Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2236
জাতীয় বাজেট ২০১৯ - ২০২০: পর্ব ০১
স্লোগান: সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের।
• বাজেট - ৪৯তম
• বাজেট ঘোষণা - ১৩ জুন ২০১৯ (আ হ ম মুস্তফা কামাল)
• বাজেট পাস - ৩০ জুন ২০১৯, কার্যকর ১ জুলাই ২০১৯ থেকে
• মোট বাজেট - ৫, ২৩, ১৯০ কোটি টাকা (জিডিপির ১৮.১৩%)
• বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) - ২, ০২, ৭২১ কোটি টাকা (জিডিপির ৭.০২%; বাজেটের ৩৮.৭৫%)
• মোট জিডিপি - ২৮,৮৫,৮৭২ কোটি টাকা
• অনুমিত বিষয় - জিডিপি প্রবৃদ্ধি - ৮.২; মূল্যস্ফীতি- ৫.৫%
• স্মার্টফোন - আমদানিতে শুল্ক ১০% থেকে বাড়িয়ে ২৫% করা

বাজেট ঘোষণা
২০১৯ সাল পর্যন্ত জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন ১৩ জন অর্থমন্ত্রী। এর মধ্যে সর্বাধিক ১২ বার করে বাজেট ঘোষণা করেন প্রয়াত এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত। তবে টানা ১০ বার বাজেট ঘোষণার বিরল রেকর্ডের অধিকারী হলেন আবুল মাল আবদুল মুহিত। সাইফুর রহমান ১৯৮০৮১ ও ১৯৮১-৮২; ১৯৯১-৯২ থেকে ১৯৯৫-৯৬ এবং ২০০২-০৩ থেকে ২০০৫-০৬ অর্থবছর পর্যন্ত বাজেট ঘোষণা করেন। অন্যদিকে আবুল মাল আবদুল মুহিত ১৯৮২-৮৩ ও ১৯৭৩-৮৪ দুবার এবং ২০০৯-১০ থেকে ২০১৮-১৯ পর্যন্ত টানা ১০ বার বাজেট ঘোষণা করেন। ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
• জাতীয় সংসদে টানা ৭টি বাজেট অধিবেশনে সভাপতিত্ব করার বিরল রেকর্ড গড়েন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

টাকা আসবে যেখান থেকে
খাত - কোটি টাকায় - বাজেটের অংশ (%)

মূল্য সংযোজন কর(VAT) - ১,২৩,০৬৭ - ২৩.৫
আয়, মুনাফা ও মূলধনের ওপর কর - ১,১৩,৯১২ - ২১.৮
সম্পূরক শুল্ক - ৪৮,১৫৩ - ৯.২
আমদানি শুল্ক - ৩৬,৪৯৮ - ৬.৯
NBRএর অন্যান্য কর - ৩,৯৭১ - ০.৮
NBR-বহির্ভূত কর - ১৪৫০০ - ২.৮
কর ব্যতীত রাজস্ব - ৩৭,৭১০ - ৭.২
বিদেশি অনুদান - ৪,১৬৮ - ০.৮
বিদেশি ঋণ - ৬৩,৮৪৮ - ১২.২০
অভ্যন্তরীণ ঋণ - ৭৭,৩৬৩ - ১৪.৭৯
মোট = ৫,২৩,১৯০ - ১০০.০০


কোন খাতে কত বরাদ্দ
খাত - কোটি টাকায় - বাজেটের অংশ(%)
জনপ্রশাসন - ৯৬,৪৭০ - ১৮.৫
শিক্ষা ও প্রযুক্তি - ৭৯,৪৮৬ - ১৫.২
পরিবহন ও যোগাযোগ - ৬৪,৮২০ - ১২.৪
সুদ পরিশোধ - ৫৭.০৭০ - ১০.৯
স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন - ৩৭,৮৮৬ - ৭.২
প্রতিরক্ষা - ৩২,১০১ - ৬.১
কৃষি - ২৮,৩৫৩ - ৫.৪
সামাজিক নিরাপত্তা ও কল্যাণ - ২৯,৪৫৮ - ৫.৬
জনশৃঙ্খলা ও নিরাপত্তা - ২৭,৬৩৬ - ৫.৩
জ্বালানি ও বিদ্যুৎ - ২৮,০৫০ - ৫.৪
স্বাস্থ্য - ২৫,৭৩৩ - ৪.৯
গৃহায়ন - ৬,৬০৩ - ১.৩
বিনোদন, সংস্কৃতি ও ধর্ম - ৪,৩৮৯ - ০.৯
শিল্প ও অর্থনৈতিক সার্ভিস - ৩,৮৯০ - ০.৭
বিবিধ - ১,২৪৫ - ০.২
মোট - ৫,২৩,১৯০ - ১০০.০০

করমুক্ত আয়ের সীমা
সাধারণ করদাতা - ২,৫০,০০০/-
মহিলা ও ৬৫ বছর-ঊর্ধ্ব করদাতা - ৩০,০০,০০০/-
প্রতিবন্ধী ব্যক্তি করদাতা - ৪,০০,০০০/-
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা - ৪,২৫,০০০/-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1435 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]