Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2109
পাঁচ কলজের নাম পরিবর্তন

স্বাধীনতাবিরোধীদের নামে থাকা পাঁচ কলেজের নাম পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ১৪ নভেম্বর ২০১৯ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে একটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বাকি চারটি কলেজের নাম পরিবর্তনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
রাঙামাটির রাবেতা মডেল কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় লংগডু মডেল কলেজ। আর যে চারটি কলেজের নাম পরিবর্তনের চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে সেগুলো হলো-
• হবিগঞ্জের মাদবপুরের সৈয়দ সঈদউদ্দিন কলেজ। পরিবর্তিত নাম হচ্ছে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ।
• কক্সবাজারের ঈদগাঁও ফরিদ আহমেদ কলেজ। পরিবর্তিত নাম হচ্ছে ঈদগাঁও রশিদ আহমেদ কলেজ।
• টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা কলেজ। পরিবর্তিত নাম হচ্ছে বাসাইল ডিগ্রি কলেজ।
• গাইবান্ধার ধর্মপুর আব্দুল জব্বার কলেজ। পরিবর্তিত নাম হচ্ছে ধর্মপুর ডিগ্রি কলেজ।
Similar Topics

সরকারী ব্যাংকের রিসেন্ট পরীক্ষাগুলোর আলোকে বিশ্লেষ[…]

জাতিসংঘের বিশেষ সংস্থা: পর্ব ১ বিশ্বব্যাংক (WB - W[…]

Bangabandhu Sheikh Mujibur Rahman

Bangabandhu Sheikh Mujibur Rahman The founding lea[…]