Page 1 of 1

সৌরজগতের বাইরে পানির সন্ধান

Posted: Mon Dec 02, 2019 7:06 am
by masum
সৌরজগতের বাইরে পানির সন্ধান
পৃথিবী থেকে ১১০ আলোকবর্ষ, অর্থাৎ প্রায় ৬৪৭ মিলিয়ন মাইল দূরে অবস্থিত K2-18b নামের একটি গ্রহে পানির সন্ধান পেয়ে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনায় আশাবাদী হয়ে উঠেছেন মহাকাশ বিজ্ঞানীরা। প্রধান বিজ্ঞানী লন্ডনের অধ্যাপক জিওভান্না টিনেত্তি এ আবিষ্কারকে ‘বিস্ময়কর’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এ প্রথমবারের মতো মহাকাশের যে এলাকা বসবাসযোগ্য, সেই এলাকার মধ্যে এক গ্রহে আমরা পানির অস্তিত্ব খুঁজে পেলাম। মহাকশের ঐ স্তরের যে তাপমাত্রা, তাতে প্রাণের অস্তিত্ব সম্ভব। নেচার অ্যাস্ট্রোনমি নামে একটি বিজ্ঞান সাময়িকীতে এ গবেষণাটি বিস্তারিতভাবে প্রকাশিত হয়।
K2-18b গ্রহের আকার পৃথিবীর দ্বিগুণেরও বেশি। গ্রহের হিসাবে এটি মহাপৃথিবীর বা ‘সুপার আর্থ’ হিসেবে বিবেচিত। এখানকার তাপমাত্রা শূন্য থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ যে তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকতে পারে। কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা দেখেছেন, নতুন এ গ্রহের বায়ুমন্ডলের ৫০ শতাংশই পানি। K2-18b গ্রহটি তার নক্ষত্রটি থেকে যে দূরত্বে রয়েছে, তাকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ’গোল্ডিকস জোন’ বা ‘হ্যাবিটেবল জোন’।