Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2123
প্রকৃতির বিশাল সাতরঙা ক্যানভাস রেইনবো মাউন্টেন
চীনের রেইনবো মাউন্টেন বিশ্বের বিস্ময়কর এক পর্বতশ্রেণি। ঝানগাই ড্যানজিয়া ল্যান্ডফর্ম জিওলজিক্যাল পার্কে অবস্থিত এ পর্বতশ্রেণি চীনের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশের লিনজি ও সুনানে কয়েকশ বর্গকিমি এলাকাজুড়ে বিস্তৃত। রংধনুর সাতরঙে সজ্জিত এ পর্বতশ্রেণি যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। এটি গঠন হতে সময় লেগেছে প্রায় ২৪ মিলিয়ন বছর। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষে সৃষ্ট এ পর্বতশ্রেণি মূলত বেলেপাথর ও পাললিক শিলার সমন্বয়ে গঠিত। বেলে পাথর জমাট বাঁধার সময় আয়রন অক্সাইড, আয়রন সালকাইড, ক্লোরাইটস ইত্যাদি খনিজের মিশ্রণের কারণেই পাহাড়ের গায়ে এমন রঙের সমাহারের সৃষ্টি। ২০০৯ সালে ইউনেস্কো এ রঙিন পর্বতশ্রেণীকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। তবে চীন ছাড়াও উত্তর-পশ্চিম আর্জেন্টিনার জুজুয় প্রদেশে (হর্নোকাল পর্বত বা সেরানিয়া ডি হর্নোকাল) এবং পেরুর কাসকো অঞ্চলে (ভিনিকুনকা, মন্টানা ডি সিয়েত কলোরেস বা রেইনবো মাউন্টেন) এরূপ সাতরঙা পর্বতের দেখা মেলে। প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই হাজার হাজার পর্যটক এসব পাহাড়ে সমাগত হন।

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]