- Fri Dec 13, 2019 12:54 pm#2141
মঙ্গলে সমুদ্রের অস্তিত্ব
মঙ্গলে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে নাসা। গ্রহটির দক্ষিণ দিকে এরিদানিয়ায় সমুদ্র থাকার চিহ্ন পাওয়া গেছে। নাসার মার্স রেকনাইসেন্স অর্বিটার এ তথ্য দিয়েছে। এরিদানিয়ায় প্রায় ৩.৭ বিলিয়ন বছর আগে সমুদ্র ছিল বলে মনে করা হচ্ছে। সেখানে সমুদ্রের তলায় হাইড্রোথার্মার অ্যাক্টিভিটির নিদর্শন পাওয়া গেছে। গবেষকরা জানান, পানি গরম হয়ে বাষ্পীভূত হয়ে এ জায়গার সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যেমন সমুদ্রের গভীরে জলবিদ্যুৎ শক্তি আছে, তেমনই এখানে পাওয়া গেছে।
গবেষকরা জানান, এরিদানিয়ায় যে পানির চিহ্ন পাওয়া গেছে তা নেহায়েত কম নয়। প্রায় ২ লাখ ১০ হাজার কিলোমিটার জুড়ে সমুদ্র থাকার প্রমাণও মিলেছে। ঐ এলাকায় লাভার চিহ্নও পাওয়া গেছে। লাভার প্রমাণ পাওয়ার পর এটুকু স্পষ্ট যে, এখানে আগ্নেয়গিরিরও অস্তিত্ব ছিল।
মঙ্গলে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে নাসা। গ্রহটির দক্ষিণ দিকে এরিদানিয়ায় সমুদ্র থাকার চিহ্ন পাওয়া গেছে। নাসার মার্স রেকনাইসেন্স অর্বিটার এ তথ্য দিয়েছে। এরিদানিয়ায় প্রায় ৩.৭ বিলিয়ন বছর আগে সমুদ্র ছিল বলে মনে করা হচ্ছে। সেখানে সমুদ্রের তলায় হাইড্রোথার্মার অ্যাক্টিভিটির নিদর্শন পাওয়া গেছে। গবেষকরা জানান, পানি গরম হয়ে বাষ্পীভূত হয়ে এ জায়গার সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যেমন সমুদ্রের গভীরে জলবিদ্যুৎ শক্তি আছে, তেমনই এখানে পাওয়া গেছে।
গবেষকরা জানান, এরিদানিয়ায় যে পানির চিহ্ন পাওয়া গেছে তা নেহায়েত কম নয়। প্রায় ২ লাখ ১০ হাজার কিলোমিটার জুড়ে সমুদ্র থাকার প্রমাণও মিলেছে। ঐ এলাকায় লাভার চিহ্নও পাওয়া গেছে। লাভার প্রমাণ পাওয়ার পর এটুকু স্পষ্ট যে, এখানে আগ্নেয়গিরিরও অস্তিত্ব ছিল।