- Tue Dec 10, 2019 8:37 pm#2124
বড়দিন কিন্তু আসলে বড় নয়!
বড়দিন বা ইংরেজিতে ক্রিসমাস খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হওয়ায় খ্রিস্টানরা এ উৎসব পালন করে থাকে। উপহার প্রদান, আলোকসজ্জা, বড়দিনের কার্ড বিনিময়, বড়দিনের বৃক্ষ, গির্জায় ধর্মোপাসনা ইত্যাদি এ উৎসবের প্রধান অনুষঙ্গ। বাংলায় এ উৎসবকে বড়দিন বলা হলেও প্রকৃতপক্ষে এটি বছরের সবচেয়ে বড় দিন নয়।পৃথিবী সূর্যের চারদিকে ঘুরার সময় সূর্যের আলো ধীরে ধীরে উত্তর দিকে সরে যেতে থাকে। এভাবে সরতে সরতে ২১ জুন সূর্য পৃথিবীর উত্তর গোলার্ধের কর্কটক্রান্তির উপর অবস্থান করে এবং এতে সূর্য লম্বভাবে কিরণ দেয়ায় এর বেশি অংশে সূর্যের আলো পড়ে। তাই ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত সংঘটিত হয়। একই সময়ে দক্ষিণ গোলার্ধে রাত বড় ও দিন ছোট হয়। পৃথিবীর এ পরিক্রমায় ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত সংঘটিত হয়।
বড়দিন বা ইংরেজিতে ক্রিসমাস খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হওয়ায় খ্রিস্টানরা এ উৎসব পালন করে থাকে। উপহার প্রদান, আলোকসজ্জা, বড়দিনের কার্ড বিনিময়, বড়দিনের বৃক্ষ, গির্জায় ধর্মোপাসনা ইত্যাদি এ উৎসবের প্রধান অনুষঙ্গ। বাংলায় এ উৎসবকে বড়দিন বলা হলেও প্রকৃতপক্ষে এটি বছরের সবচেয়ে বড় দিন নয়।পৃথিবী সূর্যের চারদিকে ঘুরার সময় সূর্যের আলো ধীরে ধীরে উত্তর দিকে সরে যেতে থাকে। এভাবে সরতে সরতে ২১ জুন সূর্য পৃথিবীর উত্তর গোলার্ধের কর্কটক্রান্তির উপর অবস্থান করে এবং এতে সূর্য লম্বভাবে কিরণ দেয়ায় এর বেশি অংশে সূর্যের আলো পড়ে। তাই ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত সংঘটিত হয়। একই সময়ে দক্ষিণ গোলার্ধে রাত বড় ও দিন ছোট হয়। পৃথিবীর এ পরিক্রমায় ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত সংঘটিত হয়।