Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#2081
মহাজাগতিক ধূমকেতু
৩০ আগস্ট ২০১৯ সৌরজগতের বাইরে নতুন আরেকটি ধূমকেতু আবিষ্কার করেন সৌখিন জ্যোতির্বিদ গেন্নাদি বরিসভ। ঐ সময় এর অবস্থান ছিল সূর্য থেকে প্রায় ৪৫ কোটি কিলোমিটার দূরে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাইনর প্ল্যানেট সেন্টার (এমপিসি) এ আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এটা ১৯ অক্টোবর ২০১৭ আবিষ্কৃত দীর্ঘায়ত মহাজাগতিক বস্তু ‘ওমুয়ামুয়া’র (Oumuamua) পর দ্বিতীয় কোনো সৌরজগৎ বহির্ভূত বস্তু, বিজ্ঞানীরা যেগুলোকে অভিহিত করেন ‘ইন্টারস্টেলার অবজেক্ট’ হিসেবে। সদ্য আবিষ্কৃত বস্তুটির প্রাথমিক পরিচয় দেয়া হয় gb00234, যা বর্তমানে C/2019 Q4 (Borisov) নামে পরিচিত। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি একটি সক্রিয় ধূমকেতু। এর লেজসহ দৃশ্যমান কমা আকৃতি রয়েছে। ‘ওমুয়ামুয়া’ ধূমকেতুর তুলনায় এটি প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত ও উজ্জ্বল। ধূমকেতুটি পেরিহেলিয়ান অঞ্চলে পৌঁছবে ১০ ডিসেম্বর ২০১৯। তবে এখন থেকেই একে আমাদের সৌরমন্ডলে দেখা যাচ্ছে।

১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আম[…]

করোনায় সম্ভাবনাময় ওষুধের সন্ধান আধুনিক কম্পিউটার[…]

বাংলাদেশে নদীর সংখ্যা – প্রায় ৭০০টি [সূত্র:[…]

স্থানের নাম – নদীর নাম – স্থানের নাম &[…]