- Tue Dec 24, 2019 6:19 pm#2175
পর্বতারোহণে সর্বকালের সেরা রেকর্ড
২০১৯ সালের এপ্রিলে বিশ্বের উচ্চতম ১৪টি পর্বতচূড়ায় ওঠার অভিযান শুরু করেন নেপালি পর্বতারোহী নির্মল পুর্জা। ২৯ অক্টোবর ২০১৯ সর্বশেষ চীনের শিশাপাংমা শৃঙ্গ (৮০১২ মিটার) আরোহণ করেন তিনি। তার জয় করা ১৪টি পর্বতের সবগুলোর উচ্চতা ৮,০০০ মিটারের বেশি। এর মধ্য দিয়ে পর্বতারোহণের ইতিহাসে সর্বকালের সর্বদেশের রেকর্ড ভেঙে দেন নেপালি পর্বতারোহী নির্মল পুর্জা। মাত্র ৬মাস ৬ দিনে বিশ্বের সর্বোচ্চ ১৪টি শৃঙ্গ জয় করে নতুন রেকর্ড গড়েন তিনি। তার আগে সবচেয়ে কম সময়ে বিশ্বের সর্বোচ্চ ১৪টি শৃঙ্গ জয় করেছিলেন পোল্যান্ডের প্রয়াত পর্বতারোহী জারজি কুকুক্কা। তিনি সময় নিয়েছিলেন ৭ বছর ১১ মাস ১৪ দিন। এ পর্যন্ত প্রায় ৪০ জন পর্বতারোহী বিশ্বের উচ্চতম এ ১৪টি পর্বতচূড়ায় উঠেছেন।
২০১৯ সালের এপ্রিলে বিশ্বের উচ্চতম ১৪টি পর্বতচূড়ায় ওঠার অভিযান শুরু করেন নেপালি পর্বতারোহী নির্মল পুর্জা। ২৯ অক্টোবর ২০১৯ সর্বশেষ চীনের শিশাপাংমা শৃঙ্গ (৮০১২ মিটার) আরোহণ করেন তিনি। তার জয় করা ১৪টি পর্বতের সবগুলোর উচ্চতা ৮,০০০ মিটারের বেশি। এর মধ্য দিয়ে পর্বতারোহণের ইতিহাসে সর্বকালের সর্বদেশের রেকর্ড ভেঙে দেন নেপালি পর্বতারোহী নির্মল পুর্জা। মাত্র ৬মাস ৬ দিনে বিশ্বের সর্বোচ্চ ১৪টি শৃঙ্গ জয় করে নতুন রেকর্ড গড়েন তিনি। তার আগে সবচেয়ে কম সময়ে বিশ্বের সর্বোচ্চ ১৪টি শৃঙ্গ জয় করেছিলেন পোল্যান্ডের প্রয়াত পর্বতারোহী জারজি কুকুক্কা। তিনি সময় নিয়েছিলেন ৭ বছর ১১ মাস ১৪ দিন। এ পর্যন্ত প্রায় ৪০ জন পর্বতারোহী বিশ্বের উচ্চতম এ ১৪টি পর্বতচূড়ায় উঠেছেন।