Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2208
ইরানে নতুন তেলক্ষেত্র আবিষ্কার
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোজেস্তান প্রদেশে নতুন একটি তেলের খনি আবিষ্কৃত হয়। ১০ নভেম্বর ২০১৯ প্রথম নতুন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এরপর ১১ নভেম্বর ২০১৯ ইরানি জ্বালানিমন্ত্রী বাইজান নামদার জাঙ্গানেহ আবিষ্কৃত তেলক্ষেত্র সম্পর্কিত তথ্য জানান। আবিষ্কৃত এ তেলক্ষেত্রটি বোস্তান থেকে উমিদেহ পর্যন্ত বিস্তৃত, যার আয়তন ২,৪০০ বর্গ কিলোমিটার। ভূ-পৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার গভীরে অবস্থিত এবং গড়ে ৮০ মিটার পুরু এ তেলক্ষেত্রে ৫,৩০০ কোটি ব্যারেল তেল মজুদ রয়েছে। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে মাত্র ২,২০০ কোটি ব্যারেল তেল উত্তোলন সম্ভব।
নতুন আবিষ্কৃত তেলক্ষেত্রটি ইরানের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র। দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্র অবস্থিত আহভাজে। সেখানে তেল মজুদ রয়েছে ৬,৫০০ কোটি ব্যারেল।
    Similar Topics

    ১. ডিজিটাল প্রতারণার সাজা ৫ বছর বা ৫ লক্ষ বা উভয় […]

    ১. বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে[…]

    ১. ব্রিটিশ আমলে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত[…]

    যদি স্বাধীনতা বলতে কিছু বোঝায়, তবে এর অর্থ লোকেরা[…]