Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2253
এ পর্যন্ত যা যা হারালেন সুচি
১. এলি উইজেল অ্যাওয়ার্ড: যুক্তরাষ্ট্রের হলকাষ্ট মেমোরিয়াল মিউজিয়াম মানবাধিকার বিষয়ে অবদানের জন্য ২০১২ সালে সুচিকে এই পুরস্কার দিয়েছিল। কিন্তু রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় পদকটি প্রত্যাহার করে নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
২. ফ্রিডম অব অক্সফোর্ড: নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ সময় ধরে লড়াই করে যাওয়ার স্বীকৃতি স্বরূপ যুক্তরাজ্যের অক্সফোর্ড শহর কর্তৃপক্ষ ১৯৯৭ সালে সুচিকে এই সম্মাননা প্রদান করে । রোহিঙ্গা নির্যাতন এবং দেশান্তর বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় এই সম্মাননা ফিরিয়ে নেওয়া হয়।
৩. ফ্রিডম অব গ্লাসগো অ্যাওয়ার্ড: স্কটল্যান্ডে গ্লাসগো শহর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এক চিঠিতে মানবতা বিরোধী অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানালে পাল্টা প্রতিক্রিয়া দেখান সুচি। এ কারণে সুচিকে দেওয়া এই অ্যাওয়ার্ড ফিরিয়ে নেন তারা।
৪. অক্সফোর্ডের কক্ষ থেকে বিতাড়িত: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ‘জুনিয়র কমন রুম’ টাইটেল থেকে মুছে ফেলা হয়েছে সুচির নাম।
৫. ইউনিসন অ্যাডওয়ার্ড: যুক্তরাজ্যের সর্ববৃহৎ গ্রেট ইউনিউন ইউনিসন সুচিকে তার গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য এই পদকটি দিয়েছিল। রোহিঙ্গা নির্যাতন বিষয়ে নিষ্ক্রিয় থাকার কারণে এটি প্রত্যাহার করে নেয়।
৬. এডিনবার্গ অ্যাওয়ার্ড: স্কটল্যান্ডের এভিনবার্গ শহর কর্তৃপক্ষ সুচিকে ২০০৫ সালে এই অ্যাওয়ার্ড প্রদান করে যা রোহিঙ্গা ইস্যুতে বাতিল করা হয়েছে।
৭. কানাডার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল: ৩ অক্টোবর, ২০১৮ কানাডার পার্লামেন্ট সুচিকে দেওয়া নাগরিকত্ব তুলে নেয়।

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]