Page 1 of 1

ধেয়ে আসছে দানবীয় উল্কাপিণ্ড

Posted: Sun Dec 15, 2019 11:41 am
by rafique
ধেয়ে আসছে দানবীয় উল্কাপিণ্ড
প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবীর বুকে বিচরণ ছিল বিশালাকার ডাইনোসরের। ভয়াবহ এক দুর্ঘটনায় অতিকায় এ প্রাণী বিলুপ্ত হয়ে যায়। মেক্সিকো উপসাগরের তীরে ইউকাটান উপদ্বীপে ১২ কিলোমিটার চওড়া এক বিশাল উল্কাপিণ্ডের আঘাতে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় ১৭ কোটি বছর পৃথিবীতে রাজত্বকারী ডাইনোসর। তেমনই আরেকটি উল্কা ধেয়ে আসছে পৃথিবীর দিকে।
২০ ডিসেম্বর ২০১৯ পৃথিবী মুখোমুখি হবে প্রায় ৫০০ মিটার চওড়া এ দানবের। তবে 216258 2006 WH1 নামের এ উল্কাটি পৃথিবীতে আঘাত হানবে না। ৩৭ লাখ মাইল দূর থেকেই পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে উল্কাটি। উল্কাপিণ্ডটি পৃথিবীতে আঘাত করলে সম্পূর্ণ একটি শহর পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারতো বলে জানান মহাকাশ বিজ্ঞানীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) সম্প্রতি আরও একটি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসার বিষয় খবর পেয়েছে। 2019 SU3 নামে চিহ্নিত ১৪ মিটার চওড়া এ উল্কাপিণ্ড ১৬ সেপ্টেম্বর ২০৮৪ পৃথিবীর নিকটে আসবে। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন, ৭৩,৪৩৫ মাইল দূর থেকে আসা এ উল্কাপিণ্ডটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ৩৮৫ ভাগের মধ্যে এক ভাগ।