Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2124
বড়দিন কিন্তু আসলে বড় নয়!

বড়দিন বা ইংরেজিতে ক্রিসমাস খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হওয়ায় খ্রিস্টানরা এ উৎসব পালন করে থাকে। উপহার প্রদান, আলোকসজ্জা, বড়দিনের কার্ড বিনিময়, বড়দিনের বৃক্ষ, গির্জায় ধর্মোপাসনা ইত্যাদি এ উৎসবের প্রধান অনুষঙ্গ। বাংলায় এ উৎসবকে বড়দিন বলা হলেও প্রকৃতপক্ষে এটি বছরের সবচেয়ে বড় দিন নয়।পৃথিবী সূর্যের চারদিকে ঘুরার সময় সূর্যের আলো ধীরে ধীরে উত্তর দিকে সরে যেতে থাকে। এভাবে সরতে সরতে ২১ জুন সূর্য পৃথিবীর উত্তর গোলার্ধের কর্কটক্রান্তির উপর অবস্থান করে এবং এতে সূর্য লম্বভাবে কিরণ দেয়ায় এর বেশি অংশে সূর্যের আলো পড়ে। তাই ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত সংঘটিত হয়। একই সময়ে দক্ষিণ গোলার্ধে রাত বড় ও দিন ছোট হয়। পৃথিবীর এ পরিক্রমায় ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত সংঘটিত হয়।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  456 Views
  by raja

  এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

  ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন