Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#8470
১.ফুটবল খেলার জন্ম চীনে।
২.১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়।
৩.১৫ জুলাই১৯৭২ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গঠিত হয়।
৪.স্বাধীনতা-উত্তর বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু।
৫.১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
৬.১৯৮৬ সালে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে প্রথম অংশগ্রহণ করে।
৭.বাংলাদেশেএএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে ১৯৮০সালে।
৮.২৯ জানুয়ারি ২০১০ সালে নারী ফুটবল দলটি সর্বপ্রথম নেপালের বিপক্ষে ম্যাচ খেলার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে প্রবেশ করে।
৯. ২০১১ সালের বিশেষ অলিম্পিক ফুটবলের স্বর্ণজয়ী দেশ বাংলাদেশ(স্পেনকে ১১-১ গোলে হারিয়ে)
১০.২০২৫ সালে বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদক লাভ করে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    104 Views
    by raju
    0 Replies 
    204 Views
    by raju
    0 Replies 
    43 Views
    by raju
    0 Replies 
    1498 Views
    by raju
    0 Replies 
    1091 Views
    by raju