- Sun Dec 15, 2019 11:42 am#2144
মহাকাশে ভৌতিক বস্তু
সম্প্রতি মহাকাশের বিস্ময়কর কিছু ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি পৃথিবীর নিকটে বসানো স্যাটেলাইট ও টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের অনেক গভীরের রহস্যময় কিছু দেখার চেষ্টা করেছিল। এজন্য জ্যোতির্বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপে Arp-Madore 2026-424 পদ্ধতিতে জুম করে। এতে পৃথিবী থেকে প্রায় ৭০ কোটি ৪০ লাখ আলোকবর্ষ দূরের একটি অজানা স্থানের ছবি তোলা হয়। নাসা যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে ভূতুড়ে একটি চেহারা দেখা যায়। প্রথম দেখায় একে অবিকল মানুষের মতো অশরীরী কিছু মনে হবে।
সম্প্রতি মহাকাশের বিস্ময়কর কিছু ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি পৃথিবীর নিকটে বসানো স্যাটেলাইট ও টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশের অনেক গভীরের রহস্যময় কিছু দেখার চেষ্টা করেছিল। এজন্য জ্যোতির্বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপে Arp-Madore 2026-424 পদ্ধতিতে জুম করে। এতে পৃথিবী থেকে প্রায় ৭০ কোটি ৪০ লাখ আলোকবর্ষ দূরের একটি অজানা স্থানের ছবি তোলা হয়। নাসা যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে ভূতুড়ে একটি চেহারা দেখা যায়। প্রথম দেখায় একে অবিকল মানুষের মতো অশরীরী কিছু মনে হবে।