- Sun Feb 16, 2020 9:15 pm#2318
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় ইতালির বোলোনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৮৮ সালে। তারও প্রায় ১০০ বছর আগে প্রতিষ্ঠিত হয় মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। কিন্তু আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক আগে, আজ থেকে প্রায় ১১৫০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় মরক্কোর কারাউইন বিশ্ববিদ্যালয়। ইউনেস্কো এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এটিই হচ্ছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান, যা এখন পর্যন্ত তার একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এ ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন ফাতিমা আল-ফিহরি নামের একজন মুসলিম নারী। তার জন্ম আনুমানিক ৮০০ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে। বর্তমান তিউনিসিয়ার কাইরাওয়ান শহরে। তার পুরো নাম ফাতিমা বিনতে মুহাম্মদ আল-ফিহরিয়া আল কুরাইশিয়া। তাদের পারিবারিক নামের কুরাইশিয়া অংশ থেকে ধারণা করা হয়, তারা ছিলেন আরবের মক্কার কুরাইশ বংশের মানুষ। ফাতিমা আল-ফিহরি ইন্তেকাল করেন ৮৮০ খ্রিষ্টাব্দে।
পৃথিবীর প্রাচীনতম বস্তুর সন্ধান
পৃথিবীতে পাওয়া প্রাচীনতম উপাদান আবিষ্কারের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী। অস্ট্রেলিয়ায় ১৯৬৯ সালে ভূ-পাতিত মুরচিসন উল্কার একটি অংশে থাকা ৪০টি ‘সৌর পূর্ব কণা’ বিশ্লেষণ করে এ ‘প্রাচীনতম’ উপাদানের খোঁজ পান তারা। বিজ্ঞানীরা বলছেন, মহাশূন্য থেকে আসাা এ পাথরের মধ্যে যে ধূলিকণার খোঁজ মিলেছে, তা ৭৫০ কোটি বছরেরও পুরনো। এ ধূলিকণা আমাদের সৌরজগতের জন্মেরও আগে সৃষ্টি হয়েছিল । সাধারণত তারা বা নক্ষত্রের মৃত্যু পর তাদের ভেতরকার কণাগুলো মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এ ‘সৌর পূর্ব কণা’গুলো এরপর নতুন নক্ষত্র, গ্রহ, চাঁদ বা উল্কায় সংযুক্ত হয়। এগুলো নক্ষত্রের অকাট্য নমুনা, সত্যিকারের স্টারডাস্ট।
ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয় ইতালির বোলোনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৮৮ সালে। তারও প্রায় ১০০ বছর আগে প্রতিষ্ঠিত হয় মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। কিন্তু আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক আগে, আজ থেকে প্রায় ১১৫০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় মরক্কোর কারাউইন বিশ্ববিদ্যালয়। ইউনেস্কো এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এটিই হচ্ছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান, যা এখন পর্যন্ত তার একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এ ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন ফাতিমা আল-ফিহরি নামের একজন মুসলিম নারী। তার জন্ম আনুমানিক ৮০০ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে। বর্তমান তিউনিসিয়ার কাইরাওয়ান শহরে। তার পুরো নাম ফাতিমা বিনতে মুহাম্মদ আল-ফিহরিয়া আল কুরাইশিয়া। তাদের পারিবারিক নামের কুরাইশিয়া অংশ থেকে ধারণা করা হয়, তারা ছিলেন আরবের মক্কার কুরাইশ বংশের মানুষ। ফাতিমা আল-ফিহরি ইন্তেকাল করেন ৮৮০ খ্রিষ্টাব্দে।
পৃথিবীর প্রাচীনতম বস্তুর সন্ধান
পৃথিবীতে পাওয়া প্রাচীনতম উপাদান আবিষ্কারের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী। অস্ট্রেলিয়ায় ১৯৬৯ সালে ভূ-পাতিত মুরচিসন উল্কার একটি অংশে থাকা ৪০টি ‘সৌর পূর্ব কণা’ বিশ্লেষণ করে এ ‘প্রাচীনতম’ উপাদানের খোঁজ পান তারা। বিজ্ঞানীরা বলছেন, মহাশূন্য থেকে আসাা এ পাথরের মধ্যে যে ধূলিকণার খোঁজ মিলেছে, তা ৭৫০ কোটি বছরেরও পুরনো। এ ধূলিকণা আমাদের সৌরজগতের জন্মেরও আগে সৃষ্টি হয়েছিল । সাধারণত তারা বা নক্ষত্রের মৃত্যু পর তাদের ভেতরকার কণাগুলো মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এ ‘সৌর পূর্ব কণা’গুলো এরপর নতুন নক্ষত্র, গ্রহ, চাঁদ বা উল্কায় সংযুক্ত হয়। এগুলো নক্ষত্রের অকাট্য নমুনা, সত্যিকারের স্টারডাস্ট।