Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2167
অস্ট্রেলিয়ার গোলাপি হ্রদের রহস্যভেদ
পশ্চিম অস্ট্রেলিয়ার মিডল আইল্যান্ডে অবস্থিত অন্যতম বিখ্যাত হ্রদ ‘লেক হিলিয়া’। এ হ্রদের পানির রঙ নীল নয়, গোলাপি। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এর কারণ খুঁজে চলেছেন। সম্প্রতি সে রহস্য ভেদ হয়েছে। ২০১৫ সালে লেক হিলিয়ারের পানির রঙ নিয়ে গবেষণা শুরু করেন এক্সট্রিম মাইক্রোবায়োমি প্রজেক্ট (XMP)-এর একদল বিজ্ঞানী। তারা প্রথমেই লেক হিলিয়ারের পানির নমুনা সংগ্রহ করেন। পরীক্ষার পর বিজ্ঞানীরা দেখেন, লেক হিলিয়ারের পানিতে রয়েছে ১০ ধরনের ব্যাকটেরিয়া, যারা লবণাক্ত পরিবেশে থাকতে ভালবাসে। তা ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ডানালিয়েলা অ্যালগি বা শ্যাওলা, যার বেশির ভাগের রঙই সবুজের পরিবর্তে গোলাপি বা লাল।
তবে এ ধরনের শ্যাওলার রঙের জন্যই লেক হিলিয়ারের পানির রঙ গোলাপি নয়! এর থেকে অবাক করে দেয়া এক তথ্য পান বিজ্ঞানীরা। পানির ঐ নমুনায় যেসব ব্যাকটেরিয়া পাওয়া গেছে, তার মধ্যে ৩৩ শতাংশ জুড়ে ছিল ‘স্যালিনিব্যাকটের রাবার’ নামের এক বিশেষ ব্যাকটেরিয়া। বিজ্ঞানীদের দাবি কোনও শ্যাওলা নয়, বরং ‘স্যালিনিব্যাকটের রাবার’ নামের ঐ বিশেষ ব্যাকটেরিয়ার কারণেই লেক হিলিয়ারের পানির রঙ গোলাপি।

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]