Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2233
IDF’র নেতৃত্বে দুই বাংলাদেশি
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (IDF) নেতৃত্বে আসেন বাংলাদেশি দুই চিকিৎসক অধ্যাপক আখতার হোসেন ও অধ্যাপক এ কে আজাদ খান। ২ ডিসেম্বর ২০১৯ দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত IDF’র সাধারণ সভায় আখতার হোসেনকে সভাপতি ও আজাদ খানকে সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ডা. আখতার হোসেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য। তিনি ডায়াবেটিস এশিয়া স্টাডি গ্রুপের (DASG) সভাপতি এবং নরওয়ের নর্ড ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। IDF’র বর্তমান সভাপতি অধ্যাপক এন্ড্র বোল্টনের মেয়াদ শেষে ২০২২ সালে দায়িত্ব গ্রহণ করবেন আখতার হোসেন। এরপর সভাপতি হিসেবে পরবর্তী দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন । অন্যদিকে, অধ্যাপক ডা. আজাদ খান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ডায়াবেটিস ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এরই মধ্যে তিনি IDF’র সর্বোচ্চ পুরস্কার ‘গ্লোবাল অ্যাওয়ার্ড’ ও বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার ‘স্বাধীনতা পদক’ লাভ করেছেন।

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]