ১৯ জানুয়ারি ২০২০]
• সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৬,৪০,৬৩৯টি- দেওয়ানী ১৪,৫৩,১০৭টি, ফৌজদারী ২০,৯০,৫২৬টি ও অন্যান্য ৯৭,০০৪টি। বিচারাধীন মামলার মধ্যে উচ্চ আদালতে মামলার সংখ্যা ৫,১৩,৩৯৬টি এবং নিম্ন আদালতে ৩১,২৭,২৪৩টি। [আইনমন্ত্রী; ১৯ জানুয়ারি ২০২০]

’মৃত্যুঞ্জয়ী ৭১’ উদ্বোধন
মহান মুক্তিযুদ্ধে অর্ডন্যান্স কোরের সামরিক ও অসামরিক সদস্য মিলে মোট ৪৫ জন শহীদ হন। এ শহীদদের স্মরণে সিওডি’র ফাস্ট গেইট সংলগ্ন স্থানে (বিমানবন্দর সড়কের পাশে) ১৯৭৫ সালে তৎকালীন সিওডি কমান্ড্যান্ট পরে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব) শওকত আলী একটি স্মৃতিস্তম্ভটি স্থানান্তর করে সবার জন্য দর্শনের উপযুক্ত স্থান হিসেবে বর্তমান অবস্থানে পুননির্মাণ করা হয়। এর নামকরণ করা হয় ‘মৃত্যুঞ্জয়ী ৭১’। ৩০ ডিসেম্বর ২০১৯ এটি উদ্বোধন করা হয়।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু
১৩ জানুয়ারি ২০২০ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হয়। ১৩২০ মেগাওয়াটের কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত এটি দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (BCPCL) বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। ২.৪ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা কেন্দ্রটির সমান অংশীদার বাংলাদেশ এবং চীন।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]