Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2319
১২০০ বছরের স্বর্ণমুদ্রা ও মায়াসভ্যতার রাজপ্রাসাদ আবিষ্কার

১২০০ বছর আগের স্বর্ণমুদ্রা
সম্প্রতি ইসরাইলের ইয়াভেন অঞ্চলে একটি প্রাচীন ছোট মাটির ব্যাংকের ভেতর পাওয়া যায় প্রায় ১২০০ বছর আগের অমূল্য স্বর্ণের মুদ্রা। দেশটির প্রত্নতাত্ত্বিকরা এ গুপ্তধন খুঁজে পান। তারা গুপ্তধনগুলো যেখানে খুঁজে পান, মধ্য যুগে-ঐ এলাকা ছিল শিল্পাঞ্চল। স্বর্ণমুদ্রাগুলো সেই সময়কার এক কুমোর সঞ্চয় করে রেখেছিলেন। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, স্বর্ণমুদ্রাগুলো সপ্তম-নবম শতাব্দীর আব্বাসীয় খিলাফতের সময়কার। প্রায় ১২০০ বছর আগের ইসরাইলের ঐ অঞ্চলে ইসলামের তৃতীয় এ খিলাফতের শাসন ছিল। বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল বলে আব্বাসীয় খিলাফতকে ‘ইসলামের স্বর্ণযুগ’ বলে বিবেচনা করা হয়।

মায়া সভ্যতার রাজপ্রাসাদ
মেক্সিকোর পর্যটন নগরী কানকুন থেকে ১০০ মাইল পশ্চিমে অবস্থিত প্রাচীন কুলুবা শহরে ১,০০০ বছরের বেশি সময় আগের মায়া সভ্যতার একটি রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাজপ্রাসাদটি মূলত মায়া সভ্যতার দুটি যুগের সাক্ষী হয়ে আছে। এ দুই যুগের একটির সময়কাল ছিল ৬০০-৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। অপরটি ৮৫০খ্রিস্টাব্দে শুরু হয়ে স্থায়ী হয় ১০৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে বর্তমান মেক্সিকোর দক্ষিণাঞ্চল, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাসসহ মধ্য আমেরিকার বিস্তৃত অঞ্চলজুড়ে গড়ে ওঠে মায়া সভ্যতা। ৩,৫০০ বছরের বেশি সময় পর ১৬৯৭ সালে স্পেন সাম্রাজ্যের কাছে পেতেন ইতজা রাজ্যের পতনের মাধ্যমে হারিয়ে যায় এ সভ্যতার শেষ অংশটি। গুয়াতেমালার দ্বিতীয় বৃহত্তম হ্রদ পেতেন ইতজার একটি দ্বীপ ছিল ঐ রাজ্য।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]