Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2339
৩৭। ঝালকাঠি জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
- ১৯৮৪ সালে।
৩৮। ঝালকাঠি জেলার আয়তন কত?
- ৭০৬.৭৬ বর্গকিলোমিটার।
৩৯। আয়তনের দিক থেকে ঝালকাঠি বাংলাদেশের কততম জেলা?
- ৬৩ তম।
৪০। ঝালকাঠি জেলার মোট জনসংখ্যা কত?
- ৭,০৯,৯১৫ জন [আদমশুমারি ২০১১]
৪১। জনসংখ্যায় ঝালকাঠি বাংলাদেশের কত তম জেলা?
- ৬০তম।
৪২। ঝালকাঠি জেলায় প্রতি বর্গকিলোমিটারে কত জন লোক বাস করে?
- ৯৬৬ জন [আদমশুমারি ২০১১]
৪৩। ঝালকাঠি জেলায় উপজেলা কয়টি?
- ৪টি। যথাঃ ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া।
৪৪। ঝালকাঠি জেলার সর্ববৃহৎ উপজেলার নাম কি?
- নলছিটি উপজেলা।
৪৫। নলছিটি উপজেলার আয়তন কত?
- ২৩১ বর্গকিলোমিটার।
৪৬। ঝালকাঠি জেলার ক্ষুদ্রতম উপজেলার নাম কী?
- কাঠালিয়া উপজেলা।
৪৭। কাঠালিয়া উপজেলার আয়তন কত?
- ১৫১ বর্গকিলোমিটার।
৪৮। ঝালকাঠি জেলায় পৌরসভা কয়টি?
- ২টি।
৪৯। ঝালকাঠি জেলায় ইউনিয়ন ও গ্রাম কতটি?
- ইউনিয়ন ৩২টি ও গ্রাম ৪৫৫টি।
৫০। ঝালকাঠি জেলায় সাক্ষরতার হার কত পার্সেন্ট?
- ৬৬.৭%।
৫১। ঝালকাঠি জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কী?
- ঝালকাঠি জেলার সাক্ষরতা আন্দোলনের নাম ‘অনুভব’।
৫২। ঝালকাঠি জেলার উল্লেখযোগ্য নদ-নদী গুলোর নাম কী কী?
- নলছিটি, খয়েরাবাদ, ধানসিঁড়ি ও বিষখালী।
৫৩। মুক্তিযুদ্ধের সময় ঝালকাঠি জেলা কত নম্বর সেক্টরে ছিল?
- ৯ নং সেক্টরে।
৫৪। ঝালকাঠি জেলায় সংসদীয় আসন কতটি?
- ২টি; আসন নং ১২৫ ও ১২৬।
৫৫। পটুয়াখালী জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
- ১ জানুয়ারি ১৯৬৯ সালে।
৫৬। পটুয়াখালী জেলার মোট আয়তন কত?
- ৩,২২১.৩১ বর্গকিলোমিটার।
৫৭। আয়তনে পটুয়াখালি বাংলাদেশের কত তম জেলা?
- ১৫তম।
৫৮। পটুয়াখালী জেলার মোট জনসংখ্যা কত?
- ১৫,৯৬,২২২জন [আদমশুমারি ২০১১]
৫৯। পটুয়াখালী বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কত তম?
- ৪১তম।
৬০। পটুয়াখালী জেলায় উপজেলা কত টি?
- ৮টি।
৬১। পটুয়াখালী জেলার উপজেলাগুলোর নাম কী কী?
- সদর, দুমকি, গলাচিপা, বাউফল, দশমিনা, কলাপাড়া, রাঙ্গাবালী ও মির্জাগঞ্জ।
৬২। পটুয়াখালী জেলার সর্ববৃহৎ উপজেলার নাম কী?
- গলাচিপা উপজেলা।
৬৩। গলাচিপা উপজেলার আয়তন কত?
- ৭৯৮ বর্গকিলোমিটার।
৬৪। পটুয়াখালি উপজেলার সবচেয়ে ছোট উপজেলার নাম কী?
- দুমকি উপজেলা।
৬৫। দুমকি উপজেলার আয়তন কত?
- ৯২ বর্গকিলোমিটার।
৬৬। পটুয়াখালী জেলার পৌরসভা কতটি?
- ৫টি।
৬৭। পটুয়াখালী জেলার ইউনিয়ন ও গ্রাম কয়টি?
- পটুয়াখালী জেলার ইউনিয়ন ৭৩টি ও গ্রাম ৭৭৮টি।
৬৮। পটুয়াখালী জেলায় সাক্ষরতার হার কত পার্সেন্ট?
- ৫৪.১%।
৬৯। পটুয়াখালী জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কী?
- পটুয়াখালী জেলার সাক্ষরতা আন্দোলনের নাম ‘শাবাশ’।
৭০। পটুয়াখালী উপজেলার উল্লেখযোগ্য নদ-নদীগুলোর নাম কী কী?
- তেঁতুলিয়া, পায়রা ও লোহালিয়া।
৭১। মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী জেলা কত নম্বর সেক্টরের অধীন ছিল?
- পটুয়াখালী ৯নং সেক্টরের অধীনে ছিল।
৭২। পটুয়াখালী জেলায় সংসদীয় আসন কতটি?
- ৪টি; আসন নং ১১১-১১৪।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    153 Views
    by bdchakriDesk
    0 Replies 
    98 Views
    by bdchakriDesk
    0 Replies 
    634 Views
    by bdchakriDesk
    0 Replies 
    894 Views
    by bdchakriDesk
    0 Replies 
    61 Views
    by bdchakriDesk

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]