Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2139
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
’যুক্তরাষ্ট্রের স্বার্থের অনকূল নয়’ ঘোষণা দিয়ে ১ জুন ২০১৭ প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ নভেম্বর ২০১৯ ট্রাম্প প্রশাসন জাতিসংঘ মহাসচিব বরাবর প্যারিস জলবায়ু বিষয়ক চুক্তি প্রত্যাহার সংক্রান্ত আবেদন প্রেরণ করে। কার্যপ্রক্রিয়া শেষে ৪ নভেম্বর ২০২০ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ৬ নভেম্বর ২০১৯ চীন ও ফ্রান্সের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি অপরিবর্তিত রাখার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
    Similar Topics

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]