- Wed Jan 22, 2020 3:33 pm#2262
নোবেল পুরস্কার - ২০১৯
বিষয় - বিজয়ীর নাম ও দেশ - যে কারণে পেয়েছেন
চিকিৎসাশাস্ত্র - উইলিয়াম জি. কেইলিন জুনিয়র (মার্কিন যুক্তরাষ্ট্র), গ্রেগ এল, সিমেনজা (মার্কিন যুক্তরাষ্ট্র), স্যার পিটার জে. র্যাটক্লিফ (যুক্তরাজ্য) - দেহে অক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় এবং সেই অনুযায়ী কীভাবে ব্যবস্থা নেয় ইহা আবিষ্কারের জন্য।
পদার্থ - জেমস পিবলস (কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক), মিশেল গুস্তাব এডওয়ার্ড মাইয়র (সুইজারল্যান্ড), দিদিয়ে কেলোর (সুইজারল্যান্ড) - বাস্তবিক মহাজগতের তাত্ত্বিক আবিষ্কার এবং সৌরজগেতের বাইরে অবস্থিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি গ্রহ আবিষ্কারের জন্য।
রসায়ন - জন বি গুডএনাফ (জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক), এম. স্ট্যানলি হুইটিংহ্যাম (ব্রিটিশ-আমেরিকান), আকিরা ইয়োশিনো (জাপান) - লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণার জন্য।
শান্তি - আবি আহমেদ (ইথিওপিয়ার প্রধানমন্ত্রী) - ইথিওপিয়া-ইরিত্রিয়ার যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা এবং শান্তি স্থাপনের অবিরাম প্রচেষ্টার জন্য।
সাহিত্য-২০১৮ - ওলগা নায়োজা তোকারচুক (পোল্যান্ড) - মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার তুলিতে ফুটিয়ে তোলার জন্য।
সাহিত্য-২০১৯ - পিটার হ্যান্ড (অস্ট্রিয়া) - ভাষার সৌকর্য এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের জন্য।
অর্থনীতি - অভিজিত বিনায়ক ব্যানার্জি (ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক), এসথার ডুফলো (ফ্রান্স-আমেরিকান), মাইকেল রবার্ট ক্রেমার (যুক্তরাষ্ট্র) - উন্নয়ন অর্থনীতির মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে অবদান রাখার জন্য।
বিষয় - বিজয়ীর নাম ও দেশ - যে কারণে পেয়েছেন
চিকিৎসাশাস্ত্র - উইলিয়াম জি. কেইলিন জুনিয়র (মার্কিন যুক্তরাষ্ট্র), গ্রেগ এল, সিমেনজা (মার্কিন যুক্তরাষ্ট্র), স্যার পিটার জে. র্যাটক্লিফ (যুক্তরাজ্য) - দেহে অক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় এবং সেই অনুযায়ী কীভাবে ব্যবস্থা নেয় ইহা আবিষ্কারের জন্য।
পদার্থ - জেমস পিবলস (কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক), মিশেল গুস্তাব এডওয়ার্ড মাইয়র (সুইজারল্যান্ড), দিদিয়ে কেলোর (সুইজারল্যান্ড) - বাস্তবিক মহাজগতের তাত্ত্বিক আবিষ্কার এবং সৌরজগেতের বাইরে অবস্থিত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি গ্রহ আবিষ্কারের জন্য।
রসায়ন - জন বি গুডএনাফ (জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক), এম. স্ট্যানলি হুইটিংহ্যাম (ব্রিটিশ-আমেরিকান), আকিরা ইয়োশিনো (জাপান) - লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণার জন্য।
শান্তি - আবি আহমেদ (ইথিওপিয়ার প্রধানমন্ত্রী) - ইথিওপিয়া-ইরিত্রিয়ার যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা এবং শান্তি স্থাপনের অবিরাম প্রচেষ্টার জন্য।
সাহিত্য-২০১৮ - ওলগা নায়োজা তোকারচুক (পোল্যান্ড) - মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার তুলিতে ফুটিয়ে তোলার জন্য।
সাহিত্য-২০১৯ - পিটার হ্যান্ড (অস্ট্রিয়া) - ভাষার সৌকর্য এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের জন্য।
অর্থনীতি - অভিজিত বিনায়ক ব্যানার্জি (ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক), এসথার ডুফলো (ফ্রান্স-আমেরিকান), মাইকেল রবার্ট ক্রেমার (যুক্তরাষ্ট্র) - উন্নয়ন অর্থনীতির মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে অবদান রাখার জন্য।